ETV Bharat / sports

East Bengal Club: 'সভ্য-সমর্থকদের অন্ধকারে রেখে ওদের ক্লাব হস্তান্তর হয়েছে', চুক্তি সেরে বাগানকে ঠুকলেন লাল-হলুদের নীতু - Debabrata Sarkar pokes Mohun Bagan officials

এবার দলগঠন । সামনেই ডার্বি আসছে যে ? এটিকে মোহনবাগান কর্তারা আবার পাঁচ গোল দেওয়ার হুমকি দিচ্ছেন । চুক্তি সই করে বাকযুদ্ধে সামিল লাল হলুদ। সঙ্গে কটাক্ষও । থেমে থাকলেন না ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar pokes Mohun Bagan officials) । মাঠের খেলা শুরু হতে বেশ কিছুটা দেরি ।

East Bengal Club
আমরা আইএসএলের দলের সঙ্গে যুক্ত হইনি নীতু সরকার
author img

By

Published : Aug 3, 2022, 2:48 PM IST

কলকাতা, 3 অগস্ট: এবার দলগঠন । সামনেই ডার্বি আসছে যে ? এটিকে মোহনবাগান কর্তারা আবার পাঁচ গোল দেওয়ার হুমকি দিচ্ছেন । চুক্তি সই করে বাকযুদ্ধে সামিল লাল হলুদ। সঙ্গে কটাক্ষও। থেমে থাকলেন না ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার । মাঠের খেলা শুরু হতে বেশ কিছুটা দেরি । তবে দুই কর্তার বাক্যবাণে ডার্বির মঞ্চ প্রায় তৈরি (Debabrata Sarkar pokes Mohun Bagan officials) ।

সামাজিক মাধ্যমেও লগ্নিকারীর সঙ্গে যুক্ত হওয়ার পরেও ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল নামে খেলা নিয়ে দুই প্রধানের সমর্থকদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে । যা সবুজ মেরুন সমর্থকদের 'রিমুভ এটিকে' আন্দোলনের পালে হাওয়া লাগাবে বলে মনে করা হচ্ছে ।

চুক্তি সইয়ের মঞ্চ থেকে ইস্টবেঙ্গল কর্তা বলেন, 'ডার্বি নিয়ে ভাবি না । মাঠে সব দেখা যাবে ।' এটিকে মোহনবাগান কর্তার পাঁচ গোলে হারানোর মন্তব্য নিয়ে কথা বলতে চাইলেন না দেবব্রত সরকার । তাঁর ছোট্ট উত্তর, ''সব কথার উত্তর দিতে নেই ।" তবে তিনি বলেন, ''ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল নামেই খেলবে । আমরা কোনও আইএসএল খেলা দলের সঙ্গে যুক্ত হইনি । আমাদের সঙ্গে ওদের পার্থক্য রয়েছে ।'' 28 অগস্ট মরশুমের প্রথম ডার্বি । অগস্ট ডুরান্ড কাপের ডার্বি হওয়ার কথা থাকলেও, দলগঠন না-হওয়ায় ডার্বি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল লাল-হলুদের পক্ষ থেকে । এই নিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়েছিল মোহনবাগান । বাগান কর্তারা বলেছিলেন পাঁচ গোলে হারাব । মঙ্গলবার তারই যেন পালটা দিলেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার ।

অন্য কোনও দলের নাম আগে বসিয়ে খেলতে হচ্ছে না আমাদের, বাগান কর্তাদের কটাক্ষের সুরে জানালেন নীতু

আরও পড়ুন: উন্মোচিত নয়া লোগো, ইমামির সঙ্গে বহু প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর লাল-হলুদের

ভিসা হয়ে গিয়েছে ৷ কয়েকদিনের মধ‍্যে শহরে চলে আসবেন হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন । আসন্ন মরশুমের জন‍্য যে তাদের দল গঠনে দেরি হয়েছে তা মেনে নিলেন ইমামি ইস্টবেঙ্গলের কর্তারাও । তবুও আশাবাদী তাঁরা । বললেন, দেরি হলেও, লড়াইয়ে আমরা তৈরি । ইমামি ইস্টবেঙ্গল কর্তা আদিত‍্য আগরওয়াল বলেন, "আমরা পিছিয়ে থেকে শুরু করছি এটা ঠিক । কিন্তু আমরা তৈরি । আমরা সেইভাবেই দল গড়ছি । প্রতিযোগিতায় আগে দৌড় শুরু করলেই যে প্রথম হয়ে যাবে তা নয়, আমরা ইতিবাচক ।"

দেবব্রত সরকার বলেন, ''কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ওপর পুরো ভরসা র‍য়েছে, সমর্থকরা হতাশ হবেন না । ভালো ফুটবলারই আসবে।'' সহকারী কোচ বিনো জর্জ বলেন, ''ডার্বি একটা ঐতিহ্যবাহী ম‍্যাচ। আমরা খুব তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করবো । সমর্থকদের কাছে অনুরোধ, আমাদের উপর আস্থা রাখুন ।''

কলকাতা, 3 অগস্ট: এবার দলগঠন । সামনেই ডার্বি আসছে যে ? এটিকে মোহনবাগান কর্তারা আবার পাঁচ গোল দেওয়ার হুমকি দিচ্ছেন । চুক্তি সই করে বাকযুদ্ধে সামিল লাল হলুদ। সঙ্গে কটাক্ষও। থেমে থাকলেন না ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার । মাঠের খেলা শুরু হতে বেশ কিছুটা দেরি । তবে দুই কর্তার বাক্যবাণে ডার্বির মঞ্চ প্রায় তৈরি (Debabrata Sarkar pokes Mohun Bagan officials) ।

সামাজিক মাধ্যমেও লগ্নিকারীর সঙ্গে যুক্ত হওয়ার পরেও ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল নামে খেলা নিয়ে দুই প্রধানের সমর্থকদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে । যা সবুজ মেরুন সমর্থকদের 'রিমুভ এটিকে' আন্দোলনের পালে হাওয়া লাগাবে বলে মনে করা হচ্ছে ।

চুক্তি সইয়ের মঞ্চ থেকে ইস্টবেঙ্গল কর্তা বলেন, 'ডার্বি নিয়ে ভাবি না । মাঠে সব দেখা যাবে ।' এটিকে মোহনবাগান কর্তার পাঁচ গোলে হারানোর মন্তব্য নিয়ে কথা বলতে চাইলেন না দেবব্রত সরকার । তাঁর ছোট্ট উত্তর, ''সব কথার উত্তর দিতে নেই ।" তবে তিনি বলেন, ''ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল নামেই খেলবে । আমরা কোনও আইএসএল খেলা দলের সঙ্গে যুক্ত হইনি । আমাদের সঙ্গে ওদের পার্থক্য রয়েছে ।'' 28 অগস্ট মরশুমের প্রথম ডার্বি । অগস্ট ডুরান্ড কাপের ডার্বি হওয়ার কথা থাকলেও, দলগঠন না-হওয়ায় ডার্বি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল লাল-হলুদের পক্ষ থেকে । এই নিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়েছিল মোহনবাগান । বাগান কর্তারা বলেছিলেন পাঁচ গোলে হারাব । মঙ্গলবার তারই যেন পালটা দিলেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার ।

অন্য কোনও দলের নাম আগে বসিয়ে খেলতে হচ্ছে না আমাদের, বাগান কর্তাদের কটাক্ষের সুরে জানালেন নীতু

আরও পড়ুন: উন্মোচিত নয়া লোগো, ইমামির সঙ্গে বহু প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর লাল-হলুদের

ভিসা হয়ে গিয়েছে ৷ কয়েকদিনের মধ‍্যে শহরে চলে আসবেন হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন । আসন্ন মরশুমের জন‍্য যে তাদের দল গঠনে দেরি হয়েছে তা মেনে নিলেন ইমামি ইস্টবেঙ্গলের কর্তারাও । তবুও আশাবাদী তাঁরা । বললেন, দেরি হলেও, লড়াইয়ে আমরা তৈরি । ইমামি ইস্টবেঙ্গল কর্তা আদিত‍্য আগরওয়াল বলেন, "আমরা পিছিয়ে থেকে শুরু করছি এটা ঠিক । কিন্তু আমরা তৈরি । আমরা সেইভাবেই দল গড়ছি । প্রতিযোগিতায় আগে দৌড় শুরু করলেই যে প্রথম হয়ে যাবে তা নয়, আমরা ইতিবাচক ।"

দেবব্রত সরকার বলেন, ''কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ওপর পুরো ভরসা র‍য়েছে, সমর্থকরা হতাশ হবেন না । ভালো ফুটবলারই আসবে।'' সহকারী কোচ বিনো জর্জ বলেন, ''ডার্বি একটা ঐতিহ্যবাহী ম‍্যাচ। আমরা খুব তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করবো । সমর্থকদের কাছে অনুরোধ, আমাদের উপর আস্থা রাখুন ।''

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.