হায়দরাবাদ, 23 অগাস্ট : খেলরত্ন পুরস্কার পেয়েছেন ৷ তাই আর অর্জুন পুরস্কার পাবেন না অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর সাক্ষী মালিক ও ভারত্তোলক মীরাবাঈ চানু ৷ 29 জনের অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকা থেকে সাক্ষী ও চানুর নাম বাদ দেওয়ার কারণ হিসেবে এমনটাই জানিয়েছে ক্রীড়ামন্ত্রক ৷ আর এতেই ক্ষুব্ধ হরিয়ানার সাক্ষী মালিক ৷ ETV ভারতের সঙ্গে কথোপকথনে ক্রীড়ামন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কুস্তিগীর ৷
খেলাধুলোর সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অর্জুন পুরস্কার জেতার ৷ সাক্ষীও তার ব্যতিক্রম নন ৷ হরিয়ানার মেয়েটি সবসময় চেয়েছেন তাঁকে "অর্জুন অ্যাওয়ার্ডি সাক্ষী মালিক" নামে ডাকা হোক ৷ তাঁর কথায়, "প্রতিটি অ্যাথলিটের স্বপ্ন থাকে জাতীয় পুরস্কার জেতার ৷ খেলার সঙ্গে যুক্ত মানুষের স্বপ্ন থাকে অর্জুন পুরস্কার জেতার ৷ খেলরত্ন পেয়েছি বলে কেন অর্জুন পুরস্কার পাব না ! অর্জুন পুরস্কার পেতে হলে আমাকে আর কী করতে হবে ? বড় পুরস্কার পেয়েছি বলে ছোটো পুরস্কার পাব না, এটা কোনও কারণ হতে পারে না ৷"
তিনি আরও বলেন, "একজন অ্যাথলিট এমন সম্মানের জন্য সবকিছু করতে পারে ৷ এই পুরস্কার আমাদের প্রেরণা জোগায় ৷ আমাকে অর্জুন না দেওয়ার পিছনে সরকারের যুক্তি আমার মাথায় ঢুকছে না ৷ আমি খেলরত্ন পেয়েছি বলে অন্যান্য পুরস্কার পাওয়ার আশা করব না ?" প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ সাক্ষী ৷ এখানেই না থেমে সাক্ষী আরও বলেছেন, "সরকারের যুক্তি অনুযায়ী অলিম্পিক পদক জেতার পর অ্যাথলিটদের অন্য কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত নয় ৷"
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুকে উদ্দেশ্য করে টুইট করেন সাক্ষী ৷ যদিও এই ঘটনা তাঁর নৈতিকতায় খুব একটা প্রভাব ফেলবে না বলেই জানিয়েছেন সাক্ষী ৷ তবে দেশের জন্য কিছু করে দেখানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসা অ্যাথলিটদের মনে অবশ্যই প্রভাব ফেলবে ৷ বলছেন সাক্ষী ৷
-
माननीय प्रधानमंत्री @narendramodi जी ओर माननीय खेल मंत्री @KirenRijiju जी । pic.twitter.com/YF1hQuJfPi
— Sakshi Malik (@SakshiMalik) August 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">माननीय प्रधानमंत्री @narendramodi जी ओर माननीय खेल मंत्री @KirenRijiju जी । pic.twitter.com/YF1hQuJfPi
— Sakshi Malik (@SakshiMalik) August 22, 2020माननीय प्रधानमंत्री @narendramodi जी ओर माननीय खेल मंत्री @KirenRijiju जी । pic.twitter.com/YF1hQuJfPi
— Sakshi Malik (@SakshiMalik) August 22, 2020