ETV Bharat / sports

ন্যাশনাল ইন্টারস্টেট সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা ধুপগুড়ির ভৈরবীর - ভৈরবী রায়

জাতীয় প্রতিযোগিতায় সোনা পেলেন ধুপগুড়ির ভৈরবী রায় ৷ ট্রিপল জাম্প বিভাগে সোনা জিতেছেন তিনি ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 30, 2019, 5:02 AM IST

ধুপগুড়ি, 30 অগাস্ট : ন্যাশনাল ইন্টারস্টেট সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা পেলেন ধুপগুড়ির ভৈরবী রায়। ট্রিপল জাম্প বিভাগে সোনা জেতেন তিনি ৷ গতকাল সোনা জয়ের খবর ছড়িয়ে পড়তেই পশ্চিম মল্লিকপাড়ায় ভৈরবীর বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা ৷ অভিনন্দন জানান তাঁর পরিবারের সদস্যদের ৷

দারিদ্রের সঙ্গে লড়াই করে উঠে এসেছেন ভৈরবী ৷ বাবা উকিল রায় কৃষিকাজ করেন ৷ অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে সামান্য আয় মা প্রভাবতী রায়ের। ফলে অনেক কষ্টে বড় হয়েছেন ভৈরবী ৷ পড়াশোনার পাশাপাশি চালিয়ে গিয়েছেন খেলাধূলা ৷ পরে তিনি রেলে চাকরি পাওয়ায় সংসারের কিছুটা হাল ফেরে ৷

Bhairavi Roy
আগেও বিভিন্ন মঞ্চে পেয়েছেন সাফল্য

ফোনে ভৈরবী জানান, দুর্গাপুজোতে বাড়িতে থাকতে পারবেন না ৷ কলকাতায় সেই সময় প্রশিক্ষণ চলবে । কারণ তাঁর পরবর্তী লক্ষ্য ওপেন ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। এর আগে, পুনেতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি ৷

Bhairavi Roy
বাইচুং ভুটিয়ার সঙ্গে ভৈরবী

ধুপগুড়ি, 30 অগাস্ট : ন্যাশনাল ইন্টারস্টেট সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা পেলেন ধুপগুড়ির ভৈরবী রায়। ট্রিপল জাম্প বিভাগে সোনা জেতেন তিনি ৷ গতকাল সোনা জয়ের খবর ছড়িয়ে পড়তেই পশ্চিম মল্লিকপাড়ায় ভৈরবীর বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা ৷ অভিনন্দন জানান তাঁর পরিবারের সদস্যদের ৷

দারিদ্রের সঙ্গে লড়াই করে উঠে এসেছেন ভৈরবী ৷ বাবা উকিল রায় কৃষিকাজ করেন ৷ অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে সামান্য আয় মা প্রভাবতী রায়ের। ফলে অনেক কষ্টে বড় হয়েছেন ভৈরবী ৷ পড়াশোনার পাশাপাশি চালিয়ে গিয়েছেন খেলাধূলা ৷ পরে তিনি রেলে চাকরি পাওয়ায় সংসারের কিছুটা হাল ফেরে ৷

Bhairavi Roy
আগেও বিভিন্ন মঞ্চে পেয়েছেন সাফল্য

ফোনে ভৈরবী জানান, দুর্গাপুজোতে বাড়িতে থাকতে পারবেন না ৷ কলকাতায় সেই সময় প্রশিক্ষণ চলবে । কারণ তাঁর পরবর্তী লক্ষ্য ওপেন ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। এর আগে, পুনেতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি ৷

Bhairavi Roy
বাইচুং ভুটিয়ার সঙ্গে ভৈরবী
Intro:Body: ন্যাশনাল ইন্টারস্টেট সিনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সোনা এরাজ্যের।সোনা আনলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মল্লিকপাড়ার ভৈরবী রায়।বৃহস্পতিবার এই খবর আসতেই গ্রামে খুশির বাতাবরন তৈরি হয়েছে।ধূপগুড়ির পশ্চিম মল্লিকপাড়ায় ভৈরবী রায়ের পরিবারের লোকজনকে শুভেচ্ছা জানাতে ভিড় করছেন প্রতিবেশীরা।লখনউতে আয়োজিত ৫৯ তম ন্যাশনাল ইন্টার স্টেট সিনিয়ার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ট্রিপল জাম্প বিভাগে সোনা লাভ করেন রেলে কর্মরত ভৈরবী রায়। পুনেতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে চ্যাম্পিয়নশিপ খেলায় স্বর্নপদকের পর ফের সোনাজয়ী ভৈরবী দারিদ্রতার সঙ্গে লড়াই করে উঠে এসেছেন বলে জানা গিয়েছে তার প্রতিবেশীদের থেকে। বাবা উকিল রায় কৃষিকাজ করেন,অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করে সামান্য রোজগারে সংসার চালান মা প্রভাবতী রায়। পড়াশুনা ও খেলাধূলা করতে গিয়ে বাধা বিপত্তি থেকে জয় লাভ করতে হয়েছে।
তবে রেলে চাকরী পাওয়ার পর সংসারের খানিকটা সামঞ্জস্যতা এসেছে।নিজের প্রশিক্ষনের জন্য আর পরিবারকে চাপ নিতে হয় না। ভৈরবী নিজের আয়ের টাকা দিয়েই খরচ চালায় বলে জানিয়েছেন মামা বিকাশ রায়। ভৈরবীর স্পোর্টসের পদে পা বাড়ানো শিক্ষক হরিদাস রায়ের কাছে প্রশিক্ষনের মধ্যে দিয়ে। এদিন ফোনে ভৈরবী বলেন,আরো জয়ের আশা রয়েছে,তাই সামনে দুর্গাপুজোতে বাড়িতে থাকতে পারব না,কলকাতায় চলবে প্রশিক্ষন।পরবর্তী লক্ষ্য ওপেন ন্যাশনাল সিনিয়ার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ।


Attn: desk... All are file photoConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.