ETV Bharat / sports

Novak Djokovic: নির্বাসন প্রত্যাহার, অস্ট্রেলিয়ান ওপেনের ভিসা পেয়ে বেজায় খুশি জকোভিচ - Australian Open 2023

ভিসা পাওয়ার বিষয়ে সার্বিয়ান টেনিস মায়েস্ত্রোর উপরে তিন বছরের যে নির্বাসন জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া অস্ট্রেলিয়া সরকারের তরফে ৷ সবমিলিয়ে 2023 মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2023) অংশগ্রহণ করতে আর কোনও অসুবিধা রইল না 'জোকার'-এর ৷ অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে 'খুব খুশি' 21টি মেজরের মালিক ৷

Etv Bharat
অস্ট্রেলিয়ান ওপেনের ভিসা পেয়ে বেজায় খুশি জকোভিচ
author img

By

Published : Nov 16, 2022, 9:53 PM IST

Updated : Nov 16, 2022, 11:01 PM IST

মেলবোর্ন, 16 নভেম্বর: কোভিডের টিকা না-নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর নোভাক জকোভিচকে শেষপর্যন্ত ভিসা দেওয়ার অনুমতি প্রদান করল অস্ট্রেলিয়া ৷ অর্থাৎ, ভিসা পাওয়ার বিষয়ে সার্বিয়ান টেনিস মায়েস্ত্রোর উপরে তিন বছরের যে নির্বাসন জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া অস্ট্রেলিয়া সরকারের তরফে ৷ সবমিলিয়ে 2023 মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2023) অংশগ্রহণ করতে আর কোনও অসুবিধা রইল না 'জোকার'-এর ৷ অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে 'খুব খুশি' 21টি মেজরের মালিক (Djokovic says very happy as visa allows him to play at Australian Open) ৷

তুরিনে চলতি এটিপি ফাইনালসের গ্রুপ স্টেজে রুশ তারকা আন্দ্রে রুবলেভকে (Andrey Rublev) হারিয়েছেন সার্বিয়ান তারকা ৷ সেই ম্যাচ জয়ের পর এদিন অজিভূমে তাঁর নির্বাসন প্রত্যাহার নিয়ে বলতে গিয়ে উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেননি জকোভিচ ৷ ন'বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা বলেন, "গতকাল খবরটা পাওয়ার পর থেকে দারুণ খুশি ৷ বেশ শান্তি লাগছে ৷"

আরও পড়ুন: বেঙ্গালুরু এফসির চুক্তি ভাঙলেন হীরা মণ্ডল, ফিরতে চান ইস্টবেঙ্গলে

উল্লেখ্য, নোভাকের কেরিয়ারে সর্বাধিক বেশি গ্র্যান্ড স্ল্যাম ধরা দিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনে ৷ তাই গতবার রড লেভার এরিনায় নামতে আইনি লড়াই পর্যন্ত লড়েছিলেন টিকা না-নেওয়া জকোভিচ ৷ পালটা সার্বিয়ানকে খেলতে না-দেওয়ার ব্যাপারে নাছোড় ছিল সে দেশও ৷ শেষপর্যন্ত মেলবোর্নে পৌঁছেও আইনি লড়াই হেরে প্রতিযোগিতা শুরুর আগের সন্ধেয় ভেন্যু ছাড়তে হয়েছিল 'জোকার'কে ৷

মেলবোর্ন, 16 নভেম্বর: কোভিডের টিকা না-নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর নোভাক জকোভিচকে শেষপর্যন্ত ভিসা দেওয়ার অনুমতি প্রদান করল অস্ট্রেলিয়া ৷ অর্থাৎ, ভিসা পাওয়ার বিষয়ে সার্বিয়ান টেনিস মায়েস্ত্রোর উপরে তিন বছরের যে নির্বাসন জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া অস্ট্রেলিয়া সরকারের তরফে ৷ সবমিলিয়ে 2023 মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2023) অংশগ্রহণ করতে আর কোনও অসুবিধা রইল না 'জোকার'-এর ৷ অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তে 'খুব খুশি' 21টি মেজরের মালিক (Djokovic says very happy as visa allows him to play at Australian Open) ৷

তুরিনে চলতি এটিপি ফাইনালসের গ্রুপ স্টেজে রুশ তারকা আন্দ্রে রুবলেভকে (Andrey Rublev) হারিয়েছেন সার্বিয়ান তারকা ৷ সেই ম্যাচ জয়ের পর এদিন অজিভূমে তাঁর নির্বাসন প্রত্যাহার নিয়ে বলতে গিয়ে উচ্ছ্বাস আর চেপে রাখতে পারেননি জকোভিচ ৷ ন'বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা বলেন, "গতকাল খবরটা পাওয়ার পর থেকে দারুণ খুশি ৷ বেশ শান্তি লাগছে ৷"

আরও পড়ুন: বেঙ্গালুরু এফসির চুক্তি ভাঙলেন হীরা মণ্ডল, ফিরতে চান ইস্টবেঙ্গলে

উল্লেখ্য, নোভাকের কেরিয়ারে সর্বাধিক বেশি গ্র্যান্ড স্ল্যাম ধরা দিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনে ৷ তাই গতবার রড লেভার এরিনায় নামতে আইনি লড়াই পর্যন্ত লড়েছিলেন টিকা না-নেওয়া জকোভিচ ৷ পালটা সার্বিয়ানকে খেলতে না-দেওয়ার ব্যাপারে নাছোড় ছিল সে দেশও ৷ শেষপর্যন্ত মেলবোর্নে পৌঁছেও আইনি লড়াই হেরে প্রতিযোগিতা শুরুর আগের সন্ধেয় ভেন্যু ছাড়তে হয়েছিল 'জোকার'কে ৷

Last Updated : Nov 16, 2022, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.