ETV Bharat / sports

অলিম্পিক যোগ্যতা নির্ণয় নিয়ে শঙ্কায় দ্যুতি চাঁদ

author img

By

Published : Mar 18, 2020, 11:27 PM IST

‘‘আমাকে ট্রেনিং কাম অলিম্পিকের যোগ্যতা অর্জনের প্রতিযোগিতার জন্য 2 মার্চ জার্মানি যেতে হত ৷ ইউরোপের বিশেষ কিছু দৌড় প্রতিযোগিতায় আমার অংশ নেওয়ার কথা ছিল ৷ কিন্তু আমার সব পরিকল্পনাই ভেস্তে গেল ৷’’ সংবাদ মাধ্যমকে বলেন দ্যুতি ৷

image
দ্যুতি চাঁদ

দিল্লি, 18 মার্চ : কোরোনা ফলে বন্ধ প্রতিযোগিতা ৷ তাই অলিম্পিকে যোগ দেওয়া নিয়ে আশঙ্খায় ভারতের দ্রুততম মহিলা দ্যুতি চাঁদ ৷ জার্মানিতে তাঁর ট্রেনিং ও প্রতিযোগিতা হওয়ার কথা ছিল 2 মার্চ থেকে ৷ কিন্তু বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে কোরোনা ৷ তাই হাতে ভিসা ও স্পনসর থাকলেও জার্মানি যাওয়া হয়নি দ্যুতির ৷ ফলে প্রশ্নের মুখে তাঁর অলিম্পিকে যোগ দেওয়া ৷

‘‘আমাকে ট্রেনিং কাম অলিম্পিকের যোগ্যতা অর্জনের প্রতিযোগীতার জন্য 2 মার্চ জার্মানি যেতে হত ৷ ইউরোপের বিশেষ কিছু দৌড় প্রতিযোগিতায় আমার অংশ নেওয়ার কথা ছিল ৷ কিন্তু আমার সব পরিকল্পনাই ভেস্তে গেল ৷’’ সংবাদ মাধ্যমকে বলেন দ্যুতি ৷

100 মিটারের জাতীয় রেকর্ডকারী স্পিন্টার আরও বলেন, ‘‘ আমি ভিসা ও প্রয়োজনীয় তথ্য হাতে পেয়ে গিয়েছিলাম ৷ আমি জার্মানি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম ৷ কিন্তু হঠাৎ করেই ট্রেনিং ক্যাম্প থেকে আমার কাছে একটি ম্যাসেজ আসে ৷ সেখানে বলা হয় কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জান্য এই মুহূর্তে আমার ওখানে যাওয়া উচিত নয় ৷ আমি খুবই হতাশ ৷ ’’

এশিয়ান গেমসে 100 মিটার ও 200 মিটারে রূপো জেতা দ্যুতি আশঙ্খিত হয়ে পড়েছেন তাঁর অলিম্পিকে যোগ্যতা অর্জন নিয়ে ৷ তিনি বলেন, ‘‘আমি চিন্তিত, আমি অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে নাও পারি ৷’’

দিল্লি, 18 মার্চ : কোরোনা ফলে বন্ধ প্রতিযোগিতা ৷ তাই অলিম্পিকে যোগ দেওয়া নিয়ে আশঙ্খায় ভারতের দ্রুততম মহিলা দ্যুতি চাঁদ ৷ জার্মানিতে তাঁর ট্রেনিং ও প্রতিযোগিতা হওয়ার কথা ছিল 2 মার্চ থেকে ৷ কিন্তু বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে কোরোনা ৷ তাই হাতে ভিসা ও স্পনসর থাকলেও জার্মানি যাওয়া হয়নি দ্যুতির ৷ ফলে প্রশ্নের মুখে তাঁর অলিম্পিকে যোগ দেওয়া ৷

‘‘আমাকে ট্রেনিং কাম অলিম্পিকের যোগ্যতা অর্জনের প্রতিযোগীতার জন্য 2 মার্চ জার্মানি যেতে হত ৷ ইউরোপের বিশেষ কিছু দৌড় প্রতিযোগিতায় আমার অংশ নেওয়ার কথা ছিল ৷ কিন্তু আমার সব পরিকল্পনাই ভেস্তে গেল ৷’’ সংবাদ মাধ্যমকে বলেন দ্যুতি ৷

100 মিটারের জাতীয় রেকর্ডকারী স্পিন্টার আরও বলেন, ‘‘ আমি ভিসা ও প্রয়োজনীয় তথ্য হাতে পেয়ে গিয়েছিলাম ৷ আমি জার্মানি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম ৷ কিন্তু হঠাৎ করেই ট্রেনিং ক্যাম্প থেকে আমার কাছে একটি ম্যাসেজ আসে ৷ সেখানে বলা হয় কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জান্য এই মুহূর্তে আমার ওখানে যাওয়া উচিত নয় ৷ আমি খুবই হতাশ ৷ ’’

এশিয়ান গেমসে 100 মিটার ও 200 মিটারে রূপো জেতা দ্যুতি আশঙ্খিত হয়ে পড়েছেন তাঁর অলিম্পিকে যোগ্যতা অর্জন নিয়ে ৷ তিনি বলেন, ‘‘আমি চিন্তিত, আমি অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে নাও পারি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.