ETV Bharat / sports

Super Cup 2023: তিন ড্র'য়ে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের - সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

সুপার কাপে তিন ম্যাচে ড্র ৷ যার ফলে সোমবার এই প্রতিযোগিতা থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল ৷ আগেই ছিটকে গিয়েছে এটিকে মোহনবাগান ৷

ETV Bharat
ইস্টবেঙ্গলের ম্যাচ
author img

By

Published : Apr 17, 2023, 10:59 PM IST

কলকাতা, 17 এপ্রিল: তিন ড্র'য়ে সুপার কাপের বাইরে ইস্টবেঙ্গলও । এর আগে এটিকে মোহনবাগান বিদায় নিয়েছে । ফলে সুপার কাপে বাংলার চ্যালেঞ্জ শেষ । সোমবারের ম্যাচে আইজল এফসি-র বিরুদ্ধে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হত ক্লেটন সিলভা, নওরেম মহেশ সিংদের । গত ম্যাচের একাদশ থেকে দুটো পরিবর্তন করে এদিন দল নামিয়েছিলেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন । কিন্তু শেষরক্ষা হল না । শুরুর আধ ঘণ্টার মধ্যে দু'গোলে এগিয়েও পুরনো রোগে আশা শেষ ।

এদিন সুপার কাপে গ্রুপের শেষ ম্যাচেও আইজল এফসি-র বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল । সোমবার ডিফেন্ডারদের ব্যর্থতায় ডুবতে হল ইস্টবেঙ্গলকে । 0-2 গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ শেষ হল 2-2 গোলে । হেরেও যেতে পার‍ত ইস্টবেঙ্গল । হারের লজ্জা এড়াল কমলজিৎ সিংয়ের সৌজন্যে । নিশ্চিত কিছু গোল বাঁচিয়ে সুপার কাপের শেষ ম্যাচে দলের হার রুখলেন তিনি ।

অথচ এদিন শুরুটা দারুণ হয়েছিল ক্লেইটনদের । আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষ আইজল এফসি-কে প্রথম থেকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল লাল-হলুদ ব্রিগেড । 17 মিনিটে নাওরেম মহেশ সিং-এর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল । বাঁ-দিক থেকে উঠে আসা মহেশ ফাঁকায় দাঁড়ানো সুমিত পাসিকে বল দিতে গেলেও গোলরক্ষকের গায়ে লেগে বল জালে ঢুকে যায় । দুরন্ত ফর্মে রয়েছে লাল হলুদের এই মিডফিল্ডার । ভারতীয় দল থেকে ফিরে আরও বেশি আত্মবিশ্বাসীও ।

21 মিনিটে দ্বিতীয় গোল সুমিত পাসির । ডানদিক থেকে উঠে এসে দারুণ ক্রস রেখেছিলেন সুহের ভিপি । গোলরক্ষককে এড়িয়ে হেডে গোল করে যান সুমিত । এইসময় মনে হচ্ছিল ইস্টবেঙ্গল বড় ব্যবধানে জয়ের দৌঁড় শুরু করেছে । কিন্তু পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রত্যাঘাতের চেষ্টা শুরু করে আইজল এফসি । প্রথমার্ধে বারেবারে ইস্টবেঙ্গল রক্ষণে সমস্যা তৈরি করেন ডেভিড এবং লাল হলুদ রক্ষনের ছন্দহীন পারফরম্যান্স ডেভিডের কাজ সহজ করে দেয় ।

বিরতির একেবারে শেষদিকে গোল করে সমতা ফেরান রুইটিয়া । 40 মিনিটের পর থেকেই বারেবারে আক্রমণ তুলে আনতে থাকেন কিমকিমারা । চাপ বাড়তে থাকে লাল হলুদ রক্ষণে । 42 মিনিটে পরপর দু'বার দলের নিশ্চিত পতন রক্ষা করলেও তৃতীয় শট রুখতে পারেননি ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ । 42 মিনিটে ব্যবধান কমায় আইজল । দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় আইজল । প্রথমার্ধে দারুণ খেলার রেশ ধরে দ্বিতীয়ার্ধে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন ডেভিড । গোল করে সমতা ফেরানও তিনি । এগিয়ে আসা কমলজিৎকে দেখে চিপ করেন ডেভিড । এই সময় পরিস্থিতি দেখে মনে হচ্ছিল ইস্টবেঙ্গল যেন আত্মসমর্পণ করতে নেমেছে ।

আরও পড়ুন: মাঠে নিজেকে মেলে ধরুক অর্জুন, সেটাই চেয়েছিলেন বাবা সচিন

দু'গোলে এগিয়ে থাকার দাপট ইস্টবেঙ্গলের খেলায় দ্বিতীয়ার্ধে ছিল না । গোলরক্ষকের নাগাল এড়িয়ে বল জালে জড়ান আইজল ফুটবলার । 72 মিনিটে আবার ইস্টবেঙ্গলের জালে বল জড়ায় আইজল । যদিও অফসাইডের জন্য সেই গোল বাতিল হয় । তবে দুর্ভাগ্য রয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের । খেলার শেষদিকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গলও । পেনাল্টি বক্সের মধ্যে আইজল ডিফেন্ডারের হাতে বল লাগলেও তা দেখতে পাননি রেফারি । এগিয়ে থেকেও তিন ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া । সুপার কাপে অভিযান শেষ হওয়ার সঙ্গেই ইস্টদেঙ্গলের ফের শূন্য হাতে মরসুম শেষ । প্রথমবার ভারতীয় ক্লাব কোচিংয়ে এসে ব্যর্থতা সঙ্গী করে ফিরলেন স্টিফেন কনস্ট্যান্টাইনও ।

কলকাতা, 17 এপ্রিল: তিন ড্র'য়ে সুপার কাপের বাইরে ইস্টবেঙ্গলও । এর আগে এটিকে মোহনবাগান বিদায় নিয়েছে । ফলে সুপার কাপে বাংলার চ্যালেঞ্জ শেষ । সোমবারের ম্যাচে আইজল এফসি-র বিরুদ্ধে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হত ক্লেটন সিলভা, নওরেম মহেশ সিংদের । গত ম্যাচের একাদশ থেকে দুটো পরিবর্তন করে এদিন দল নামিয়েছিলেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন । কিন্তু শেষরক্ষা হল না । শুরুর আধ ঘণ্টার মধ্যে দু'গোলে এগিয়েও পুরনো রোগে আশা শেষ ।

এদিন সুপার কাপে গ্রুপের শেষ ম্যাচেও আইজল এফসি-র বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল । সোমবার ডিফেন্ডারদের ব্যর্থতায় ডুবতে হল ইস্টবেঙ্গলকে । 0-2 গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচ শেষ হল 2-2 গোলে । হেরেও যেতে পার‍ত ইস্টবেঙ্গল । হারের লজ্জা এড়াল কমলজিৎ সিংয়ের সৌজন্যে । নিশ্চিত কিছু গোল বাঁচিয়ে সুপার কাপের শেষ ম্যাচে দলের হার রুখলেন তিনি ।

অথচ এদিন শুরুটা দারুণ হয়েছিল ক্লেইটনদের । আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষ আইজল এফসি-কে প্রথম থেকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল লাল-হলুদ ব্রিগেড । 17 মিনিটে নাওরেম মহেশ সিং-এর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল । বাঁ-দিক থেকে উঠে আসা মহেশ ফাঁকায় দাঁড়ানো সুমিত পাসিকে বল দিতে গেলেও গোলরক্ষকের গায়ে লেগে বল জালে ঢুকে যায় । দুরন্ত ফর্মে রয়েছে লাল হলুদের এই মিডফিল্ডার । ভারতীয় দল থেকে ফিরে আরও বেশি আত্মবিশ্বাসীও ।

21 মিনিটে দ্বিতীয় গোল সুমিত পাসির । ডানদিক থেকে উঠে এসে দারুণ ক্রস রেখেছিলেন সুহের ভিপি । গোলরক্ষককে এড়িয়ে হেডে গোল করে যান সুমিত । এইসময় মনে হচ্ছিল ইস্টবেঙ্গল বড় ব্যবধানে জয়ের দৌঁড় শুরু করেছে । কিন্তু পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রত্যাঘাতের চেষ্টা শুরু করে আইজল এফসি । প্রথমার্ধে বারেবারে ইস্টবেঙ্গল রক্ষণে সমস্যা তৈরি করেন ডেভিড এবং লাল হলুদ রক্ষনের ছন্দহীন পারফরম্যান্স ডেভিডের কাজ সহজ করে দেয় ।

বিরতির একেবারে শেষদিকে গোল করে সমতা ফেরান রুইটিয়া । 40 মিনিটের পর থেকেই বারেবারে আক্রমণ তুলে আনতে থাকেন কিমকিমারা । চাপ বাড়তে থাকে লাল হলুদ রক্ষণে । 42 মিনিটে পরপর দু'বার দলের নিশ্চিত পতন রক্ষা করলেও তৃতীয় শট রুখতে পারেননি ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ । 42 মিনিটে ব্যবধান কমায় আইজল । দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় আইজল । প্রথমার্ধে দারুণ খেলার রেশ ধরে দ্বিতীয়ার্ধে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন ডেভিড । গোল করে সমতা ফেরানও তিনি । এগিয়ে আসা কমলজিৎকে দেখে চিপ করেন ডেভিড । এই সময় পরিস্থিতি দেখে মনে হচ্ছিল ইস্টবেঙ্গল যেন আত্মসমর্পণ করতে নেমেছে ।

আরও পড়ুন: মাঠে নিজেকে মেলে ধরুক অর্জুন, সেটাই চেয়েছিলেন বাবা সচিন

দু'গোলে এগিয়ে থাকার দাপট ইস্টবেঙ্গলের খেলায় দ্বিতীয়ার্ধে ছিল না । গোলরক্ষকের নাগাল এড়িয়ে বল জালে জড়ান আইজল ফুটবলার । 72 মিনিটে আবার ইস্টবেঙ্গলের জালে বল জড়ায় আইজল । যদিও অফসাইডের জন্য সেই গোল বাতিল হয় । তবে দুর্ভাগ্য রয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের । খেলার শেষদিকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গলও । পেনাল্টি বক্সের মধ্যে আইজল ডিফেন্ডারের হাতে বল লাগলেও তা দেখতে পাননি রেফারি । এগিয়ে থেকেও তিন ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া । সুপার কাপে অভিযান শেষ হওয়ার সঙ্গেই ইস্টদেঙ্গলের ফের শূন্য হাতে মরসুম শেষ । প্রথমবার ভারতীয় ক্লাব কোচিংয়ে এসে ব্যর্থতা সঙ্গী করে ফিরলেন স্টিফেন কনস্ট্যান্টাইনও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.