ETV Bharat / sports

FIFA World Cup 2022: নমাক্কাল টু কাতার, পার্সেল দেড় কোটি ডিম ! - crores of eggs exported to qatar from namakkal

কাতারে এখন কাতারে কাতারে মানুষ থুড়ি ফুটবলপ্রেমী ৷ স্বাভাবিক ভাবে বেড়েছে খাবারের চাহিদা ৷ তার মধ্যে আছে ডিম ৷ কোথা থেকে ডিম যাচ্ছে মধ্যপ্রাচ্যে (eggs from Namakkal to Qatar) ?

FIFA World Cup
ETV Bharat
author img

By

Published : Nov 22, 2022, 7:41 AM IST

নমাক্কাল, 22 নভেম্বর: ফুটবল উন্মাদনার সঙ্গে ডিমের যোগ ! হ্যাঁ, কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে ৷ আর তাতে ডিমের চাহিদা তুঙ্গে ৷ এতটাই যে ভারতের 'ল্যান্ড অফ পোলট্রি' নমাক্কাল থেকে দেড় কোটি ডিম রফতানি করতে হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে (Egg Export From Namakkal to Qatar) ৷

দক্ষিণে তামিলনাড়ুর অন্তর্গত নমাক্কাল জেলা 'ল্যান্ড অফ পোলট্রি' (Land of Qatar) নামে পরিচিত ৷ এখানে পোলট্রি বিখ্যাত ৷ নমাক্কাল থেকে তামিলনাড়ু তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশ প্রধানত মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরান, ইরাক, ওমান বাহরিন এবং মলদ্বীপে ডিম রফতানি হয় ৷ প্রতি মাসে 2 কোটি ডিম যায় মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ৷ এর মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি ডিম আমদানি করে কাতার ৷

এখন কাতারে দুনিয়ার ফুটবলপ্রেমীদের ভিড় ৷ তাই খাবার-দাবারের চাহিদা কয়েকগুণ বেড়েছে ৷ তার মধ্যে অন্যতম ডিম ৷ প্রতি মাসে 50 লক্ষ ডিম রফতানি হত কাতারে (Namakkal to Qatar) ৷ 2022 সালের বিশ্বকাপ শুরুর পরে তিনবারে 1 কোটি 50 লক্ষ ডিম পাঠাতে হয়েছে, জানিয়েছে রফতানিকারক সংস্থা ৷

আরও পড়ুন: কাতারের রেশ কলকাতায়, উন্মাদনা জাগাতে তৈরি বিশ্বকাপ মিষ্টি

নমাক্কালের এক ডিম রফতানিকারক আবদুল রহমান বলেন, "মধ্যপ্রাচ্যে কাতার অন্যতম দেশ, যেখানে নমাক্কাল থেকে ডিম রফতানি হয় ৷ এখন, 4 বছর অন্তর ফুটবল উৎসব হচ্ছে সেখানে ৷" সারা দুনিয়ার লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী জড়ো হয়েছেন কাতারে ৷ এর ফলে খাবার মজুত করতে হচ্ছে, বিশেষত ডিম ৷ তিনি জানান, গত এক মাসে কাতারে সাধারণ সময়ের তুলনায় তিনগুণ ডিম রফতানি করতে হয়েছে ৷

নমাক্কাল থেকে প্রতি মাসে প্রায় 2 কোটি ডিম রফতানি হত আরব আমির শাহি, ওমান, কাতার, বাহরিন এবং মলদ্বীপে ৷ এখন তা পৌঁছেছে 4 কোটিতে ৷ কাতারে ফি মাসে 50 লক্ষ ডিম পাঠাতে হত ৷ এখন সেই সংখ্যা 1 কোটি 50 লক্ষতে উঠেছে ৷ প্রতি মাসে 10টি কনটেনারের জায়গায় বর্তমানে 30টি কনটেনার পাঠাতে হচ্ছে বলে জানালেন রহমান ৷

18 নভেম্বর বিশ্বকাপ ফুটবলের সূচনা হয়েছে ৷ শেষ হবে 18 ডিসেম্বর ৷ শুরুতেই ভারত থেকে দেড় কোটি ডিম পৌঁছেছে কাতারে ৷ মাসখানেকের সামান্য কম সময় হাতে আছে ৷ কাতারে কাতারে কত ডিম পাড়ি দেবে বিশ্বকাপ ফুটবলকে চাঙ্গা করতে ?

নমাক্কাল, 22 নভেম্বর: ফুটবল উন্মাদনার সঙ্গে ডিমের যোগ ! হ্যাঁ, কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে ৷ আর তাতে ডিমের চাহিদা তুঙ্গে ৷ এতটাই যে ভারতের 'ল্যান্ড অফ পোলট্রি' নমাক্কাল থেকে দেড় কোটি ডিম রফতানি করতে হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে (Egg Export From Namakkal to Qatar) ৷

দক্ষিণে তামিলনাড়ুর অন্তর্গত নমাক্কাল জেলা 'ল্যান্ড অফ পোলট্রি' (Land of Qatar) নামে পরিচিত ৷ এখানে পোলট্রি বিখ্যাত ৷ নমাক্কাল থেকে তামিলনাড়ু তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশ প্রধানত মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরান, ইরাক, ওমান বাহরিন এবং মলদ্বীপে ডিম রফতানি হয় ৷ প্রতি মাসে 2 কোটি ডিম যায় মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ৷ এর মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি ডিম আমদানি করে কাতার ৷

এখন কাতারে দুনিয়ার ফুটবলপ্রেমীদের ভিড় ৷ তাই খাবার-দাবারের চাহিদা কয়েকগুণ বেড়েছে ৷ তার মধ্যে অন্যতম ডিম ৷ প্রতি মাসে 50 লক্ষ ডিম রফতানি হত কাতারে (Namakkal to Qatar) ৷ 2022 সালের বিশ্বকাপ শুরুর পরে তিনবারে 1 কোটি 50 লক্ষ ডিম পাঠাতে হয়েছে, জানিয়েছে রফতানিকারক সংস্থা ৷

আরও পড়ুন: কাতারের রেশ কলকাতায়, উন্মাদনা জাগাতে তৈরি বিশ্বকাপ মিষ্টি

নমাক্কালের এক ডিম রফতানিকারক আবদুল রহমান বলেন, "মধ্যপ্রাচ্যে কাতার অন্যতম দেশ, যেখানে নমাক্কাল থেকে ডিম রফতানি হয় ৷ এখন, 4 বছর অন্তর ফুটবল উৎসব হচ্ছে সেখানে ৷" সারা দুনিয়ার লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী জড়ো হয়েছেন কাতারে ৷ এর ফলে খাবার মজুত করতে হচ্ছে, বিশেষত ডিম ৷ তিনি জানান, গত এক মাসে কাতারে সাধারণ সময়ের তুলনায় তিনগুণ ডিম রফতানি করতে হয়েছে ৷

নমাক্কাল থেকে প্রতি মাসে প্রায় 2 কোটি ডিম রফতানি হত আরব আমির শাহি, ওমান, কাতার, বাহরিন এবং মলদ্বীপে ৷ এখন তা পৌঁছেছে 4 কোটিতে ৷ কাতারে ফি মাসে 50 লক্ষ ডিম পাঠাতে হত ৷ এখন সেই সংখ্যা 1 কোটি 50 লক্ষতে উঠেছে ৷ প্রতি মাসে 10টি কনটেনারের জায়গায় বর্তমানে 30টি কনটেনার পাঠাতে হচ্ছে বলে জানালেন রহমান ৷

18 নভেম্বর বিশ্বকাপ ফুটবলের সূচনা হয়েছে ৷ শেষ হবে 18 ডিসেম্বর ৷ শুরুতেই ভারত থেকে দেড় কোটি ডিম পৌঁছেছে কাতারে ৷ মাসখানেকের সামান্য কম সময় হাতে আছে ৷ কাতারে কাতারে কত ডিম পাড়ি দেবে বিশ্বকাপ ফুটবলকে চাঙ্গা করতে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.