ETV Bharat / sports

FIFA imposes restrictions on Russia : কড়া ফিফাও, বিশ্বকাপ কোয়ালিফায়ারে উড়বে না রাশিয়ার পতাকা, বাজবে না জাতীয় সঙ্গীত - বিশ্বকাপ কোয়ালিফায়ারে উড়বে না রাশিয়ার পতাকা, বাজবে না জাতীয় সঙ্গীত

এর আগে রাশিয়াকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করারও দাবি আসে ফ্রান্স-সহ ইউরোপের অন্যান্য দেশগুলির ফুটবল ফেডারেশনের থেকে (European nations demanded to FIFA to expel Russia) ৷ তাই এদিন ফিফার গৃহীত সিদ্ধান্তে খুশি হতে পারেনি লেওয়ানদোস্কির দেশের ফুটবল সংস্থা ৷

FIFA imposes restrictions on Russia
বিশ্বকাপ কোয়ালিফায়ারে উড়বে না রাশিয়ার পতাকা, বাজবে না জাতীয় সঙ্গীত
author img

By

Published : Feb 28, 2022, 7:04 PM IST

জুরিখ, 28 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার চোখ রাঙানিকে মোটেই ভালচোখে নিল না বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা ৷ আন্তর্জাতিক কুটনৈতিক মহলে কোণঠাসা হয়ে পড়ার পর এবার ফুটবল মাঠেও কার্যত একঘরে 2018 বিশ্বকাপের আয়োজকরা ৷ বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের প্লে-অফের ম্যাচে স্টেডিয়ামে উড়বে না রাশিয়ার পতাকা, ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাইতে পারবেন না রুশ ফুটবলাররা ৷ রবিবার এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করল ফিফা (FIFA bans Russian flag national anthem at WC qualifiers over Ukraine invasion) ৷

শুধু তাই নয়, প্লে-অফের ম্যাচগুলি রাশিয়া থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ফিফা ৷ অর্থাৎ, ঘরের মাঠে খেলার কথা থাকলেও, 2022 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে নিরপেক্ষ ভেন্যুতে প্লে-অফ খেলতে হবে গতবারের কোয়ার্টার ফাইনালিস্টদের ৷

ইউক্রেনে হামলার জেরে পুতিনের দেশের প্রতি ফিফার বিষেদগার এখানেই থেমে থাকেনি ৷ বিশ্ব ফুটবলের গভর্নিং বডি জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের ম্যাচ রাশিয়াকে খেলতে হবে 'ফুটবল ইউনিয়ন অফ রাশিয়া' নামে ৷ আগেই যোগ্যতা-অর্জন পর্বের ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে খেলতে না-চেয়ে একজোটে ফিফার দ্বারস্থ হয়েছিল পোল্যান্ড, সুইডেন এবং চেক প্রজাতন্ত্র ৷ প্লে-অফে একই সরণিতে রয়েছে এই চারটি দল ৷ এদের মধ্যে একজনেরই শিকে ছিঁড়বে কাতার যাওয়ার ৷

আরও পড়ুন : ইউক্রেনে আগ্রাসনের জের, রাশিয়ায় বিশ্বকাপের প্লে-অফ খেলবেন না লেওয়াদোস্কিরা

এমনকী রাশিয়াকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করারও দাবি আসে ফ্রান্স-সহ ইউরোপের অন্যান্য দেশগুলির ফুটবল ফেডারেশনের থেকে (European nations demanded to FIFA to expel Russia) ৷ তাই এদিন ফিফার গৃহীত সিদ্ধান্তে খুশি হতে পারেনি লেওয়ানদোস্কির দেশের ফুটবল সংস্থা ৷ পোল্যান্ড ফুটবল সংস্থার প্রধান সেজারি কুলেসজা টুইটে লেখেন, "পোলিশ টিম রাশিয়ার বিরুদ্ধে কিছুতেউ নামবে না, তা সে নাম যাই হোক না কেন ৷"

জুরিখ, 28 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার চোখ রাঙানিকে মোটেই ভালচোখে নিল না বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা ৷ আন্তর্জাতিক কুটনৈতিক মহলে কোণঠাসা হয়ে পড়ার পর এবার ফুটবল মাঠেও কার্যত একঘরে 2018 বিশ্বকাপের আয়োজকরা ৷ বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের প্লে-অফের ম্যাচে স্টেডিয়ামে উড়বে না রাশিয়ার পতাকা, ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাইতে পারবেন না রুশ ফুটবলাররা ৷ রবিবার এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করল ফিফা (FIFA bans Russian flag national anthem at WC qualifiers over Ukraine invasion) ৷

শুধু তাই নয়, প্লে-অফের ম্যাচগুলি রাশিয়া থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ফিফা ৷ অর্থাৎ, ঘরের মাঠে খেলার কথা থাকলেও, 2022 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে নিরপেক্ষ ভেন্যুতে প্লে-অফ খেলতে হবে গতবারের কোয়ার্টার ফাইনালিস্টদের ৷

ইউক্রেনে হামলার জেরে পুতিনের দেশের প্রতি ফিফার বিষেদগার এখানেই থেমে থাকেনি ৷ বিশ্ব ফুটবলের গভর্নিং বডি জানিয়েছে, আসন্ন বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বের ম্যাচ রাশিয়াকে খেলতে হবে 'ফুটবল ইউনিয়ন অফ রাশিয়া' নামে ৷ আগেই যোগ্যতা-অর্জন পর্বের ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে খেলতে না-চেয়ে একজোটে ফিফার দ্বারস্থ হয়েছিল পোল্যান্ড, সুইডেন এবং চেক প্রজাতন্ত্র ৷ প্লে-অফে একই সরণিতে রয়েছে এই চারটি দল ৷ এদের মধ্যে একজনেরই শিকে ছিঁড়বে কাতার যাওয়ার ৷

আরও পড়ুন : ইউক্রেনে আগ্রাসনের জের, রাশিয়ায় বিশ্বকাপের প্লে-অফ খেলবেন না লেওয়াদোস্কিরা

এমনকী রাশিয়াকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করারও দাবি আসে ফ্রান্স-সহ ইউরোপের অন্যান্য দেশগুলির ফুটবল ফেডারেশনের থেকে (European nations demanded to FIFA to expel Russia) ৷ তাই এদিন ফিফার গৃহীত সিদ্ধান্তে খুশি হতে পারেনি লেওয়ানদোস্কির দেশের ফুটবল সংস্থা ৷ পোল্যান্ড ফুটবল সংস্থার প্রধান সেজারি কুলেসজা টুইটে লেখেন, "পোলিশ টিম রাশিয়ার বিরুদ্ধে কিছুতেউ নামবে না, তা সে নাম যাই হোক না কেন ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.