ETV Bharat / sports

ফের দ্রুততম সফিকুল ও হিমাশ্রী, রাজ্য মিটে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল - Asian Games

রাজ্য মিটে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ৷ 100 মিটারে পুরুষ ও মহিলা বিভাগে নিজেদের খেতাব ধরে রাখলেন যথাক্রমে সফিকুল মণ্ডল ও হিমাশ্রী রায় ৷

সফিকুল ও হিমাশ্রী
author img

By

Published : Aug 12, 2019, 6:08 PM IST

কলকাতা, 12 অগাস্ট : 69 তম রাজ্য মিটে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ৷ 23 টি সোনা ও 17 টি রুপো জিতেছে তারা ৷ লাল-হলুদের পয়েন্ট 418 ৷ সাত পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা ৷

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা পুলিশ ৷ মহিলা বিভাগে সেরার তকমা ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল । অংশ নিয়েছিলেন 1 হাজার 200 জন অ্যাথলিট ৷ খেলায় স্বচ্ছতা বাড়াতে ডোপ টেস্টের ব্যবস্থা করেছিল NADA ৷ এবারের রাজ্য মিটে মোট 23টি রেকর্ড হয়েছে । যা গত বছরের তুলনায় বেশি ৷

গতবারের মতো এবারও 100 মিটারে সোনা জিতলেন ইস্টবেঙ্গলের সফিকুল মণ্ডল ৷ রাজ্য মিটে সফল হওয়ার পরে জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরতে চান । সাফ গেমসকে পাখির চোখ করলেও ধাপে ধাপে এগোতে চান বাংলার দ্রততম পুরুষ ৷ তাই আপাতত জাতীয় প্রতিযোগিতার আসরে মনোনিবেশ করতে চান ৷ মহিলাদের 100 মিটার বিভাগে খেতার ধরে রেখেছেন হিমাশ্রী রায় ৷ ইস্টার্ন রেলের হয়ে নামা হিমাশ্রী ফাইনালে সময় নিয়েছেন 11.6 সেকেন্ড ৷ হিটে তাঁর সময় ছিল 11.5 সেকেন্ড ৷ আসন্ন জাতীয় মিটে আরও উন্নতি করতে চান ৷ অলিম্পিক ও এশিয়ান গেমসকেই পাখির চোখ করছেন ৷ তবে, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব নিয়ে কিছুটা খেদ ঝরে পড়ল তাঁর গলায় ৷ আগের থেকে পরিকাঠামোর উন্নতি হলেও এখনও খামতি রয়েছে ৷ তবে, বিদেশে গিয়ে ট্রেনিংয়ের ইচ্ছা নেই হিমাশ্রীর ৷ বরং ব্যক্তিগত কোচের কাছেই প্রশিক্ষণ নিয়েই আথলেটিক্স টার্ফ কাঁপাতে চান বাংলার দ্রুততম মহিলা ৷

কলকাতা, 12 অগাস্ট : 69 তম রাজ্য মিটে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ৷ 23 টি সোনা ও 17 টি রুপো জিতেছে তারা ৷ লাল-হলুদের পয়েন্ট 418 ৷ সাত পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা ৷

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা পুলিশ ৷ মহিলা বিভাগে সেরার তকমা ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল । অংশ নিয়েছিলেন 1 হাজার 200 জন অ্যাথলিট ৷ খেলায় স্বচ্ছতা বাড়াতে ডোপ টেস্টের ব্যবস্থা করেছিল NADA ৷ এবারের রাজ্য মিটে মোট 23টি রেকর্ড হয়েছে । যা গত বছরের তুলনায় বেশি ৷

গতবারের মতো এবারও 100 মিটারে সোনা জিতলেন ইস্টবেঙ্গলের সফিকুল মণ্ডল ৷ রাজ্য মিটে সফল হওয়ার পরে জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরতে চান । সাফ গেমসকে পাখির চোখ করলেও ধাপে ধাপে এগোতে চান বাংলার দ্রততম পুরুষ ৷ তাই আপাতত জাতীয় প্রতিযোগিতার আসরে মনোনিবেশ করতে চান ৷ মহিলাদের 100 মিটার বিভাগে খেতার ধরে রেখেছেন হিমাশ্রী রায় ৷ ইস্টার্ন রেলের হয়ে নামা হিমাশ্রী ফাইনালে সময় নিয়েছেন 11.6 সেকেন্ড ৷ হিটে তাঁর সময় ছিল 11.5 সেকেন্ড ৷ আসন্ন জাতীয় মিটে আরও উন্নতি করতে চান ৷ অলিম্পিক ও এশিয়ান গেমসকেই পাখির চোখ করছেন ৷ তবে, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব নিয়ে কিছুটা খেদ ঝরে পড়ল তাঁর গলায় ৷ আগের থেকে পরিকাঠামোর উন্নতি হলেও এখনও খামতি রয়েছে ৷ তবে, বিদেশে গিয়ে ট্রেনিংয়ের ইচ্ছা নেই হিমাশ্রীর ৷ বরং ব্যক্তিগত কোচের কাছেই প্রশিক্ষণ নিয়েই আথলেটিক্স টার্ফ কাঁপাতে চান বাংলার দ্রুততম মহিলা ৷

Intro:শতবর্ষের উপহার হিসেবে লাল হলুদ সমর্থকদের চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিল ইস্টবেঙ্গল আথলেটিক্স দল। 69তম রাজ্য মিটে গতবারের চ্যাম্পিয়ন উত্তর চব্বিশ পরগনাকে পিছনে ফেলে রাজ্য সেরা হল লাল হলুদ ব্রিগেড। 418পয়েন্ট পেয়েছে 138 সদস্যের ইস্টবেঙ্গল। 23টি সোনা ও 17টি রূপো জয়ী দলের দখলে দ্রুততম পুরুষের শিরোপা। নদীয়ার সফিকুল মন্ডল গতবছরের মত এবারও পুরুষ দের একশো মিটারে সোনা জিতলেন। রাজ্য মিটে সফল হওয়ার পরে জাতীয় পর্যায়ে মেলে ধরতে চান। সাফ গেমস পাখির চোখ হলেও তার আগে জাতীয় আসরে মেলে ধরতে চান। 411পয়েন্ট পেয়ে রানার্স উত্তর 24পরগনা। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কলকাতা পুলিশ, মহিলা বিভাগে সেরা ইস্টবেঙ্গল। এবারের রাজ্য মিটে মোট 23টি রেকর্ড হয়েছে। যা গত বছরের তুলনায় বেশি। চার দিনের রাজ্য মিটে 1200 জন আথলিট অংশ নিয়েছিলেন। এবারের মিটে নাডা ডোপ টেস্টের ব্যবস্থা করেছিল।
রাজ্য মিটে দ্রুত তম মেয়ে হিমাশ্রী রায় গতবারের মত এবারও সেরা। ইস্টার্ন রেলের হিমাশ্রী আসন্ন জাতীয় মিটে নিজের সময় উন্নত করতে চান। এশিয়ান গেমস ও অলিম্পিকে অংশ গ্রহন করাই একমাত্র লক্ষ্য। হিমা দাসের সাফল্যে অনুপ্রাণিত বাংলার দ্রুততম মহিলা উন্নত পরিকাঠামো র অভাব নিয়ে সরব। বিদেশে প্রতিযোগিতায় নামার ইচ্ছে থাকলেও সেখানে গিয়ে পড়ে থেকে ট্রেনিং করার ইচ্ছে নেই।



Body:রাজ্য


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.