কলকাতা, 13 সেপ্টেম্বর: আর মাত্র 10 দিন বাকি রয়েছে আইএসএলের ৷ এই অবস্থায় ইস্টবেঙ্গল কতটা তৈরি ? সদস্য-সমর্থকদের এই প্রশ্নের উত্তরে সরাসরি কোনও শব্দ ব্যয় করলেন না কার্লেস কুয়াদ্রাত ৷ আইএসএল মিডিয়া সেশনে ক্লেইটন সিলভা, গুরসিমরত সিং গিল এবং নন্দকুমারকে সঙ্গে নিয়ে লাল-হলুদ কোচ বললেন, “আমি কখনও বলব না, কোন জায়গায় আমরা শেষ করতে পারি ৷ একাধিক শক্তিশালী দল রয়েছে ৷ প্রতিটি দলই নতুন কিছু করার চেষ্টা করবে ৷ এটাই আইএসএলের সৌন্দর্য ৷ প্রতিটি কোচই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে ৷ প্রত্যেকেই জানে কতটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে ৷”
ডুরান্ড কাপে রানার্স হয়েছে ইস্টবেঙ্গল ৷ ট্রফি জিততে না-পারলেও এই মরশুমে ক্লেইটন সিলভারা সহজে আত্মসমর্পণ করবেন না বলে জানিয়েছেন কোচ ৷ প্রাক মরশুম প্রস্তুতির মধ্যে সেই পারফরম্যান্স খুশি করেছে কুয়াদ্রাতকে। একইসঙ্গে তিনি বলেছিলেন ইস্টবেঙ্গল প্রস্তুতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ কোনও কিছু গড়ে তুলতে সময় দরকার। বুধবারও একই কথা বললেন ইস্টবেঙ্গল কোচ ৷
তিনি বলেন, “ইস্টবেঙ্গল তিনটি মরশুম আইএসএলে খেলেছে ৷ আমরা দিক বদলের চেষ্টা করছি ৷ ক্লাবের বিরাট ঐতিহ্য রয়েছে ৷ সমর্থকরা তিন বছর খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে ৷ আমরা পারফরম্যান্সের উন্নতির চেষ্টা করছি ৷ তবে, প্রস্তুতি চলছে ৷ ডুরান্ড কাপে আমরা ছ’টি ম্যাচ খেলেছি ৷ সামনে আরও 25টি ম্যাচ খেলতে হবে ৷ সুতরাং আরও অনেক কাজ বাকি রয়েছে ৷ আরও অনেক দূর আমাদের যেতে হবে ৷”
প্রস্তুতির এই পর্বের মধ্যে বড় ধাক্কা অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসের চোট ৷ স্প্যানিশ ডিফেন্ডারের বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ৷ ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি ম্যাচে মারাত্মক চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি ৷ বাকি মরশুমে তাঁকে পাওয়া যাবে না ধরে নিয়েই নিজেদের রণকৌশল সাজাচ্ছে লাল-হলুদ ৷ বুধবার আইএসএলের মিডিয়া ডে'তেও এমনটাই জানালেন স্প্যানিশ কোচ ৷
জর্ডন এলসের বিকল্প কে হতে পারেন ?
এলসের চোট সারতে যে সময় লাগবে, তা ভালোভাবেই বুঝে গিয়েছেন ইস্টবেঙ্গল কোচ ৷ বেশ কয়েকমাস জর্ডন এলসে মাঠের বাইরে থাকবেন ৷ এই কথা ক্লাবের তরফে জানানো হয়েছে ৷ সেই কারণেই জর্ডন নিয়ে প্রশ্ন করাতে তিনি বলেন, ‘‘খুবই দুঃখজনক ঘটনা ৷ কোনও ফুটবলরের চোট লাগলে এই সমস্যাটা হয় ৷ আমরা দেখছি কীভাবে এই সমস্যার সমাধান করা যায় ৷’’
আরও পড়ুন: মেসি’কে ছাড়াই মধুর প্রতিশোধ, বলিভিয়া ‘বধ’ আর্জেন্তিনার; জিতল ব্রাজিলও
কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘‘দেখতে হবে, কোন কোন ফুটবলার এই মুহূর্তে রয়েছে ৷ আমরা প্রত্যেকেই পেশাদার ৷ তাই চেষ্টা করব বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ৷ তবে যে কোনও বিদেশি হলে হবে না ৷ এশিয়ান কোটার বিদেশিকেই সই করাতে হবে ৷’’