ETV Bharat / sports

East Bengal Coach: লোবেরার আশা শেষ, বিকল্প নিয়ে জল্পনা লাল-হলুদে - আন্তোনিও লোপেজ হাবাস

লোবেরার পক্ষ থেকে আশ্বাসবাণী শোনানো হলেও দোলাচলে ইস্টবেঙ্গল । ফলে লোবেরোর বিকল্প তৈরি রাখছে লাল-হলুদ । আন্তোনিও লোপেজ হাবাস ও কার্লোস কুয়াদ্রাতকে ধরে এগোচ্ছে ইস্টবেঙ্গল ।

East Bengal Coach
লোবেরার আশা শেষ
author img

By

Published : Apr 21, 2023, 8:56 PM IST

Updated : Apr 21, 2023, 10:09 PM IST

কলকাতা, 21 এপ্রিল: সের্জিও লোবেরাকে কি ইস্টবেঙ্গলের ডাগ-আউটে কোচের চেয়ারে দেখা যাবে ? উত্তরটা না । তাঁকে কোচ হিসেবে ইস্টবেঙ্গলের পাওয়ার আশা ক্রমশ ফিকে হয়েছে । এবার ক্লাবকে জানানো হল, চিনের ক্লাব থেকে রিলিজ পেতে লোবেরার আরও 15-20 দিন লাগবে। ফলে অন্য কোচ নির্বাচন করে দ্রুত দলগঠনে নেমে পড়াই শ্রেয় । যদিও লোবেরার পক্ষ থেকে এখনও আশ্বাসবাণী দেওয়া হচ্ছে । লাল-হলুদকে আইএলএল জয়ী কোচ জানিয়েছেন, দ্রুত রিলিজ পাওয়ার বিষয়টি দেখছেন তিনি ।

লোবেরার প্রাথমিক সম্মতি পাওয়ার পরে তাঁর ব্যাপারে আশার আলো দেখেছিল লাল-হলুদের লগ্নিকারী এবং ক্লাব কর্তারা । কিন্তু সময় যত এগিয়েছে ততই কমেছে স্প্যানিশ কোচের দায়িত্ব নেওয়ার বিষয়টি । তা বুঝতে পেরে বিকল্প কোচের সন্ধান শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। লোবেরা প্রথম পছন্দ বলা হলেও বিকল্প হাতে রাখা হয়েছিল । সেই তালিকায় এখন দু'টি নাম উঠে এসেছে । আন্তোনিও লোপেজ হাবাস ও কার্লোস কুয়াদ্রাত । আইএসএল জয়ী দুই কোচের মধ্যে কোনও একজনকে কোচ করা হতে পারে । তবে সম্ভাবনা কার বেশি এই প্রশ্নে উত্তর, দৌড়ে এগিয়ে কার্লোস কুয়াদ্রাত ।

কে এই কুয়াদ্রাত ?

2017-18 মরশুমে অ্যালবার্ট রোকা বেঙ্গালুরু এফসি'র দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সুনীল ছেত্রীদের দায়িত্ব নেন কুয়াদ্রাত । 2018-19 মরশুমেই সুনীলদের আইএসএল জেতান কুয়াদ্রাত । সেবছর চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, লিগ শিল্ডও ঘরে তুলেছিল বেঙ্গালুরু । পরের বছর 2018-19 মরশুমে আবারও প্লে-অফে পৌঁছে যায় বেঙ্গালুরু । 2019-20 মরশুমে তৃতীয়বার প্লে-অফে যায় বিএফসি । টানা তিন মরশুম কোচ হিসেবে ধারাবাহিকতা দেখিয়েছিল কুয়াদ্রাত ।

East Bengal Coach News
ইস্টবেঙ্গল কোচের দৌড়ে এগিয়ে কার্লোস কুয়াদ্রাত

2018-19 মরশুমে 11 ম্যাচ অপরাজিত ছিল বেঙ্গালুরু এফসি, যা নজির। ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে বেঙ্গালুরু । 2017 সালের ডিসেম্বর থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত ঘরের মাঠে সুনীল ছেত্রীরা 17টি ম্যাচে অপরাজিত ছিলেন । এটাও নজির । 2019-20 মরশুমে কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে এএফসি কাপ বাছাইপর্বে পারো এফসিকে 9-1 গোলে পরাজিত করে বেঙ্গালুরু । যা কোনও বিদেশি দলের বিরুদ্ধে কোনও ভারতীয় ক্লাবের রেকর্ড ।

2021-2022 মরশুমে তিনি সাইপ্রাসের ক্লাব অ্যারিস লিমাসোলে যোগ দেন । সেখানেও তিনি বেশ সফল । প্রথমবার তাঁর কোচিংয়েই উয়েফা ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও জায়গা পেয়েছেন । নতুন কোচের পরামর্শ মতোই দল গড়া হবে । এইবছর প্রথম থেকে বলে আসছে ইস্টবেঙ্গল । বেশ কয়েকজন ভারতীয় এবং বিদেশি ফুটবলারের সঙ্গে রিক্রুটাররা কথাও বলেছেন । কিন্তু কোচের বিষয়টি চূড়ান্ত না-হওয়ার জন্য কোনও কিছুই প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে না । সামনের সপ্তাহের মধ্যেই হয়তো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে ।

আরও পড়ুন: লোবেরা নিয়োগে চিন কাঁটা, নিষ্পত্তি কীভাবে জানে না ইস্টবেঙ্গল

যদিও ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "লোবেরাকে নিয়ে আমরা এখন অনাগ্রহী । আরও 15-20 দিন অপেক্ষার কথা বলা হচ্ছে । যা সম্ভব নয় । আগে ট্রান্সফার ফি দেওয়ার ব্যাপারটি ছিল না । এখন জুড়েছে । তাই ওর ব্যাপারে আমরা এগোতে চাই না । বিকল্প হিসেবে ক্লাবের পছন্দ হাবাস । কার্লোস কুয়াদ্রাতের বিষয়টি কোম্পানির তরফ থেকে বলা হয়ে থাকতে পারে । কোচ নিয়োগের চূড়ান্ত খবর দু'দিনে আসতে পারে, 7 দিনে আসতে পারে আবার 10 দিনও লাগতে পারে । তবে লোবেরা হচ্ছেন না, আমরা নতুন কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি, এটা ঠিক ।"

কলকাতা, 21 এপ্রিল: সের্জিও লোবেরাকে কি ইস্টবেঙ্গলের ডাগ-আউটে কোচের চেয়ারে দেখা যাবে ? উত্তরটা না । তাঁকে কোচ হিসেবে ইস্টবেঙ্গলের পাওয়ার আশা ক্রমশ ফিকে হয়েছে । এবার ক্লাবকে জানানো হল, চিনের ক্লাব থেকে রিলিজ পেতে লোবেরার আরও 15-20 দিন লাগবে। ফলে অন্য কোচ নির্বাচন করে দ্রুত দলগঠনে নেমে পড়াই শ্রেয় । যদিও লোবেরার পক্ষ থেকে এখনও আশ্বাসবাণী দেওয়া হচ্ছে । লাল-হলুদকে আইএলএল জয়ী কোচ জানিয়েছেন, দ্রুত রিলিজ পাওয়ার বিষয়টি দেখছেন তিনি ।

লোবেরার প্রাথমিক সম্মতি পাওয়ার পরে তাঁর ব্যাপারে আশার আলো দেখেছিল লাল-হলুদের লগ্নিকারী এবং ক্লাব কর্তারা । কিন্তু সময় যত এগিয়েছে ততই কমেছে স্প্যানিশ কোচের দায়িত্ব নেওয়ার বিষয়টি । তা বুঝতে পেরে বিকল্প কোচের সন্ধান শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। লোবেরা প্রথম পছন্দ বলা হলেও বিকল্প হাতে রাখা হয়েছিল । সেই তালিকায় এখন দু'টি নাম উঠে এসেছে । আন্তোনিও লোপেজ হাবাস ও কার্লোস কুয়াদ্রাত । আইএসএল জয়ী দুই কোচের মধ্যে কোনও একজনকে কোচ করা হতে পারে । তবে সম্ভাবনা কার বেশি এই প্রশ্নে উত্তর, দৌড়ে এগিয়ে কার্লোস কুয়াদ্রাত ।

কে এই কুয়াদ্রাত ?

2017-18 মরশুমে অ্যালবার্ট রোকা বেঙ্গালুরু এফসি'র দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সুনীল ছেত্রীদের দায়িত্ব নেন কুয়াদ্রাত । 2018-19 মরশুমেই সুনীলদের আইএসএল জেতান কুয়াদ্রাত । সেবছর চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, লিগ শিল্ডও ঘরে তুলেছিল বেঙ্গালুরু । পরের বছর 2018-19 মরশুমে আবারও প্লে-অফে পৌঁছে যায় বেঙ্গালুরু । 2019-20 মরশুমে তৃতীয়বার প্লে-অফে যায় বিএফসি । টানা তিন মরশুম কোচ হিসেবে ধারাবাহিকতা দেখিয়েছিল কুয়াদ্রাত ।

East Bengal Coach News
ইস্টবেঙ্গল কোচের দৌড়ে এগিয়ে কার্লোস কুয়াদ্রাত

2018-19 মরশুমে 11 ম্যাচ অপরাজিত ছিল বেঙ্গালুরু এফসি, যা নজির। ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে বেঙ্গালুরু । 2017 সালের ডিসেম্বর থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত ঘরের মাঠে সুনীল ছেত্রীরা 17টি ম্যাচে অপরাজিত ছিলেন । এটাও নজির । 2019-20 মরশুমে কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে এএফসি কাপ বাছাইপর্বে পারো এফসিকে 9-1 গোলে পরাজিত করে বেঙ্গালুরু । যা কোনও বিদেশি দলের বিরুদ্ধে কোনও ভারতীয় ক্লাবের রেকর্ড ।

2021-2022 মরশুমে তিনি সাইপ্রাসের ক্লাব অ্যারিস লিমাসোলে যোগ দেন । সেখানেও তিনি বেশ সফল । প্রথমবার তাঁর কোচিংয়েই উয়েফা ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও জায়গা পেয়েছেন । নতুন কোচের পরামর্শ মতোই দল গড়া হবে । এইবছর প্রথম থেকে বলে আসছে ইস্টবেঙ্গল । বেশ কয়েকজন ভারতীয় এবং বিদেশি ফুটবলারের সঙ্গে রিক্রুটাররা কথাও বলেছেন । কিন্তু কোচের বিষয়টি চূড়ান্ত না-হওয়ার জন্য কোনও কিছুই প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে না । সামনের সপ্তাহের মধ্যেই হয়তো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে ।

আরও পড়ুন: লোবেরা নিয়োগে চিন কাঁটা, নিষ্পত্তি কীভাবে জানে না ইস্টবেঙ্গল

যদিও ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "লোবেরাকে নিয়ে আমরা এখন অনাগ্রহী । আরও 15-20 দিন অপেক্ষার কথা বলা হচ্ছে । যা সম্ভব নয় । আগে ট্রান্সফার ফি দেওয়ার ব্যাপারটি ছিল না । এখন জুড়েছে । তাই ওর ব্যাপারে আমরা এগোতে চাই না । বিকল্প হিসেবে ক্লাবের পছন্দ হাবাস । কার্লোস কুয়াদ্রাতের বিষয়টি কোম্পানির তরফ থেকে বলা হয়ে থাকতে পারে । কোচ নিয়োগের চূড়ান্ত খবর দু'দিনে আসতে পারে, 7 দিনে আসতে পারে আবার 10 দিনও লাগতে পারে । তবে লোবেরা হচ্ছেন না, আমরা নতুন কোচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি, এটা ঠিক ।"

Last Updated : Apr 21, 2023, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.