নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: হকি ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ তিরকে (Dilip Tirkey) ৷ আজ হকি ইন্ডিয়ার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিতে তাঁকে সভাপতি বেছে নেওয়া হয়েছে (Hockey India President Election) ৷ সভাপতি নির্বাচিত হয়ে তিনি জানিয়েছেন, ভারতীয় হকিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য হবে ৷
আজ হকি ইন্ডিয়ার সভাপতি নির্বাচন ছিল ৷ যেখানে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ তিরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ৷ তবে, এই পদের জন্য় আরও দু’টি মনোনয়ন জমা পড়েছিল ৷ কিন্তু, শেষ মুহূর্তে তাঁরা মনোনয়ন প্রত্যাহার করে নেন ৷ ফলে সর্বসম্মতিতে সকলের সমর্থন নিয়ে ভারতীয় হকি প্রশাসনের মসনদে বসলেন তিনি ৷
আরও পড়ুন: 'সানা ক্রিকেটার হলে ঝুলনের মতো হওয়ার পরামর্শ দিতাম', চাকদা এক্সপ্রেসের প্রশংসায় মহারাজ
-
Thanks @DrSYQuraishi & @FIH_Hockey for conducting smooth elections of @TheHockeyIndia. I will ensure that Indian hockey reaches to new heights.@CMO_Odisha @Media_SAI @IndiaSports pic.twitter.com/romj3xJQwR
— Dilip Kumar Tirkey (@DilipTirkey) September 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thanks @DrSYQuraishi & @FIH_Hockey for conducting smooth elections of @TheHockeyIndia. I will ensure that Indian hockey reaches to new heights.@CMO_Odisha @Media_SAI @IndiaSports pic.twitter.com/romj3xJQwR
— Dilip Kumar Tirkey (@DilipTirkey) September 23, 2022Thanks @DrSYQuraishi & @FIH_Hockey for conducting smooth elections of @TheHockeyIndia. I will ensure that Indian hockey reaches to new heights.@CMO_Odisha @Media_SAI @IndiaSports pic.twitter.com/romj3xJQwR
— Dilip Kumar Tirkey (@DilipTirkey) September 23, 2022
এ দিন সভাপতি নির্বাচিত হয়ে দিলীপ তিরকে একটি টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘সুন্দরভাবে হকি ইন্ডিয়ার নির্বাচন আয়োজন করার জন্য ডক্টর এসওয়াই কুরেশি এবং আন্তর্জাতিক হকি ফেডারেশনকে ধন্যবাদ ৷ আমি নিশ্চিত করব যাতে, ভারতীয় হকিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি ৷’’ ওড়িশার মুখ্যমন্ত্রী, সাই এবং ভারতীয় ক্রীড়ামন্ত্রককেও ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, দিলীপ তিরকে একমাত্র ভারতীয় যিনি সবচেয়ে বেশি আন্তর্জাতিক স্তরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ৷ 15 বছরের দীর্ঘ কেরিয়ারে 412টি ম্যাচে ভারতের জার্সিতে মাঠে নেমেছেন তিনি ৷