ETV Bharat / sports

East Bengal Foreigners একইদিনে পাঁচ বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করে চমক ইস্টবেঙ্গলের

শুক্রের সন্ধেয় একইসঙ্গে পাঁচ বিদেশির নাম ঘোষণা করে চমকে দিল লাল-হলুদ (Emami East Bengal announces name of five foreign footballer) ৷ আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল স্কোয়াডের অংশ হচ্ছে সাইপ্রাসের চারালাম্বোস কিরিয়াকু, স্প্যানিশ ইভান গঞ্জালেস, অ্যালেক্স লিমা, ক্লেইটন সিলভা এবং এলিয়ান্দ্রো ৷

East Bengal Foreigners
একইদিনে পাঁচ বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করে চমক ইস্টবেঙ্গলের
author img

By

Published : Aug 12, 2022, 9:05 PM IST

Updated : Aug 12, 2022, 10:29 PM IST

কলকাতা, 12 অগস্ট: ঘরোয়া ফুটবলারদের সইপর্ব চলতে থাকলেও বিদেশি ফুটবলার চূড়ান্ত হওয়া নিয়ে ইস্টবেঙ্গল জনতার উৎকণ্ঠার অন্ত ছিল না এতদিন ৷ শুক্রের সন্ধেয় একইসঙ্গে পাঁচ বিদেশির নাম ঘোষণা করে চমকে দিল লাল-হলুদ (Emami East Bengal announces name of five foreign footballer) ৷ যার মধ্যে তিনজন ব্রাজিলিয়ান ৷ আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল স্কোয়াডের অংশ হচ্ছে সাইপ্রাসের চারালাম্বোস কিরিয়াকু, স্প্যানিশ ইভান গঞ্জালেস, অ্যালেক্স লিমা, ক্লেইটন সিলভা এবং এলিয়ান্দ্রো ৷

সরকারিভাবে 17জন ভারতীয় ফুটবলার ঘোষণার পরে দলের বিদেশি ফুটবলার নেওয়ার কাজও সম্পূর্ণ করে ফেলল শতাব্দীপ্রাচীন ক্লাব। এর মধ্যে চারালাম্বোস কিরিয়াকু সাইপ্রাসের ডিফেন্ডার ৷ স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ইভান গঞ্জালেস ইমামির সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার আগে থেকেই কার্যত চুক্তিবদ্ধ ছিলেন ৷ তালিকায় তৃতীয় নামটি ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা ৷ যিনি এর আগে জামশেদপুর এফসি'র জার্সিতে 2020-22 সাফল্যের সঙ্গেই খেলেছেন ৷ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেইটন সিলভাও আইএসএলে'র অভিজ্ঞতাসম্পন্ন ৷ গত দু'মরশুমে বেঙ্গালুরু এফসি জার্সিতে যাঁর 37 ম্যাচে 16 গোল রয়েছে ৷

আর পঞ্চম বিদেশি হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্রো বেছে নিলেন ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। 5 ফুট 9 ইঞ্চির কিরিয়াকু দেশের হয়ে 11টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি দেশের সবক'টি ঘরোয়া টুর্নামেন্ট জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। 32 বছর বয়সি স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস আইএসএলে এফসি গোয়া'র হয়ে খেলেছেন 42টি ম্যাচ ৷ এর মধ্যে গতবছরের ডুরান্ড কাপেও খেলে গিয়েছেন তিনি। অ্যালেক্স লিমা জামশেদপুর এফসির হয়ে খেলেছেন 41টি ম্যাচ। গোল করা এবং করানোর মুন্সিয়ানা রয়েছে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের ঝুলিতে।

আরও পড়ুন: অফলাইনে ডুরান্ড ডার্বির টিকিট 22 থেকে, ফাইনালে আসতে পারেন রাষ্ট্রপতি

16টি গোল করার পাশাপাশি 7টি গোলে সাহায্যও করেছেন ক্লেইটন ৷ থাইল্যান্ডের লিগে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে 100 গোলের কৃতিত্ব দেখিয়েছেন বছর পঁয়ত্রিশের ব্রাজিলিয়ান স্ট্রাইকার । আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার 32 বছরের এলিয়ান্দ্রো অতীতে এফসি জালগিরিসের পাশাপাশি খেলেছেন থাইল্যান্ডে লিগেও ৷ গত আড়াই বছরে 23টি গোল রয়েছে তাঁর নামের পাশে। এঁদের মধ্যে কিরিয়াকু আগামিকালই শহরে পা রাখছেন বলে জানানো হয়েছে ইমামির তরফ থেকে ৷

কলকাতা, 12 অগস্ট: ঘরোয়া ফুটবলারদের সইপর্ব চলতে থাকলেও বিদেশি ফুটবলার চূড়ান্ত হওয়া নিয়ে ইস্টবেঙ্গল জনতার উৎকণ্ঠার অন্ত ছিল না এতদিন ৷ শুক্রের সন্ধেয় একইসঙ্গে পাঁচ বিদেশির নাম ঘোষণা করে চমকে দিল লাল-হলুদ (Emami East Bengal announces name of five foreign footballer) ৷ যার মধ্যে তিনজন ব্রাজিলিয়ান ৷ আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল স্কোয়াডের অংশ হচ্ছে সাইপ্রাসের চারালাম্বোস কিরিয়াকু, স্প্যানিশ ইভান গঞ্জালেস, অ্যালেক্স লিমা, ক্লেইটন সিলভা এবং এলিয়ান্দ্রো ৷

সরকারিভাবে 17জন ভারতীয় ফুটবলার ঘোষণার পরে দলের বিদেশি ফুটবলার নেওয়ার কাজও সম্পূর্ণ করে ফেলল শতাব্দীপ্রাচীন ক্লাব। এর মধ্যে চারালাম্বোস কিরিয়াকু সাইপ্রাসের ডিফেন্ডার ৷ স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ইভান গঞ্জালেস ইমামির সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার আগে থেকেই কার্যত চুক্তিবদ্ধ ছিলেন ৷ তালিকায় তৃতীয় নামটি ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা ৷ যিনি এর আগে জামশেদপুর এফসি'র জার্সিতে 2020-22 সাফল্যের সঙ্গেই খেলেছেন ৷ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেইটন সিলভাও আইএসএলে'র অভিজ্ঞতাসম্পন্ন ৷ গত দু'মরশুমে বেঙ্গালুরু এফসি জার্সিতে যাঁর 37 ম্যাচে 16 গোল রয়েছে ৷

আর পঞ্চম বিদেশি হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্রো বেছে নিলেন ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। 5 ফুট 9 ইঞ্চির কিরিয়াকু দেশের হয়ে 11টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি দেশের সবক'টি ঘরোয়া টুর্নামেন্ট জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। 32 বছর বয়সি স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস আইএসএলে এফসি গোয়া'র হয়ে খেলেছেন 42টি ম্যাচ ৷ এর মধ্যে গতবছরের ডুরান্ড কাপেও খেলে গিয়েছেন তিনি। অ্যালেক্স লিমা জামশেদপুর এফসির হয়ে খেলেছেন 41টি ম্যাচ। গোল করা এবং করানোর মুন্সিয়ানা রয়েছে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের ঝুলিতে।

আরও পড়ুন: অফলাইনে ডুরান্ড ডার্বির টিকিট 22 থেকে, ফাইনালে আসতে পারেন রাষ্ট্রপতি

16টি গোল করার পাশাপাশি 7টি গোলে সাহায্যও করেছেন ক্লেইটন ৷ থাইল্যান্ডের লিগে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে 100 গোলের কৃতিত্ব দেখিয়েছেন বছর পঁয়ত্রিশের ব্রাজিলিয়ান স্ট্রাইকার । আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার 32 বছরের এলিয়ান্দ্রো অতীতে এফসি জালগিরিসের পাশাপাশি খেলেছেন থাইল্যান্ডে লিগেও ৷ গত আড়াই বছরে 23টি গোল রয়েছে তাঁর নামের পাশে। এঁদের মধ্যে কিরিয়াকু আগামিকালই শহরে পা রাখছেন বলে জানানো হয়েছে ইমামির তরফ থেকে ৷

Last Updated : Aug 12, 2022, 10:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.