ETV Bharat / sports

East Bengal Coach: কনস্ট্যান্টাইনের বিদায়ে সিলমোহর, শনিতে দল গঠনে ফের বৈঠক

চলতি আইএসএলে 9 নম্বরে শেষ করেছে ইস্টবেঙ্গল। তারপর থেকে স্টিফেন বিদায়ের হাওয়াটা জোরালো হচ্ছিল । শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হল, কোচের পদে আর থাকছেন না কনস্ট্যান্টাইন । সুপার কাপের পরেই সরছেন জাতীয় দলের প্রাক্তন কোচ (East Bengal not to renew the contract of Stephen Constantine)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 23, 2023, 10:50 PM IST

Updated : Mar 24, 2023, 9:22 AM IST

ইস্টবেঙ্গলে কনস্ট্যান্টাইন যুগের অবসান

কলকাতা, 23 মার্চ: সুপার কাপের পরে লাল-হলুদ কোচের হট সিটে থাকছেন না স্টিফেন কনস্ট্যান্টাইন । গত কয়েকদিন ধরেই ময়দানে খবর ভাসছিল, সুপার কাপের পরে ব্রিটিশ কোচ ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকছেন না । বৃহস্পতিবার সেই খবরেই সিলমোহর পড়ল আদিত্য আগরওয়ালের বিবৃতিতে (East Bengal not to renew the contract of Stephen Constantine) ।

আইএসএলে খারাপ ফলের পরেই কোচ ছাঁটাইয়ের দাবি জোরালো হয়েছিল । ক্রমাগত বাড়তে থাকা চাপের সামনে স্টিফেন কনস্ট্যান্টাইনকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল । তবে তাঁর বদলে কে দায়িত্বে আসছেন সেই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি । ওড়িশা এফসি-র সদ্য প্রাক্তন কোচ জোসেফ গাম্বাউয়ের নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত কিছু হয়নি বলে জানিয়েছেন দেবব্রত সরকার । যদিও ক্লাবের প্রথম পছন্দ এটিকে মোহনবাগানের প্রাক্তন হেডস্যর আন্তোনিও লোপেজ হাবাস ।

ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে নতুন মরশুমের দল নিয়ে বৈঠকের শেষে লগ্নিকারী সংস্থার কর্ণধার বলেন, "শক্তিশালী দল গড়ার জন্য যা দরকার তা করা হবে ।" কারণ এই ব্যর্থতায় শুধু ইস্টবেঙ্গলের নাম ক্ষতিগ্রস্ত হয়নি । লগ্নিকারীর ব্র্যান্ড ভ্যালুও ক্ষতিগ্রস্ত হয়েছে । ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই ফুটবলার এবং কোচের একটা তালিকা পাঠানো হয়েছিল । তা থেকে নতুন মরশুমের জন্য কাউকে নেওয়া হবে কি না, বা অন্য কোনও ফুটবলারের জন্য দল ঝাঁপাবে কি না, তা নিয়ে শনিবার ফের আলোচনায় বসবে দুইপক্ষ ।

সেই আলোচনায় কীভাবে শক্তিশালী দল গঠন করা হবে তার রূপরেখা চূড়ান্ত হবে । ইস্টবেঙ্গল ক্লাবের তরফে প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত, শীর্ষকর্তা দেবব্রত সরকার, সহ-সচিব রূপক সাহা এবং সদানন্দ মুখোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন । আগেই বলা হয়েছিল, শক্তিশালী দল গড়তে বাজেট বৃদ্ধি জরুরি । কারণ কুড়ি কোটিতে তৈরি দল নিয়ে পঞ্চাশ কোটিতে তৈরি করা দলকে টেক্কা দেওয়া সহজ নয় ।

আরও পড়ুন: লাল-হলুদে ট্রফি নেই, প্রিয় দলের দুর্দশায় চিন্তিত মহানাগরিক

আদিত্য আগরওয়াল বলেন, "ভালো দল গঠনের জন্য যা দরকার তা করা হবে ।" ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের গলাতেও একই সুর । এদিনের বৈঠকে ফুটবলারদের নিলাম করার দাবি নিয়ে সহমত হয়েছেন লাল-হলুদ কর্তা এবং লগ্নিকারী সংস্থা । আদিত্য আগরওয়াল এবং দেবব্রত সরকার দু'জনেই মানছেন, ইতিবাচক মানসিকতা নিয়ে বৈঠক হয়েছে । বৃহস্পতিবার বৈঠকের আগে ইস্টবেঙ্গল সমর্থকরা লগ্নিকারীর অফিসের সামনে বিক্ষোভ দেখান । ক্লাবের শীর্ষকর্তা বলেছেন, সমর্থকদের বিক্ষোভ স্বতঃস্ফুর্ত । ভালো-শক্তিশালী দলের লক্ষ্যে ওদের বিক্ষোভ স্বাভাবিক । ক্লাবেও সমর্থকরা একই কারণে বিক্ষোভ দেখান । সাফল্য আসলে সমর্থকরাই মালা দিয়ে বরণ করে নেবেন ।

ইস্টবেঙ্গলে কনস্ট্যান্টাইন যুগের অবসান

কলকাতা, 23 মার্চ: সুপার কাপের পরে লাল-হলুদ কোচের হট সিটে থাকছেন না স্টিফেন কনস্ট্যান্টাইন । গত কয়েকদিন ধরেই ময়দানে খবর ভাসছিল, সুপার কাপের পরে ব্রিটিশ কোচ ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকছেন না । বৃহস্পতিবার সেই খবরেই সিলমোহর পড়ল আদিত্য আগরওয়ালের বিবৃতিতে (East Bengal not to renew the contract of Stephen Constantine) ।

আইএসএলে খারাপ ফলের পরেই কোচ ছাঁটাইয়ের দাবি জোরালো হয়েছিল । ক্রমাগত বাড়তে থাকা চাপের সামনে স্টিফেন কনস্ট্যান্টাইনকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল । তবে তাঁর বদলে কে দায়িত্বে আসছেন সেই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি । ওড়িশা এফসি-র সদ্য প্রাক্তন কোচ জোসেফ গাম্বাউয়ের নাম আলোচনায় থাকলেও চূড়ান্ত কিছু হয়নি বলে জানিয়েছেন দেবব্রত সরকার । যদিও ক্লাবের প্রথম পছন্দ এটিকে মোহনবাগানের প্রাক্তন হেডস্যর আন্তোনিও লোপেজ হাবাস ।

ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে নতুন মরশুমের দল নিয়ে বৈঠকের শেষে লগ্নিকারী সংস্থার কর্ণধার বলেন, "শক্তিশালী দল গড়ার জন্য যা দরকার তা করা হবে ।" কারণ এই ব্যর্থতায় শুধু ইস্টবেঙ্গলের নাম ক্ষতিগ্রস্ত হয়নি । লগ্নিকারীর ব্র্যান্ড ভ্যালুও ক্ষতিগ্রস্ত হয়েছে । ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই ফুটবলার এবং কোচের একটা তালিকা পাঠানো হয়েছিল । তা থেকে নতুন মরশুমের জন্য কাউকে নেওয়া হবে কি না, বা অন্য কোনও ফুটবলারের জন্য দল ঝাঁপাবে কি না, তা নিয়ে শনিবার ফের আলোচনায় বসবে দুইপক্ষ ।

সেই আলোচনায় কীভাবে শক্তিশালী দল গঠন করা হবে তার রূপরেখা চূড়ান্ত হবে । ইস্টবেঙ্গল ক্লাবের তরফে প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত, শীর্ষকর্তা দেবব্রত সরকার, সহ-সচিব রূপক সাহা এবং সদানন্দ মুখোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন । আগেই বলা হয়েছিল, শক্তিশালী দল গড়তে বাজেট বৃদ্ধি জরুরি । কারণ কুড়ি কোটিতে তৈরি দল নিয়ে পঞ্চাশ কোটিতে তৈরি করা দলকে টেক্কা দেওয়া সহজ নয় ।

আরও পড়ুন: লাল-হলুদে ট্রফি নেই, প্রিয় দলের দুর্দশায় চিন্তিত মহানাগরিক

আদিত্য আগরওয়াল বলেন, "ভালো দল গঠনের জন্য যা দরকার তা করা হবে ।" ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের গলাতেও একই সুর । এদিনের বৈঠকে ফুটবলারদের নিলাম করার দাবি নিয়ে সহমত হয়েছেন লাল-হলুদ কর্তা এবং লগ্নিকারী সংস্থা । আদিত্য আগরওয়াল এবং দেবব্রত সরকার দু'জনেই মানছেন, ইতিবাচক মানসিকতা নিয়ে বৈঠক হয়েছে । বৃহস্পতিবার বৈঠকের আগে ইস্টবেঙ্গল সমর্থকরা লগ্নিকারীর অফিসের সামনে বিক্ষোভ দেখান । ক্লাবের শীর্ষকর্তা বলেছেন, সমর্থকদের বিক্ষোভ স্বতঃস্ফুর্ত । ভালো-শক্তিশালী দলের লক্ষ্যে ওদের বিক্ষোভ স্বাভাবিক । ক্লাবেও সমর্থকরা একই কারণে বিক্ষোভ দেখান । সাফল্য আসলে সমর্থকরাই মালা দিয়ে বরণ করে নেবেন ।

Last Updated : Mar 24, 2023, 9:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.