কলকাতা, 21 জুন: ক্লাবের ভিআইপি গ্যালারির নাম প্রয়াত ফুটবলার কৃশানু দে-র নামাঙ্কিত করার সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল । বুধবার ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা বৈঠকে বসেছিলেন । সেখানে ক্লাবের সদস্যরা বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । ইতিমধ্যে ক্লাবের গ্যালারির সংস্কার শুরু হয়েছে । সদস্য গ্যালারির একটি অংশে বিশেষ সুবিধা সম্পন্ন ভিআইপি ব্লক তৈরি করা হবে । ভিআইপি ব্লকটির নাম প্রয়াত ফুটবলার কৃশানু দে'র নামে করা হবে বলে সিদ্ধান্ত হয় ।
এর আগে ইস্টবেঙ্গলের গ্যালারির এক একটি স্ট্যাণ্ডের নাম কিংবদন্তি কর্মকর্তাদের নামে করা হলেও কোনও ব্লক ফুটবলারের নামাঙ্কিত করা প্রথম । আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন ব্লকের নাম কিংবদন্তি ফুটবলারদের নামে করার পরিকল্পনা রয়েছে । যা এই বছর কৃশানু দে'র নামাঙ্কিত করার মধ্যে দিয়ে শুরু হল । ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, একশো বছরে বহু প্রথিতযশা ফুটবলার লাল-হলুদ জার্সিতে খেলে গিয়েছেন । তাঁদের পারফরম্যান্স ক্লাবকে গৌরবাম্বিত করেছে । এবার তাদের সম্মান জানাতেই এই নামকরণের সিদ্ধান্ত ।
এদিনের বৈঠকে ভারতীয় ফুটবল দলকে ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভেচ্ছা জানানো হয় । ইতিমধ্যে ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে দিয়ে যে অর্থ তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাতে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গিয়েছে বলে জানানো হয় । সংগৃহীত অর্থ ক্লাবের যুব ফুটবল উন্নয়নের কাজে ব্যবহার করার কথা আগেই ঘোষণা করা হয়েছিল । সেইমত প্রথম কিস্তি হিসেবে 25 লক্ষ টাকা লগ্নিকারী ইমামির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় । চলতি মরসুমে ইস্টবেঙ্গল কলকাতা লিগে ইয়ুথ ডেভলপমেন্ট দলকে খেলাবে । তার প্রস্তুতিতে ব্যস্ত সহকারী কোচ বিনো জর্জ । বেশ কিছু ফুটবলারকে নেওয়া হয়েছে । যদিও বলা হচ্ছে নতুন ফুটবলার প্রতি অন্বেষণে এই উদ্যোগ । তবে ইস্টবেঙ্গলের মতো শতাব্দী প্রাচীন দলের ট্রায়াল দিয়ে ফুটবলার নেওয়ার ঘটনা বিরল ।
আরও পড়ুন: পুরানো সতীর্থদের নিয়ে ইস্টবেঙ্গলের কোচিং টিম সাজাচ্ছেন কার্লোস কুয়াদ্রাত