ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপের নক আউটে কি জ্বলে উঠবেন সিআর7, অপেক্ষায় ভক্তরা - লিওনেল মেসি

কাতার বিশ্বকাপের নক-আউট পর্যায়ের খেলা শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু এখনও আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷

fans-wait-for-cristiano-ronaldo-to-hit-in-form
Cristiano Ronaldo: বিশ্বকাপের নক আউটে কি জ্বলে উঠবেন সিআর7, অপেক্ষায় ভক্তরা
author img

By

Published : Dec 5, 2022, 4:20 PM IST

Updated : Dec 5, 2022, 5:49 PM IST

দোহা, কাতার (এপি), 5 ডিসেম্বর: তারকা ফুটবলার হিসেবে এবারের কাতার বিশ্বকাপে যাঁরা অংশগ্রহণ করেছেন, তাঁদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷

কিন্তু গ্রুপ পর্বে এখনও পর্যন্ত তিনি অনেকটাই নিষ্প্রভ ৷ একদিকে ফ্রান্সের কিলিয়ন এমবাপে (Kylian Mbappé) এই বিশ্বকাপের শীর্ষ গোলদাতার জায়গায় পৌঁছে গিয়েছেন ৷ অন্যদিকে পায়ের জাদু দেখাচ্ছেন আর্জেন্তিনার লিওনেল মেসিও (Lionel Messi) ৷ পাশাপাশি গোলও করছেন ৷ কিন্তু প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোলের পর আর সেভাবে খুঁজেই পাওয়া যায়নি সিআর7-কে ৷ যদিও শুরুতেই তিনি একটি বিশ্ব রেকর্ড করে ফেলেছেন ৷ পরপর পাঁচটি বিশ্বকাপে তিনিই প্রথম গোল করার রেকর্ড করলেন ৷

Fans wait for Cristiano Ronaldo to hit in Form
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

তাই এই পর্তুগিজ তারকার ধামাকা পারফরম্য়ান্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা ৷ তাঁদের আশা নক-আউট পর্যায়ে সুপার ফর্মে ফিরবেন রোনাল্ডো ৷ আগামিকাল প্রি-কোয়ার্টারে ফাইনালে নামছে পতুর্গাল ৷ প্রতিপক্ষ সুইজারল্যান্ড ৷ 1954 সালের পর প্রথমবার সুইসরা নক-আউট পর্যায়ে খেলতে চলেছে ৷ সেই ম্যাচে রোনাল্ডোর পারফরম্যান্সের উপর নজর থাকবে সকলের ৷

কিন্তু পরিসংখ্যান আশাপ্রদ নয় ৷ রোনাল্ডো এখনও পর্যন্ত 8টি গোল করেছেন বিশ্বকাপে (World Cup 2022) ৷ একটি চলতি বিশ্বকাপে ৷ আর বাকিগুলি গত চারটে বিশ্বকাপে ৷ কিন্তু এর আগে কখনোই তিনি নক-আউট পর্বে গোল করতে পারেননি ৷ এবার কি পারবেন ? আশা-নিরাশার দোলাচলে ভক্তরা ৷

যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাচে রোনাল্ডোর দিকেই তাকিয়ে আছে গোটা পর্তুগাল ৷ পরিসংখ্যানের নিরিখে সুইজারল্যান্ড 68 বছর পর বিশ্বকাপের নক-আউট পর্যায়ে খেলতে চলেছে ৷ কিন্তু ভুললে চলবে না যে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে এই দলই শেষ 16 থেকে ফ্রান্সকে ছিটকে দিয়েছিল ৷

Fans wait for Cristiano Ronaldo to hit in Form
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আর রোনাল্ডোও বোধহয় চাইবেন এই ম্যাচে ভালো পারফর্ম করতে ৷ কারণ, তাঁর অন্যতম প্রতিপক্ষ মেসির ম্যাজিকেই এবারের বিশ্বকাপে আর্জেন্তিনার বিজয়রথ এগিয়ে চলেছে ৷ বিশেষ করে প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর গোল নিয়ে চর্চার শেষ নেই ৷ অন্যদিকে এমবাপে দ্রুতগতিতে তারাদের কক্ষপথে নিজেকে প্রতিষ্ঠিত করছেন ৷ এই বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা এখনই 5 ৷ 2018 সালে রাশিয়ায় প্রথমবার বিশ্বকাপ খেলেছিলেন এই ফরাসি তরুণ ৷ ইতিমধ্য়েই তাঁর বিশ্বকাপে গোল সংখ্যা 9 ৷ তাই এই পরিস্থিতিতে সুনাম বজায় রাখতে জ্বলে উঠতেই হবে সিআর7-কে ৷

তবে শুধু ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাই নয়, রোনাল্ডোকে ভালো পারফর্ম করতে হবে নিজের জন্য ৷ তিনি এখন 37 ৷ এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ ৷ একদিকে শেষ বিশ্বকাপের পারফরম্যান্স অবশ্যই তিনি স্মরণীয় করে রাখতে চাইবেন ৷ অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটে তাঁকে ছেড়ে দিয়েছে ৷ এখনও কোনও ক্লাব নেই রোনাল্ডোর ৷ নতুন ক্লাবে যাওয়ার আগে নিজের নামে পাশে ভালো পারফর্মারের তকমা তিনি অবশ্যই অটুট রাখতে চাইবেন ৷

আরও পড়ুন: মাঠে নামবেন নেইমার ? জল্পনার মধ্যেই আজ প্রি-কোয়ার্টারে নামছে ব্রাজিল

দোহা, কাতার (এপি), 5 ডিসেম্বর: তারকা ফুটবলার হিসেবে এবারের কাতার বিশ্বকাপে যাঁরা অংশগ্রহণ করেছেন, তাঁদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ৷

কিন্তু গ্রুপ পর্বে এখনও পর্যন্ত তিনি অনেকটাই নিষ্প্রভ ৷ একদিকে ফ্রান্সের কিলিয়ন এমবাপে (Kylian Mbappé) এই বিশ্বকাপের শীর্ষ গোলদাতার জায়গায় পৌঁছে গিয়েছেন ৷ অন্যদিকে পায়ের জাদু দেখাচ্ছেন আর্জেন্তিনার লিওনেল মেসিও (Lionel Messi) ৷ পাশাপাশি গোলও করছেন ৷ কিন্তু প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোলের পর আর সেভাবে খুঁজেই পাওয়া যায়নি সিআর7-কে ৷ যদিও শুরুতেই তিনি একটি বিশ্ব রেকর্ড করে ফেলেছেন ৷ পরপর পাঁচটি বিশ্বকাপে তিনিই প্রথম গোল করার রেকর্ড করলেন ৷

Fans wait for Cristiano Ronaldo to hit in Form
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

তাই এই পর্তুগিজ তারকার ধামাকা পারফরম্য়ান্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা ৷ তাঁদের আশা নক-আউট পর্যায়ে সুপার ফর্মে ফিরবেন রোনাল্ডো ৷ আগামিকাল প্রি-কোয়ার্টারে ফাইনালে নামছে পতুর্গাল ৷ প্রতিপক্ষ সুইজারল্যান্ড ৷ 1954 সালের পর প্রথমবার সুইসরা নক-আউট পর্যায়ে খেলতে চলেছে ৷ সেই ম্যাচে রোনাল্ডোর পারফরম্যান্সের উপর নজর থাকবে সকলের ৷

কিন্তু পরিসংখ্যান আশাপ্রদ নয় ৷ রোনাল্ডো এখনও পর্যন্ত 8টি গোল করেছেন বিশ্বকাপে (World Cup 2022) ৷ একটি চলতি বিশ্বকাপে ৷ আর বাকিগুলি গত চারটে বিশ্বকাপে ৷ কিন্তু এর আগে কখনোই তিনি নক-আউট পর্বে গোল করতে পারেননি ৷ এবার কি পারবেন ? আশা-নিরাশার দোলাচলে ভক্তরা ৷

যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যাচে রোনাল্ডোর দিকেই তাকিয়ে আছে গোটা পর্তুগাল ৷ পরিসংখ্যানের নিরিখে সুইজারল্যান্ড 68 বছর পর বিশ্বকাপের নক-আউট পর্যায়ে খেলতে চলেছে ৷ কিন্তু ভুললে চলবে না যে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে এই দলই শেষ 16 থেকে ফ্রান্সকে ছিটকে দিয়েছিল ৷

Fans wait for Cristiano Ronaldo to hit in Form
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আর রোনাল্ডোও বোধহয় চাইবেন এই ম্যাচে ভালো পারফর্ম করতে ৷ কারণ, তাঁর অন্যতম প্রতিপক্ষ মেসির ম্যাজিকেই এবারের বিশ্বকাপে আর্জেন্তিনার বিজয়রথ এগিয়ে চলেছে ৷ বিশেষ করে প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর গোল নিয়ে চর্চার শেষ নেই ৷ অন্যদিকে এমবাপে দ্রুতগতিতে তারাদের কক্ষপথে নিজেকে প্রতিষ্ঠিত করছেন ৷ এই বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা এখনই 5 ৷ 2018 সালে রাশিয়ায় প্রথমবার বিশ্বকাপ খেলেছিলেন এই ফরাসি তরুণ ৷ ইতিমধ্য়েই তাঁর বিশ্বকাপে গোল সংখ্যা 9 ৷ তাই এই পরিস্থিতিতে সুনাম বজায় রাখতে জ্বলে উঠতেই হবে সিআর7-কে ৷

তবে শুধু ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাই নয়, রোনাল্ডোকে ভালো পারফর্ম করতে হবে নিজের জন্য ৷ তিনি এখন 37 ৷ এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ ৷ একদিকে শেষ বিশ্বকাপের পারফরম্যান্স অবশ্যই তিনি স্মরণীয় করে রাখতে চাইবেন ৷ অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটে তাঁকে ছেড়ে দিয়েছে ৷ এখনও কোনও ক্লাব নেই রোনাল্ডোর ৷ নতুন ক্লাবে যাওয়ার আগে নিজের নামে পাশে ভালো পারফর্মারের তকমা তিনি অবশ্যই অটুট রাখতে চাইবেন ৷

আরও পড়ুন: মাঠে নামবেন নেইমার ? জল্পনার মধ্যেই আজ প্রি-কোয়ার্টারে নামছে ব্রাজিল

Last Updated : Dec 5, 2022, 5:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.