কলকাতা, 12 জুন: চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে আগেই ৷ শনিবার থেকে আসন্ন মরশুমের জন্য একে একে চুক্তিবদ্ধ নয়া ফুটবলারদের নাম ঘোষণা শুরু করেছে ইস্টবেঙ্গল ৷ নন্দকুমার দিয়ে শুরুটা হওয়ার পরে সোমবার মরশুমের প্রথম বিদেশি ফুটলারের নাম ঘোষণা করল লাল-হলুদ ব্রিগেড ৷ গত মরশুমে হায়দরাবাদ এফসি'র হয়ে মাঝমাঠে ঝড় তোলা বোরহা হেরেরাকে দলে নিল তারা। স্প্যানিশ মিডফিল্ডারকে এক বছরের চুক্তিতে সই করাল লাল-হলুদ।
নতুন দলে যোগ দিয়ে খুশির বোরহা বলেন, "আমি ভারতে নিজের ফুটবলার জীবন এগিয়ে নিয়ে যেতে চাই। হায়দরাবাদ এফসি'তে একবছর দারুণ কাটানোর পরে এ বছর আমি কলকাতায় এবং সেটা লাল হলুদ জার্সিতে খেলার জন্য। ইস্টবেঙ্গলের ঐতিহ্য সম্পর্কে আমি সচেতন। তাই খেলার প্রস্তাব পেয়ে দু'বার ভাবিনি।" প্রায় একইসঙ্গে তিনি যোগ করেছেন, "আমি কলকাতা ডার্বি খেলতে মুখিয়ে রয়েছি। আমি শুনেছি এই ডার্বি এশিয়ার সবচেয়ে বড় ম্যাচ। আমি কোচ এবং নতুন ক্লাবের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার ওপর আস্থা রেখেছেন।" স্প্যানিশ ফুটবলারকে দলে নিতে পেরে খুশি কোচ কার্লোস কুয়াদ্রাতও।
বোরহাকে মাঝমাঠে পেয়ে তিনি বলছেন, "বোরহা আমার দলে যোগ দেওয়া বড় খবর। টেকনিক্যালি দারুন শক্তিশালী ও। বাঁ দিক থেকে ওর মত খেলোয়াড় থাকায় দলের আক্রমণ এবং রক্ষণের ভারসাম্য রক্ষা হবে। গত একবছর ভারতে খেলায় আইএসএলে প্রতিযোগিতার মান সম্পর্কে সচেতন বোরহা। গতবছর হায়দরাবাদ এফসি'তে ভালো খেলেছে বোরহা। ওর যোগদান আমাদের দলের শক্তি বাড়াবে।" স্প্যানিশ মিডফিল্ডারকে দলে নিতে পেরে খুশি ইস্টবেঙ্গল। ইমামি গ্রুপের দেবব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, "বোরহা একজন পরিপূর্ণ ফুটবলার। ওর যোগদান আমাদের দলের বাড়তি মাত্রা যোগ করবে।"
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে সই নন্দকুমারের, জাতীয় দলের ফুটবলারকে নিয়ে আক্রমণে শক্তি বাড়াল লাল-হলুদ
হায়দরাবাদের হয়ে খেলার আগে লা পামাসের হয়ে বোরহা খেলেছেন 2017 সালে। লা লিগা ছাড়াও ইজরায়েলের প্রিমিয়ার লিগে খেলে অভিজ্ঞতা বাড়িয়েছেন স্প্যানিশ মিডিও। বোরহার পাশাপাশি হায়দরাবাদে খেলা স্ট্রাইকার জেভিয়ার সিভেরিও'র সঙ্গেও চুক্তি সেরেছে লাল-হলুদ ৷ সেই ঘোষণাও শীঘ্রই আসবে বলে মনে করা হচ্ছে ৷