ETV Bharat / sports

Durand Cup Derby দুর্বলতা ঢেকে ডার্বিতে বাজিমাত করতে ঘুঁটি সাজাচ্ছেন স্টিফেন, ফেরান্দো

ডুরান্ড কাপ ডার্বিতে (Durand Cup Derby) মুখোমুখি হওয়ার আগে দলের দুর্বলতাগুলি নিয়ে চিন্তিত ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান (East Bengal vs ATK Mohun Bagan) ৷ দুই শিবিরই এখনও পর্যন্ত প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি ৷ তাই দুর্বলতা ঢেকে ডুরান্ডে (Durand Cup 2022) মাঠে নামার পরিকল্পনা করছেন স্টিফেন কনস্ট্যানটাইন এবং জুয়ান ফেরান্দো ৷

durand-cup-derby-east-bengal-vs-atk-mohun-bagan-preview
durand-cup-derby-east-bengal-vs-atk-mohun-bagan-preview
author img

By

Published : Aug 26, 2022, 2:32 PM IST

কলকাতা, 26 অগস্ট: রাজস্থান ইউনাইটেড ম্যাচের পর ফুটবলারদের পারফর্ম্যান্সে সন্তুষ্ট কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ৷ তবে, ডার্বির আবেগ কতটা, সে সম্পর্কে তিনিও ওয়াকিবহাল বলে জানিয়েছেন কনস্ট্যানটাইন ৷ তবে, ডুরান্ড কাপে পরের পর্বে যাওয়া নিয়ে সংশয় রয়েছে দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের (Durand Cup Derby) ৷ বাকি থাকা দু’টি ম্যাচ জিতলেও পরের পর্বে যাওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে দুই শিবিরেই (East Bengal vs ATK Mohun Bagan) ৷

বৃহস্পতিবার কিশোরভারতী স্টেডিয়ামে রাজস্থান ম্যাচ গোলশূন্য ড্র করার পর ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘‘ডার্বির আবেগ আমি জানি ৷ আমার এই দলটা দু'সপ্তাহ আগেও সম্পূর্ণ ছিল না । 12 জনও হাতে ছিল না । মাত্র কয়েকদিনের অনুশীলনের পরে যে পারফর্ম্যান্স দল করেছে, তাতে আমি খুশি ৷’’ হাতে মাত্র একদিন ৷ এই পরিস্থিতিতে খাতায় কলমে শক্তিশালী হলেও, মোহনবাগান শিবিরও নিশ্চিত নয় ডার্বি জয় নিয়ে ৷ কারণ, মরশুমের প্রথম দু’টি ম্যাচ খেলে ফেললেও, একটিতে হার এবং আরেকটি ড্র করেছে গঙ্গাপাড়ের ক্লাব ৷

  • কোথায় সমস্যা হচ্ছে এটিকে মোহনবাগানের ?

এটিকে মোহনবাগানের মাঝমাঠ দারুণ খেলছে ৷ হুগো বুমোস, জনি কাউকোরা খুব পরিশ্রম করছেন ৷ মাঝেমধ্যে কার্ল ম্যাকহিউও দারুণ কিছু বল বাড়াচ্ছেন ৷ তবে, বাগান কোচ মনে করছেন, দুই উইং বিশেষত ডানদিক থেকে আশিস রাইকে আরও সক্রিয় হতে হবে ৷ সমস্যা রয়েছে স্ট্রাইকারদের ক্ষেত্রেও ৷ মনবীর সিং, লিস্টন কোলাসোরা বল গোলে রাখতে পারছেন না ৷ গত মরশুমের ডার্বিতে হ্যাটট্রিক করা কিয়ান নাসিরিও ডুরান্ডের ম্যাচে সুযোগ মিস করেছেন ৷

ডিফেন্স নিয়েও যথেষ্ট চিন্তা থাকছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের ৷ কারণ, প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে 3 গোল খাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে 1 গোলে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৷ 2 ম্যাচে 4 গোল খেয়েছে মোহনবাগান ৷ পাশাপাশি, ডিফেন্সে এখনও ফ্লোরেন্টিন পোগবা এবং প্রীতম কোটাল জুটির বোঝাপড়া সেভাবে তৈরি হয়নি ৷ এটাই চিন্তায় রাখছে জুয়ান ফেরান্দোকে ৷

  • রণকৌশল কী হতে পারে ?

ডার্বিতে প্রীতমের সঙ্গে কার্ল ম্যাকহিউকে স্টপার হিসেবে ব্যবহার করতেই পারেন জুয়ান ফেরান্দো ৷ সে ক্ষেত্রে স্ট্রাইকারে খেলানো হতে পারে হুগো বুমোসকে ৷ দীপক টাংরিকে ব্লকার হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷ মাঝমাঠে প্রচুর পাস খেলছে ইমামি ইস্টবেঙ্গল ৷ সেটাকে যদি আটকাতে পারেন দীপক, তবে ডিফেন্সের উপর চাপটা অনেকটা কমে যাবে বলে মনে করছেন ফেরান্দো ৷ আবার দীপকের জায়গায় প্রণয়কেও খেলাতে পারেন তিনি ৷ তাতে মিডফিল্ডে ফুটবলার যেমন বাড়ানো যাবে তেমনি সুমিত পাসি, অ্যালেক্স লিমাদের আটকানো কিছুটা সহজ হবে বলে মনে করছে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক ৷

আরও পড়ুন: হার বাঁচলেও ডুরান্ডে টিকে থাকাই কঠিন ইস্টবেঙ্গলের

  • স্ট্রাইকার সমস্যা ইমামি ইস্টবেঙ্গলে

গোলের সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু গোল করতে পারছেন না ইমামি ইস্টবেঙ্গলের ফুটবলাররা ৷ ভিপি সুহের, সুমিত পাসি, তুহিন দাসরা চেষ্টা করছেন, কিন্তু ফল পাওয়া যাচ্ছে না ৷ দুই ম্যাচে একটাও গোল করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল ৷ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে গিয়েও একাধিক সুযোগ নষ্ট করেছেন ফুটবলাররা ৷ মাঝমাঠেও কিছু সমস্যা তৈরি হচ্ছে ৷ তাড়াহুড়ো করে পাস করতে গিয়ে ভুল করে ফেলছেন ফুটবলাররা এমনটাই মনে করছেন স্টিফেন কনস্ট্যানটাইন ৷ তবে, ভাল খেলছেন রাইট উইঙ্গার অনিকেত যাদব ও অঙ্কিত মুখোপাধ্যায় ৷ যা ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট ৷

  • কী হতে পারে ইমামি ইস্টবেঙ্গলের স্ট্র্যাটেজি ?

ডার্বিতে কিছুটা হলেও পিছিয়ে থেকে শুরু করছে স্টিফেন কনস্ট্যানটাইনের দল ৷ তাই গোল না খাওয়াই হবে প্রাথমিক লক্ষ্য ৷ এমনিতে, নিজের ডিফেন্স শক্ত করেই আক্রমণে যাওয়া পছন্দ করেন ব্রিটিশ কোচ ৷ আর চেষ্টাও সেটাই করবেন তিনি ৷ পাশাপাশি, যদি দুই জনের মধ্যে কোনও বিদেশি স্ট্রাইকারকে ডার্বিতে নামিয়ে দেওয়া যায় তবে, এটিকে মোহনবাগানের ডিফেন্সে চাপ বাড়ানো যেতে পারে বলে মনে করছেন তিনি ৷ প্রসঙ্গত, দ্রুত কাউন্টার অ্যাটাক হলেই কেঁপে যাচ্ছে সবুজ-মেরুন ডিফেন্স ৷ এই দৃশ্য গত দুই ম্যাচে দেখা গিয়েছে ৷ আর সেটা স্টিফেনের নজর এড়ায়নি ৷ তবে, লেফ্ট উইংকে আরও সচল করতে চাইছেন তিনি ৷ ডানদিক থেকে আক্রমণ হলেও বাঁ দিক থেকে সেভাবে সুযোগ তৈরি হচ্ছে না ৷

কলকাতা, 26 অগস্ট: রাজস্থান ইউনাইটেড ম্যাচের পর ফুটবলারদের পারফর্ম্যান্সে সন্তুষ্ট কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ৷ তবে, ডার্বির আবেগ কতটা, সে সম্পর্কে তিনিও ওয়াকিবহাল বলে জানিয়েছেন কনস্ট্যানটাইন ৷ তবে, ডুরান্ড কাপে পরের পর্বে যাওয়া নিয়ে সংশয় রয়েছে দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের (Durand Cup Derby) ৷ বাকি থাকা দু’টি ম্যাচ জিতলেও পরের পর্বে যাওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে দুই শিবিরেই (East Bengal vs ATK Mohun Bagan) ৷

বৃহস্পতিবার কিশোরভারতী স্টেডিয়ামে রাজস্থান ম্যাচ গোলশূন্য ড্র করার পর ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘‘ডার্বির আবেগ আমি জানি ৷ আমার এই দলটা দু'সপ্তাহ আগেও সম্পূর্ণ ছিল না । 12 জনও হাতে ছিল না । মাত্র কয়েকদিনের অনুশীলনের পরে যে পারফর্ম্যান্স দল করেছে, তাতে আমি খুশি ৷’’ হাতে মাত্র একদিন ৷ এই পরিস্থিতিতে খাতায় কলমে শক্তিশালী হলেও, মোহনবাগান শিবিরও নিশ্চিত নয় ডার্বি জয় নিয়ে ৷ কারণ, মরশুমের প্রথম দু’টি ম্যাচ খেলে ফেললেও, একটিতে হার এবং আরেকটি ড্র করেছে গঙ্গাপাড়ের ক্লাব ৷

  • কোথায় সমস্যা হচ্ছে এটিকে মোহনবাগানের ?

এটিকে মোহনবাগানের মাঝমাঠ দারুণ খেলছে ৷ হুগো বুমোস, জনি কাউকোরা খুব পরিশ্রম করছেন ৷ মাঝেমধ্যে কার্ল ম্যাকহিউও দারুণ কিছু বল বাড়াচ্ছেন ৷ তবে, বাগান কোচ মনে করছেন, দুই উইং বিশেষত ডানদিক থেকে আশিস রাইকে আরও সক্রিয় হতে হবে ৷ সমস্যা রয়েছে স্ট্রাইকারদের ক্ষেত্রেও ৷ মনবীর সিং, লিস্টন কোলাসোরা বল গোলে রাখতে পারছেন না ৷ গত মরশুমের ডার্বিতে হ্যাটট্রিক করা কিয়ান নাসিরিও ডুরান্ডের ম্যাচে সুযোগ মিস করেছেন ৷

ডিফেন্স নিয়েও যথেষ্ট চিন্তা থাকছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের ৷ কারণ, প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে 3 গোল খাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে 1 গোলে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৷ 2 ম্যাচে 4 গোল খেয়েছে মোহনবাগান ৷ পাশাপাশি, ডিফেন্সে এখনও ফ্লোরেন্টিন পোগবা এবং প্রীতম কোটাল জুটির বোঝাপড়া সেভাবে তৈরি হয়নি ৷ এটাই চিন্তায় রাখছে জুয়ান ফেরান্দোকে ৷

  • রণকৌশল কী হতে পারে ?

ডার্বিতে প্রীতমের সঙ্গে কার্ল ম্যাকহিউকে স্টপার হিসেবে ব্যবহার করতেই পারেন জুয়ান ফেরান্দো ৷ সে ক্ষেত্রে স্ট্রাইকারে খেলানো হতে পারে হুগো বুমোসকে ৷ দীপক টাংরিকে ব্লকার হিসেবে ব্যবহার করা যেতে পারে ৷ মাঝমাঠে প্রচুর পাস খেলছে ইমামি ইস্টবেঙ্গল ৷ সেটাকে যদি আটকাতে পারেন দীপক, তবে ডিফেন্সের উপর চাপটা অনেকটা কমে যাবে বলে মনে করছেন ফেরান্দো ৷ আবার দীপকের জায়গায় প্রণয়কেও খেলাতে পারেন তিনি ৷ তাতে মিডফিল্ডে ফুটবলার যেমন বাড়ানো যাবে তেমনি সুমিত পাসি, অ্যালেক্স লিমাদের আটকানো কিছুটা সহজ হবে বলে মনে করছে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক ৷

আরও পড়ুন: হার বাঁচলেও ডুরান্ডে টিকে থাকাই কঠিন ইস্টবেঙ্গলের

  • স্ট্রাইকার সমস্যা ইমামি ইস্টবেঙ্গলে

গোলের সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু গোল করতে পারছেন না ইমামি ইস্টবেঙ্গলের ফুটবলাররা ৷ ভিপি সুহের, সুমিত পাসি, তুহিন দাসরা চেষ্টা করছেন, কিন্তু ফল পাওয়া যাচ্ছে না ৷ দুই ম্যাচে একটাও গোল করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল ৷ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে গিয়েও একাধিক সুযোগ নষ্ট করেছেন ফুটবলাররা ৷ মাঝমাঠেও কিছু সমস্যা তৈরি হচ্ছে ৷ তাড়াহুড়ো করে পাস করতে গিয়ে ভুল করে ফেলছেন ফুটবলাররা এমনটাই মনে করছেন স্টিফেন কনস্ট্যানটাইন ৷ তবে, ভাল খেলছেন রাইট উইঙ্গার অনিকেত যাদব ও অঙ্কিত মুখোপাধ্যায় ৷ যা ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট ৷

  • কী হতে পারে ইমামি ইস্টবেঙ্গলের স্ট্র্যাটেজি ?

ডার্বিতে কিছুটা হলেও পিছিয়ে থেকে শুরু করছে স্টিফেন কনস্ট্যানটাইনের দল ৷ তাই গোল না খাওয়াই হবে প্রাথমিক লক্ষ্য ৷ এমনিতে, নিজের ডিফেন্স শক্ত করেই আক্রমণে যাওয়া পছন্দ করেন ব্রিটিশ কোচ ৷ আর চেষ্টাও সেটাই করবেন তিনি ৷ পাশাপাশি, যদি দুই জনের মধ্যে কোনও বিদেশি স্ট্রাইকারকে ডার্বিতে নামিয়ে দেওয়া যায় তবে, এটিকে মোহনবাগানের ডিফেন্সে চাপ বাড়ানো যেতে পারে বলে মনে করছেন তিনি ৷ প্রসঙ্গত, দ্রুত কাউন্টার অ্যাটাক হলেই কেঁপে যাচ্ছে সবুজ-মেরুন ডিফেন্স ৷ এই দৃশ্য গত দুই ম্যাচে দেখা গিয়েছে ৷ আর সেটা স্টিফেনের নজর এড়ায়নি ৷ তবে, লেফ্ট উইংকে আরও সচল করতে চাইছেন তিনি ৷ ডানদিক থেকে আক্রমণ হলেও বাঁ দিক থেকে সেভাবে সুযোগ তৈরি হচ্ছে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.