ETV Bharat / sports

CFL 2023: বিষ্ণু-মহিতোষের জোড়া হ্যাটট্রিকে খিদিরপুকে 10 গোল লাল-হলুদের - East Bengal beat Kidderpore SC

সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার নিজেদের মাঠে খিদিরপুরকে 10-1 গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল ৷ জোড়া হ্যাটট্রিক এল পিভি বিষ্ণু এবং মহিতোষ রায়ের পা থেকে ৷ সবমিলিয়ে জমে গেল কলকাতা লিগের সুপার সিক্স পর্ব।

CFL 2023
বিষ্ণু মহিতোষের জোড়া হ্যাটট্রিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 6:29 PM IST

Updated : Sep 26, 2023, 7:11 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: আক্রমণভাগের চূড়ান্ত ব্যর্থতায় সোমবার আইএসএলের প্রথম ম্যাচে জামশেদপুরের কাছে আটকে গিয়েছে সিনিয়র টিম ৷ পরদিন কলকাতা লিগে দাদাদের পারফরম্যান্সের হতাশা যেন সুদে-আসলে পুষিয়ে দিল ভাইয়েরা ৷ সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার নিজেদের মাঠে খিদিরপুরকে 10-1 গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল ৷ জোড়া হ্যাটট্রিক এল পিভি বিষ্ণু এবং মহিতোষ রায়ের পা থেকে ৷ সবমিলিয়ে জমে গেল কলকাতা লিগের সুপার সিক্স পর্ব।

জোড়া হ্যাটট্রিকে এদিন রেকর্ড গড়ে ফেললেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার বিষ্ণু ও মহিতোষ। ইস্টবেঙ্গল জার্সিতে অষ্টম জুটি হিসেবে এক ম্যাচে হ্যাটট্রিকের নজির গড়লেন দু'জনে। অতীতে যে রেকর্ড রয়েছে চিমা ওকোরি এবং কুলজিৎ সিংয়ের নামের সঙ্গে। ইস্টবেঙ্গলের দশ গোলের কৃতিত্বই অবশ্যই প্রথম নয়। এর আগে দু'বার প্রতিপক্ষের জালে 10 বা তার বেশি গোল জড়ানোর কৃতিত্ব রয়েছে তাদের।

প্রতিপক্ষ খিদিরপুর এই মুহূর্তে নড়বড়ে অবস্থায়। কোচ পদত্যাগ করেছেন। ফুটবলাররা চলে গিয়েছেন আই লিগ খেলতে। তবে তার জন্য ইস্টবেঙ্গলের কৃতিত্ব খাটো হওয়ার নয় মোটেই ৷ ডেডলক খুলতে এদিন ইস্টবেঙ্গল সময় নেয় মাত্র 7 মিনিট। পিভি বিষ্ণু অসাধারণ ফ্রি-কিকে গোলের খাতা খোলেন। এরপর সময় যত এগোয়, লাফিয়ে বাড়ে গোল সংখ্যা। 10 মিনিটে ফের গোল বিষ্ণুর। বিষ্ণু হ্যাটট্রিক পূর্ণ করেন 37 মিনিটে। মহিতোষের ক্রস থেকে বল পেয়ে বিষ্ণু খিদিরপুরের এক ডিফেন্ডারকে কাটিয়ে হ্যাটট্রিক সেরে ফেলেন।

আরও পড়ুন: বিবর্ণ ফুটবলে আইএসএল ওপেনারে এক পয়েন্টই সান্ত্বনা ইস্টবেঙ্গলের

এরপর পালা শুরু হয় মহিতোষের। 39 মিনিটে চকিতে নেওয়া গড়ানো শটে গোল করে যান তিনি। এরপর খেলার গতির বিপরীতে ব্যবধান কমায় খিদিরপুর। 42 মিনিটে লাল হলুদ ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে গোল করে যান খিদিরপুরের প্রদীপ পাল। গোল হজমের ধাক্কা সরিয়ে ফের গোলে ফেরে ইস্টবেঙ্গলের। 44 মিনিটে সুহের ভিপি'র পাস থেকে গোল করেন মহিতোষ। প্রথমার্ধে 6-1 গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে 54 মিনিটে দলের সপ্তম এবং নিজের চতুর্থ গোল করে যান বিষ্ণু। দ্বিতীয়ার্ধে নেমে দুই গোল করে যান ভিপি সুহেরও। এর আগে 1943 কলকাতা ফুটবল লিগে ডালহৌসিকে 10-0 গোলে হারিয়েছিল লাল-হলুদ ৷ 1949 ক্যালকাটা গ্যারিসনকেও 10 গোলে হারিয়েছিল লাল-হলুদ ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর: আক্রমণভাগের চূড়ান্ত ব্যর্থতায় সোমবার আইএসএলের প্রথম ম্যাচে জামশেদপুরের কাছে আটকে গিয়েছে সিনিয়র টিম ৷ পরদিন কলকাতা লিগে দাদাদের পারফরম্যান্সের হতাশা যেন সুদে-আসলে পুষিয়ে দিল ভাইয়েরা ৷ সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার নিজেদের মাঠে খিদিরপুরকে 10-1 গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল ৷ জোড়া হ্যাটট্রিক এল পিভি বিষ্ণু এবং মহিতোষ রায়ের পা থেকে ৷ সবমিলিয়ে জমে গেল কলকাতা লিগের সুপার সিক্স পর্ব।

জোড়া হ্যাটট্রিকে এদিন রেকর্ড গড়ে ফেললেন ইস্টবেঙ্গলের দুই ফুটবলার বিষ্ণু ও মহিতোষ। ইস্টবেঙ্গল জার্সিতে অষ্টম জুটি হিসেবে এক ম্যাচে হ্যাটট্রিকের নজির গড়লেন দু'জনে। অতীতে যে রেকর্ড রয়েছে চিমা ওকোরি এবং কুলজিৎ সিংয়ের নামের সঙ্গে। ইস্টবেঙ্গলের দশ গোলের কৃতিত্বই অবশ্যই প্রথম নয়। এর আগে দু'বার প্রতিপক্ষের জালে 10 বা তার বেশি গোল জড়ানোর কৃতিত্ব রয়েছে তাদের।

প্রতিপক্ষ খিদিরপুর এই মুহূর্তে নড়বড়ে অবস্থায়। কোচ পদত্যাগ করেছেন। ফুটবলাররা চলে গিয়েছেন আই লিগ খেলতে। তবে তার জন্য ইস্টবেঙ্গলের কৃতিত্ব খাটো হওয়ার নয় মোটেই ৷ ডেডলক খুলতে এদিন ইস্টবেঙ্গল সময় নেয় মাত্র 7 মিনিট। পিভি বিষ্ণু অসাধারণ ফ্রি-কিকে গোলের খাতা খোলেন। এরপর সময় যত এগোয়, লাফিয়ে বাড়ে গোল সংখ্যা। 10 মিনিটে ফের গোল বিষ্ণুর। বিষ্ণু হ্যাটট্রিক পূর্ণ করেন 37 মিনিটে। মহিতোষের ক্রস থেকে বল পেয়ে বিষ্ণু খিদিরপুরের এক ডিফেন্ডারকে কাটিয়ে হ্যাটট্রিক সেরে ফেলেন।

আরও পড়ুন: বিবর্ণ ফুটবলে আইএসএল ওপেনারে এক পয়েন্টই সান্ত্বনা ইস্টবেঙ্গলের

এরপর পালা শুরু হয় মহিতোষের। 39 মিনিটে চকিতে নেওয়া গড়ানো শটে গোল করে যান তিনি। এরপর খেলার গতির বিপরীতে ব্যবধান কমায় খিদিরপুর। 42 মিনিটে লাল হলুদ ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে গোল করে যান খিদিরপুরের প্রদীপ পাল। গোল হজমের ধাক্কা সরিয়ে ফের গোলে ফেরে ইস্টবেঙ্গলের। 44 মিনিটে সুহের ভিপি'র পাস থেকে গোল করেন মহিতোষ। প্রথমার্ধে 6-1 গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে 54 মিনিটে দলের সপ্তম এবং নিজের চতুর্থ গোল করে যান বিষ্ণু। দ্বিতীয়ার্ধে নেমে দুই গোল করে যান ভিপি সুহেরও। এর আগে 1943 কলকাতা ফুটবল লিগে ডালহৌসিকে 10-0 গোলে হারিয়েছিল লাল-হলুদ ৷ 1949 ক্যালকাটা গ্যারিসনকেও 10 গোলে হারিয়েছিল লাল-হলুদ ৷

Last Updated : Sep 26, 2023, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.