ETV Bharat / sports

East Bengal Creates Record: জোড়া ডাবল হ্যাটট্রিক-সহ 35 গোলে জিতে নজির লাল হলুদের - the help of two double hattricks

কন্যাশ্রী কাপে নয়া নজির গড়লেন ইস্টবেঙ্গলের মেয়েরা । বেহালার একটি ক্লাবকে 35 গোলে হারালেন তাঁরা । ডবল হ্যাটট্রিক করলেন দু'জন (East Bengal Scored 35 Golas with the help of two double hattricks)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 11, 2023, 7:51 AM IST

কলকাতা,11 জানুয়ারি: প্রথমার্ধে 18টি আর দ্বিতীয়ার্ধে 17টি গোল। সবমিলিয়ে ম্যাচে মোট 35টি গোল। চমকে উঠবেন না। এটা কোনও কাল্পনিক ফুটবল ম্যাচ নয় । কোনও সিনেমার চমকপ্রদ চিত্রনাট্যও নয় । এটা বাস্তব । নতুন বছরের উৎসবের আবহে গোলের উৎসব কলকাতা ফুটবলের মহিলা লিগ কন্যাশ্রী কাপে। 35টি গোল করে রেকর্ড গড়ল ইস্টবেঙ্গল (East Bengal creates new record in Kolkata Football)।

এক ম্যাচে 35টি গোল দিল লাল-হলুদের প্রমিলা বাহিনী। প্রতিপক্ষ বেহালা ঐক্য সম্মেলনী। ইন্ডিয়ান সুপার লিগে ছেলেরা যখন একের পর এক ম্যাচ হেরেই চলেছেন তখন কামাল করলেন লাল হলুদ মেয়েদের। গত বছরের পরে এই বছরেও শক্তিশালী দল গড়েছে ইস্টবেঙ্গল। এই দাপুটে পারফরম্যান্স তারই প্রতিচ্ছবি। ক্লাবের মান রাখছেন লাল-হলুদের প্রমিলা ব্রিগেড। তথ্য বলছে, এর আগে আইএফএ-এর কোনও টুর্নামেন্টে এত গোল কখনও হয়নি। সেদিক থেকে এই অনন্য নজির গড়লেন ইস্টবেঙ্গলের মেয়েরাই। মঙ্গলবার ছিল কন‍্যাশ্রী কাপের ম‍্যাচ। সেই ম‍্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল বেহালা ঐক্য সম্মিলনী। সেই ম‍্যাচেই বেহালা ঐক্য সম্মিলনীকে 35 গোল দিয়ে কলকাতা ময়দানে নয়া রেকর্ড গড়লেন লাল-হলুদের মেয়েরা।
ম‍্যাচে এদিন প্রথম থেকেই বেহালা ঐক‍্য সম্মিলনীকে চেপে ধরে ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচে ডবল হ্যাটট্রিক করেন কবিতা সোরেন এবং মৌসুমি মুর্মু। পাঁচটি করে গোল করেন দেবলীনা ভট্টাচার্য এবং গীতা দাস। চারটি গোল করেন সুস্মিতা বর্ধন। তিনটি গোল করেন ঐশ্বর্য জাগতান। জোড়া গোল করেন সুলঞ্জনা রাউল এবং তনুশ্রী ওরাঁও। বাকি একটি গোল করেন পিয়ালি কড়া এবং বিরশী ওরাঁও। বোঝাই যাচ্ছে ম্যাচের শুরু থেকে শেষ শুধুই গোল দেখেছেন দর্শকরা। ম্যাচের শুরুতেই কার্যত অসহায় আত্মসমপর্ণ করেন বেহালার ফুটবলাররা । একবারের জন্যও ম্যাচে ফিরে আসতে পারেননি তাঁরা ।

আরও পড়ুন: খুদে ফুটবলার তুলে আনতে গোল্ডেন বেবি লিগ

ম‍্যাচের প্রথমার্ধেই 18-0 ফলে এগিয়ে যায় লালহলুদ শিবির। আর দ্বিতীয়ার্ধে আরও 17 গোল দেয় তারা । শুধুই কলকাতা ময়দান নয়, এটাই ইস্টবেঙ্গলের 102 বছরের ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে জয়। এছাড়া আইএফএ আয়োজিত কোনও মহিলা ফুটবল টুর্নামেন্টেও সব থেকে বড় ব্যবধানে জয়। এর আগের ম্যাচেও বড় ব্যবধানে জয় পায় ইস্টবেঙ্গলের মেয়েরা। 9-0 গোলে এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে জয় পায় তারা। আর এদিন সেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন ইস্টবেঙ্গলের মেয়েরা।

ফুটবলের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক গোলের রেকর্ড রয়েছে মাদাগাস্কার লিগে। 2002 সালে এএস আদেমা 149 গোলে হারায় স্টেদ অলিম্পিককে। তবে এটা সম্ভব হয়েছিল স্টেদ অলিম্পিক নিজেদের গোলেই একের পর এক বল ঢুকিয়ে যেতে থাকায়। নয়ত 90 মিনিটে এত গোল হওয়া একেবারেই সম্ভব ছিল না। কলকাতা ময়দানেও একশো চোদ্দ গোলের নজির রয়েছে। তবে সেই ম্যাচ ঘিরে গড়াপেটার বিতর্ক রয়েছে। কিন্তু মেয়েদের এই ম্যাচে যা হল সব অর্থেই বেনজির। একইসঙ্গে বাংলার মেয়েদের ফুটবলের মান যে ঠিক কোথায় দাঁড়িয়ে তা নিয়েও প্রশ্ন তুলে দিল এই ম্যাচ ।

কলকাতা,11 জানুয়ারি: প্রথমার্ধে 18টি আর দ্বিতীয়ার্ধে 17টি গোল। সবমিলিয়ে ম্যাচে মোট 35টি গোল। চমকে উঠবেন না। এটা কোনও কাল্পনিক ফুটবল ম্যাচ নয় । কোনও সিনেমার চমকপ্রদ চিত্রনাট্যও নয় । এটা বাস্তব । নতুন বছরের উৎসবের আবহে গোলের উৎসব কলকাতা ফুটবলের মহিলা লিগ কন্যাশ্রী কাপে। 35টি গোল করে রেকর্ড গড়ল ইস্টবেঙ্গল (East Bengal creates new record in Kolkata Football)।

এক ম্যাচে 35টি গোল দিল লাল-হলুদের প্রমিলা বাহিনী। প্রতিপক্ষ বেহালা ঐক্য সম্মেলনী। ইন্ডিয়ান সুপার লিগে ছেলেরা যখন একের পর এক ম্যাচ হেরেই চলেছেন তখন কামাল করলেন লাল হলুদ মেয়েদের। গত বছরের পরে এই বছরেও শক্তিশালী দল গড়েছে ইস্টবেঙ্গল। এই দাপুটে পারফরম্যান্স তারই প্রতিচ্ছবি। ক্লাবের মান রাখছেন লাল-হলুদের প্রমিলা ব্রিগেড। তথ্য বলছে, এর আগে আইএফএ-এর কোনও টুর্নামেন্টে এত গোল কখনও হয়নি। সেদিক থেকে এই অনন্য নজির গড়লেন ইস্টবেঙ্গলের মেয়েরাই। মঙ্গলবার ছিল কন‍্যাশ্রী কাপের ম‍্যাচ। সেই ম‍্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছিল বেহালা ঐক্য সম্মিলনী। সেই ম‍্যাচেই বেহালা ঐক্য সম্মিলনীকে 35 গোল দিয়ে কলকাতা ময়দানে নয়া রেকর্ড গড়লেন লাল-হলুদের মেয়েরা।
ম‍্যাচে এদিন প্রথম থেকেই বেহালা ঐক‍্য সম্মিলনীকে চেপে ধরে ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচে ডবল হ্যাটট্রিক করেন কবিতা সোরেন এবং মৌসুমি মুর্মু। পাঁচটি করে গোল করেন দেবলীনা ভট্টাচার্য এবং গীতা দাস। চারটি গোল করেন সুস্মিতা বর্ধন। তিনটি গোল করেন ঐশ্বর্য জাগতান। জোড়া গোল করেন সুলঞ্জনা রাউল এবং তনুশ্রী ওরাঁও। বাকি একটি গোল করেন পিয়ালি কড়া এবং বিরশী ওরাঁও। বোঝাই যাচ্ছে ম্যাচের শুরু থেকে শেষ শুধুই গোল দেখেছেন দর্শকরা। ম্যাচের শুরুতেই কার্যত অসহায় আত্মসমপর্ণ করেন বেহালার ফুটবলাররা । একবারের জন্যও ম্যাচে ফিরে আসতে পারেননি তাঁরা ।

আরও পড়ুন: খুদে ফুটবলার তুলে আনতে গোল্ডেন বেবি লিগ

ম‍্যাচের প্রথমার্ধেই 18-0 ফলে এগিয়ে যায় লালহলুদ শিবির। আর দ্বিতীয়ার্ধে আরও 17 গোল দেয় তারা । শুধুই কলকাতা ময়দান নয়, এটাই ইস্টবেঙ্গলের 102 বছরের ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে জয়। এছাড়া আইএফএ আয়োজিত কোনও মহিলা ফুটবল টুর্নামেন্টেও সব থেকে বড় ব্যবধানে জয়। এর আগের ম্যাচেও বড় ব্যবধানে জয় পায় ইস্টবেঙ্গলের মেয়েরা। 9-0 গোলে এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে জয় পায় তারা। আর এদিন সেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন ইস্টবেঙ্গলের মেয়েরা।

ফুটবলের ইতিহাসে এক ম্যাচে সর্বাধিক গোলের রেকর্ড রয়েছে মাদাগাস্কার লিগে। 2002 সালে এএস আদেমা 149 গোলে হারায় স্টেদ অলিম্পিককে। তবে এটা সম্ভব হয়েছিল স্টেদ অলিম্পিক নিজেদের গোলেই একের পর এক বল ঢুকিয়ে যেতে থাকায়। নয়ত 90 মিনিটে এত গোল হওয়া একেবারেই সম্ভব ছিল না। কলকাতা ময়দানেও একশো চোদ্দ গোলের নজির রয়েছে। তবে সেই ম্যাচ ঘিরে গড়াপেটার বিতর্ক রয়েছে। কিন্তু মেয়েদের এই ম্যাচে যা হল সব অর্থেই বেনজির। একইসঙ্গে বাংলার মেয়েদের ফুটবলের মান যে ঠিক কোথায় দাঁড়িয়ে তা নিয়েও প্রশ্ন তুলে দিল এই ম্যাচ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.