ETV Bharat / sports

EBFC vs BFC: পুরনো দলের বিরুদ্ধে সাহসী ফুটবলের বার্তা দিয়ে বেঙ্গালুরু উড়ে গেলেন ক্লেইটন - Cleiton Silva

আগামিকাল অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি'র মুখোমুখি স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা (East Bengal to face BFC tomorrow) ৷ বৃহস্পতিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন সেরে বিকেলে বেঙ্গালুরু উড়ে গেল ইস্টবেঙ্গল।

Etv Bharat
পুরনো দলের বিরুদ্ধে সাহসী ফুটবলের বার্তা দিয়ে বেঙ্গালুরু উড়ে গেলেন ক্লেইটন
author img

By

Published : Nov 10, 2022, 10:27 PM IST

কলকাতা, 10 নভেম্বর: বড় ম্যাচের পর চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধেও পরাজয়। নর্থ-ইস্টকে হারানোর পর প্রত্যাশার যে ফানুসটা উড়েছিল, জোড়া হারের ধাক্কায় তা ফের চুপসে গিয়েছে ৷ উলটে একরাশ বিতর্ক আর সমালোচনা জোরালো হতে শুরু করেছে ইস্টবেঙ্গলের অন্দরমহলে ৷ এরইমধ্যে আগামিকাল অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি'র মুখোমুখি স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা (East Bengal to face BFC tomorrow) ৷ বৃহস্পতিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন সেরে বিকেলে বেঙ্গালুরু উড়ে গেল ইস্টবেঙ্গল।

দলের আক্রমণভাগ সুযোগ তৈরি করেও ফায়দা তুলতে ব্যর্থ হচ্ছে। ভালো খেলেও ছোট-বড় ভুলে খেসারত দিতে হচ্ছে রক্ষণভাগকে ৷ বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে ভুল শোধরাতে না-পারলে আবার ঘনিয়ে আসবে নিকষ আঁধার ৷ তবু সীমিত ক্ষমতা নিয়েই সুনীল ছেত্রী-রয় কৃষ্ণাদের আটকানোর ছক সাজাচ্ছেন তিনি ৷ স্টিফেন জানাচ্ছেন, প্রত্যেক ম্যাচেই প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিচার করে ছক কষেন তাঁরা ৷ আগামিকালের ম্যাচও তার ব্যতিক্রম হবে না। একই কথা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভার (Cleiton Silva) মুখে। যিনি আবার বেঙ্গালুরু এফসি'র প্রাক্তনীও বটে ৷

লাল-হলুদ স্ট্রাইকার বেঙ্গালুরু উড়ে যাওয়ার বলছেন, "আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। যদিও বেশিরভাগ ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যায়নি। আমাদের বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। প্র্যাকটিসে যে ধরনের পারফরম্যান্স আমরা করি তার প্রভাব খেলায় দেখা যাচ্ছে না। তবে এবার প্র্যাকটিসের পারফরম্যান্স ম্যাচে করে দেখাতে হবে।" গত দু'বছর বেঙ্গালুরু এফসি'র ড্রেসিংরুমে থাকায় ক্লেইটনের অভিজ্ঞতা কালকের ম্যাচে কাজে লাগবে লাল-হলুদের ৷ তার আগে দলের তরুণ ব্রিগেডের লড়াকু মেজাজে আস্থা রাখছেন তিনি। পাশাপাশি সিনিয়রদেরও দায়িত্ব নেওয়ার কথা ক্লেইটন সিলভার মুখে।

আরও পড়ুন: চোটে নেই কন্তে-পোগবা, বিশ্বকাপে ফুল ফোটাতে জিরু-বেঞ্জেমাতেই ভরসা রাখছেন দেশঁ

প্রতিপক্ষ সাইমন গ্রেসনের (Simon Grayson) বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে জয় পাওয়ার জন্য কৌশল বদলের কথা ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গলায় ৷ রয় কৃষ্ণা, সুনীল ছেত্রী, লিও অগাস্টিনের মতো খেলোয়াড়দের বিরুদ্ধে সতর্ক থাকার কথা সতীর্থদের বলেছেন তিনি। ক্লেইটনের মতে, "আমাদের মতোই বেঙ্গালুরু এফসির শক্তি-দুর্বলতা দুইই রয়েছে। কয়েকজন ব্যক্তিগত দক্ষতা সম্পন্ন অসাধারণ ফুটবলার রয়েছে ওদের দলে। ওরা ঘরের মাঠে জেতার জন্য মরিয়া হবে। আমাদের তাই সাহসী ফুটবল খেলে জয়ের জন্য ঝাঁপাতে হবে।"

কলকাতা, 10 নভেম্বর: বড় ম্যাচের পর চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধেও পরাজয়। নর্থ-ইস্টকে হারানোর পর প্রত্যাশার যে ফানুসটা উড়েছিল, জোড়া হারের ধাক্কায় তা ফের চুপসে গিয়েছে ৷ উলটে একরাশ বিতর্ক আর সমালোচনা জোরালো হতে শুরু করেছে ইস্টবেঙ্গলের অন্দরমহলে ৷ এরইমধ্যে আগামিকাল অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি'র মুখোমুখি স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেরা (East Bengal to face BFC tomorrow) ৷ বৃহস্পতিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন সেরে বিকেলে বেঙ্গালুরু উড়ে গেল ইস্টবেঙ্গল।

দলের আক্রমণভাগ সুযোগ তৈরি করেও ফায়দা তুলতে ব্যর্থ হচ্ছে। ভালো খেলেও ছোট-বড় ভুলে খেসারত দিতে হচ্ছে রক্ষণভাগকে ৷ বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে ভুল শোধরাতে না-পারলে আবার ঘনিয়ে আসবে নিকষ আঁধার ৷ তবু সীমিত ক্ষমতা নিয়েই সুনীল ছেত্রী-রয় কৃষ্ণাদের আটকানোর ছক সাজাচ্ছেন তিনি ৷ স্টিফেন জানাচ্ছেন, প্রত্যেক ম্যাচেই প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিচার করে ছক কষেন তাঁরা ৷ আগামিকালের ম্যাচও তার ব্যতিক্রম হবে না। একই কথা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভার (Cleiton Silva) মুখে। যিনি আবার বেঙ্গালুরু এফসি'র প্রাক্তনীও বটে ৷

লাল-হলুদ স্ট্রাইকার বেঙ্গালুরু উড়ে যাওয়ার বলছেন, "আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। যদিও বেশিরভাগ ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যায়নি। আমাদের বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। প্র্যাকটিসে যে ধরনের পারফরম্যান্স আমরা করি তার প্রভাব খেলায় দেখা যাচ্ছে না। তবে এবার প্র্যাকটিসের পারফরম্যান্স ম্যাচে করে দেখাতে হবে।" গত দু'বছর বেঙ্গালুরু এফসি'র ড্রেসিংরুমে থাকায় ক্লেইটনের অভিজ্ঞতা কালকের ম্যাচে কাজে লাগবে লাল-হলুদের ৷ তার আগে দলের তরুণ ব্রিগেডের লড়াকু মেজাজে আস্থা রাখছেন তিনি। পাশাপাশি সিনিয়রদেরও দায়িত্ব নেওয়ার কথা ক্লেইটন সিলভার মুখে।

আরও পড়ুন: চোটে নেই কন্তে-পোগবা, বিশ্বকাপে ফুল ফোটাতে জিরু-বেঞ্জেমাতেই ভরসা রাখছেন দেশঁ

প্রতিপক্ষ সাইমন গ্রেসনের (Simon Grayson) বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে জয় পাওয়ার জন্য কৌশল বদলের কথা ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গলায় ৷ রয় কৃষ্ণা, সুনীল ছেত্রী, লিও অগাস্টিনের মতো খেলোয়াড়দের বিরুদ্ধে সতর্ক থাকার কথা সতীর্থদের বলেছেন তিনি। ক্লেইটনের মতে, "আমাদের মতোই বেঙ্গালুরু এফসির শক্তি-দুর্বলতা দুইই রয়েছে। কয়েকজন ব্যক্তিগত দক্ষতা সম্পন্ন অসাধারণ ফুটবলার রয়েছে ওদের দলে। ওরা ঘরের মাঠে জেতার জন্য মরিয়া হবে। আমাদের তাই সাহসী ফুটবল খেলে জয়ের জন্য ঝাঁপাতে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.