ETV Bharat / sports

EB meets Emami: মুখোমুখি বৈঠক ইস্টবেঙ্গল-ইমামির, দ্রুত চুক্তি সম্পন্নের দাবি - ইস্টবেঙ্গল ইমামি বৈঠক

প্রথমবার মুখোমুখি বৈঠকে বসল ইস্টবেঙ্গল ও ইমামি গ্রুপ (EB meets Emami)৷ যাবতীয় জট কাটিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন হবে বলে দাবি করেছে দুপক্ষই (East Bengal meets Emami Group)৷

East Bengal meets Emami Group, deal will be finalised soon
মুখোমুখি বৈঠক ইস্টবেঙ্গল-ইমামির, দ্রুত চুক্তি সম্পন্নের দাবি
author img

By

Published : Jun 30, 2022, 9:19 AM IST

কলকাতা, 30 জুন: প্রথমবার মুখোমুখি দ্বিপাক্ষিক আলোচনায় ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপ (EB meets Emami)। চুক্তিপত্রের যাবতীয় জট কাটাতে মুখোমুখি হয়েছিল দুই পক্ষ । যেখানে চুক্তির কোন জায়গাগুলোতে আপত্তি এবং তা কীভাবে দূর করা যায়, তা খুঁজে বের করতেই সরাসরি কথা বলল ইস্টবেঙ্গল ক্লাব এবং তাদের লগ্নিকারী সংস্থা । দ্বিপাক্ষিক বৈঠকের শেষে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে । বেশিরভাগ বিষয়েই দুপক্ষ যাবতীয় ধন্ধ দূর করেছে । বলা হয়েছে, এই বৈঠক বাকি বিষয়গুলি নিয়েও জটিলতা দূর করতে সাহায্য করবে (East Bengal meets Emami Group)।

এই বৈঠকে দু পক্ষের আইনজীবীরা ছিলেন । তাঁরা বৈঠক থেকে বেরিয়ে আসা নির্যাসের ভিত্তিতে যৌথ ভাবে চূড়ান্ত চুক্তিপত্র তৈরি করবেন বলে জানানো হয়েছে । পুরো প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে করা হচ্ছে বলে জানানো হয়েছে । ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি একজোট হয়ে শক্তিশালী দল গঠনের জন্য ঝাঁপাবে বলে সিদ্ধান্ত হয়েছে । চুক্তি রূপায়ণে যেভাবে সবকিছু এগোচ্ছে তাতে দুপক্ষই খুশি বলে বলা হচ্ছে (EB Emami deal)।

আরও পড়ুন: East Bengal-Emami Contract Row: 1 জুলাই ইমামির সঙ্গে ফুটবল স্বত্ব নিয়ে চুক্তি স্বাক্ষর ইস্টবেঙ্গলের

ইমামির পক্ষ থেকে দীর্ঘমেয়াদী চুক্তির কথা বলা হয়েছে । ইস্টবেঙ্গল ক্লাবও সবদিক রক্ষা করে চুক্তি রূপায়ণে রাজি । বিষয়টি নিয়ে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বিবৃতি দিয়েছেন । দলগঠন নিয়ে ইতিমধ্যে একটি তালিকা লগ্নিকারীর কাছে পাঠিয়েছে ক্লাব । যেহেতু থমকে থাকা দলগঠন প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে তাই বিষয়টি কঠিন । কারণ ভারতীয় ফুটবলে ফুটবলার রয়েছে কিন্তু ভালো ফুটবলারের অভাব যথেষ্ট । ফলে শক্তিশালী ভারতীয় ব্রিগেড গঠন করা কঠিন । এই অবস্থায় ভালো মানের বিদেশি ফুটবলার নিয়ে এসে লড়াকু দল গঠন সম্ভব । হয়তো সেই পথেই এগোবে ইস্টবেঙ্গল ।

কলকাতা, 30 জুন: প্রথমবার মুখোমুখি দ্বিপাক্ষিক আলোচনায় ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপ (EB meets Emami)। চুক্তিপত্রের যাবতীয় জট কাটাতে মুখোমুখি হয়েছিল দুই পক্ষ । যেখানে চুক্তির কোন জায়গাগুলোতে আপত্তি এবং তা কীভাবে দূর করা যায়, তা খুঁজে বের করতেই সরাসরি কথা বলল ইস্টবেঙ্গল ক্লাব এবং তাদের লগ্নিকারী সংস্থা । দ্বিপাক্ষিক বৈঠকের শেষে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে । বেশিরভাগ বিষয়েই দুপক্ষ যাবতীয় ধন্ধ দূর করেছে । বলা হয়েছে, এই বৈঠক বাকি বিষয়গুলি নিয়েও জটিলতা দূর করতে সাহায্য করবে (East Bengal meets Emami Group)।

এই বৈঠকে দু পক্ষের আইনজীবীরা ছিলেন । তাঁরা বৈঠক থেকে বেরিয়ে আসা নির্যাসের ভিত্তিতে যৌথ ভাবে চূড়ান্ত চুক্তিপত্র তৈরি করবেন বলে জানানো হয়েছে । পুরো প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে করা হচ্ছে বলে জানানো হয়েছে । ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি একজোট হয়ে শক্তিশালী দল গঠনের জন্য ঝাঁপাবে বলে সিদ্ধান্ত হয়েছে । চুক্তি রূপায়ণে যেভাবে সবকিছু এগোচ্ছে তাতে দুপক্ষই খুশি বলে বলা হচ্ছে (EB Emami deal)।

আরও পড়ুন: East Bengal-Emami Contract Row: 1 জুলাই ইমামির সঙ্গে ফুটবল স্বত্ব নিয়ে চুক্তি স্বাক্ষর ইস্টবেঙ্গলের

ইমামির পক্ষ থেকে দীর্ঘমেয়াদী চুক্তির কথা বলা হয়েছে । ইস্টবেঙ্গল ক্লাবও সবদিক রক্ষা করে চুক্তি রূপায়ণে রাজি । বিষয়টি নিয়ে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বিবৃতি দিয়েছেন । দলগঠন নিয়ে ইতিমধ্যে একটি তালিকা লগ্নিকারীর কাছে পাঠিয়েছে ক্লাব । যেহেতু থমকে থাকা দলগঠন প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে তাই বিষয়টি কঠিন । কারণ ভারতীয় ফুটবলে ফুটবলার রয়েছে কিন্তু ভালো ফুটবলারের অভাব যথেষ্ট । ফলে শক্তিশালী ভারতীয় ব্রিগেড গঠন করা কঠিন । এই অবস্থায় ভালো মানের বিদেশি ফুটবলার নিয়ে এসে লড়াকু দল গঠন সম্ভব । হয়তো সেই পথেই এগোবে ইস্টবেঙ্গল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.