ETV Bharat / sports

FIFA Lifts Ban on AIFF এআইএফএফের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা - FIFA Lifts Ban on AIFF

ভারতীয় ফুটবল ফেডারশেনের উপর নির্বাসন তুলে নিল বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ৷ ভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত 16 অগস্ট এআইএফএফ-কে নিষিদ্ধ করেছিল ফিফা (FIFA Lifts Ban on AIFF) ৷

Etv Bharat
Etv Bharatএআইএফএফের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা
author img

By

Published : Aug 26, 2022, 11:12 PM IST

Updated : Aug 27, 2022, 6:22 AM IST

নয়াদিল্লি, 26 অগস্ট: নির্বাসনের 12 দিনের মাথায় তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা ৷ ভারতীয় ফুটবল ফেডারশেনের উপর নির্বাসন তুলে নিল বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ৷ ভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত 16 অগস্ট এআইএফএফ-কে নিষিদ্ধ করেছিল ফিফা (FIFA Lifts Ban on AIFF) ৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তৃতীয় পক্ষ বা কমিটি অফ অ্যাডমিনিষ্ট্রেশনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ৷ খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হয়ে তৈরি হবে নয়া প্রশাসক কমিটি ৷

এই আশ্বাস পাওয়ার পরেই উঠল নিষেধাজ্ঞা ৷ অর্থাৎ, এর ফলে আগামী অক্টোবরে অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ এদেশে অনুষ্ঠিত হতে আর কোনও বাধা রইল না ৷ গত 16 অগস্ট ভারতীয় সময় মধ্য রাতে এআইএফএফ-কে নির্বাসিত করে ফিফা। সংস্থার কার্যকলাপে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের কারণে এই সিদ্ধান্ত নয়। এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা খুব স্পষ্ট করে জানিয়ে দেয়, সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে (সিওএ) অবিলম্বে বাতিল করতে হবে। দ্রুত নির্বাচন করতে হবে। আসরে নামে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন : মনোনয়ন দিলেন বাইচুং, ফেডারেশনের সভাপতি পদে মুখোমুখি স্ট্রাইকার ও গোলরক্ষক

নয়াদিল্লি, 26 অগস্ট: নির্বাসনের 12 দিনের মাথায় তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা ৷ ভারতীয় ফুটবল ফেডারশেনের উপর নির্বাসন তুলে নিল বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ৷ ভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত 16 অগস্ট এআইএফএফ-কে নিষিদ্ধ করেছিল ফিফা (FIFA Lifts Ban on AIFF) ৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তৃতীয় পক্ষ বা কমিটি অফ অ্যাডমিনিষ্ট্রেশনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে ৷ খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হয়ে তৈরি হবে নয়া প্রশাসক কমিটি ৷

এই আশ্বাস পাওয়ার পরেই উঠল নিষেধাজ্ঞা ৷ অর্থাৎ, এর ফলে আগামী অক্টোবরে অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ এদেশে অনুষ্ঠিত হতে আর কোনও বাধা রইল না ৷ গত 16 অগস্ট ভারতীয় সময় মধ্য রাতে এআইএফএফ-কে নির্বাসিত করে ফিফা। সংস্থার কার্যকলাপে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের কারণে এই সিদ্ধান্ত নয়। এআইএফএফ-কে পাঠানো চিঠিতে ফিফা খুব স্পষ্ট করে জানিয়ে দেয়, সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে (সিওএ) অবিলম্বে বাতিল করতে হবে। দ্রুত নির্বাচন করতে হবে। আসরে নামে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন : মনোনয়ন দিলেন বাইচুং, ফেডারেশনের সভাপতি পদে মুখোমুখি স্ট্রাইকার ও গোলরক্ষক

Last Updated : Aug 27, 2022, 6:22 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.