ETV Bharat / sports

স্পনসর নেই, খরচ জোগাতে BMW বিক্রির বিজ্ঞাপন দ্যুতির - Dutee Chand wants to sell her BMW

অনুশীলনের খরচ জোগাতে BMW বিক্রির বিজ্ঞাপন দিলেন দেশের তারকা অ্যাথলিট দ্যুতি চাঁদ ৷

স্পনসর নেই, খরচ জোগাতে BMW বিক্রির বিজ্ঞাপন দ্যুতির
স্পনসর নেই, খরচ জোগাতে BMW বিক্রির বিজ্ঞাপন দ্যুতির
author img

By

Published : Jul 11, 2020, 9:05 PM IST

ভুবনেশ্বর, 11 জুলাই: লকডাউনে চরম আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন দেশের স্প্রিন্ট কুইন দ্যুতি চাঁদ ৷ স্পনসরের অভাবে অনুশীলনের খরচ চালাতে পারছেন না ৷ তাই ছবি সহ সোশাল মিডিয়ায় BMW বিক্রির বিজ্ঞাপন দিলেন ৷ পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন দ্যুতি ৷

এশিয়ান গেমসের সাফল্যের জন্য ওড়িশা সরকারের থেকে 3 কোটি টাকার আর্থিক পুরস্কার পেয়েছিলেন দ্যুতি ৷ সেই টাকায় 2015 সালে BMW 3 সিরিজ় মডেলের লাক্সারি গাড়ি কেনেন তিনি ৷ কিন্তু এই লকডাউনের মধ্যে সেই গাড়ির রক্ষণাবেক্ষণের পিছনে খরচ করা আর হাতি পোষা সমান ৷ তাছাড়া প্যানডেমিকের মধ্যে দ্যুতিকে স্পনসর করতে কেউ রাজি নয় ৷ তাই অনুশীলনের খরচ জোগাড় করতে দামি গাড়িটিকে বিক্রি করার পরিকল্পনা করেন তিনি ৷ ফেসবুকে পোস্টও করেন ৷ এই বিষয়ে দ্যুতি বলেছেন, "প্যানডেমিকের মধ্যে কোনও স্পনসর টাকা ঢালতে রাজি নয় ৷ এখন আমার অর্থের প্রয়োজন ৷ টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছি ৷ তার ট্রেনিং ও ডায়েটের খরচ জোগানোর জন্য গাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিই ৷" তবে ওই পোস্ট করার পর কমেন্ট বক্সে তাঁকে সরকারের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয় নেটিজেনরা ৷ তারপরই পোস্টটি ডিলিট করে দেন তিনি ৷ দেশের এই তারকা অ্যাথলিট বলেছেন, "সরকারও এখন আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ৷"

টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতির জন্য সরকারের তরফে দ্যুতি চাঁদকে 50 লাখ টাকা দেওয়া হয়েছিল ৷ কোচ, ফিজিও, ডায়াটেশিয়ানের বেতন সহ ডায়েট মিলিয়ে পুরো টাকাটাই খরচ করে ফেলেছেন তিনি ৷

ভুবনেশ্বর, 11 জুলাই: লকডাউনে চরম আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন দেশের স্প্রিন্ট কুইন দ্যুতি চাঁদ ৷ স্পনসরের অভাবে অনুশীলনের খরচ চালাতে পারছেন না ৷ তাই ছবি সহ সোশাল মিডিয়ায় BMW বিক্রির বিজ্ঞাপন দিলেন ৷ পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন দ্যুতি ৷

এশিয়ান গেমসের সাফল্যের জন্য ওড়িশা সরকারের থেকে 3 কোটি টাকার আর্থিক পুরস্কার পেয়েছিলেন দ্যুতি ৷ সেই টাকায় 2015 সালে BMW 3 সিরিজ় মডেলের লাক্সারি গাড়ি কেনেন তিনি ৷ কিন্তু এই লকডাউনের মধ্যে সেই গাড়ির রক্ষণাবেক্ষণের পিছনে খরচ করা আর হাতি পোষা সমান ৷ তাছাড়া প্যানডেমিকের মধ্যে দ্যুতিকে স্পনসর করতে কেউ রাজি নয় ৷ তাই অনুশীলনের খরচ জোগাড় করতে দামি গাড়িটিকে বিক্রি করার পরিকল্পনা করেন তিনি ৷ ফেসবুকে পোস্টও করেন ৷ এই বিষয়ে দ্যুতি বলেছেন, "প্যানডেমিকের মধ্যে কোনও স্পনসর টাকা ঢালতে রাজি নয় ৷ এখন আমার অর্থের প্রয়োজন ৷ টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছি ৷ তার ট্রেনিং ও ডায়েটের খরচ জোগানোর জন্য গাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিই ৷" তবে ওই পোস্ট করার পর কমেন্ট বক্সে তাঁকে সরকারের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয় নেটিজেনরা ৷ তারপরই পোস্টটি ডিলিট করে দেন তিনি ৷ দেশের এই তারকা অ্যাথলিট বলেছেন, "সরকারও এখন আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ৷"

টোকিয়ো অলিম্পিকের প্রস্তুতির জন্য সরকারের তরফে দ্যুতি চাঁদকে 50 লাখ টাকা দেওয়া হয়েছিল ৷ কোচ, ফিজিও, ডায়াটেশিয়ানের বেতন সহ ডায়েট মিলিয়ে পুরো টাকাটাই খরচ করে ফেলেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.