ETV Bharat / sports

Most International Appearances by CR7: আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড রোনাল্ডোর - CR7

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার কীর্তি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Most International Appearances by CR7) ৷ আর এই ম্যাচে জোড়া গোল করে পর্তুগালকে 4-0 স্কোরে ম্যাচ জিততে সাহায্যও করলেন সিআর সেভেন ৷

Most International Appearances by CR7 ETV BHARAT
Most International Appearances by CR7
author img

By

Published : Mar 24, 2023, 1:35 PM IST

Updated : Mar 24, 2023, 6:35 PM IST

লিসবন, 24 মার্চ: শেষবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন পর্তুগালের জার্সিতে ৷ এরপর ভারতীয় সময় বৃহস্পতিবার মাঝরাতে ফের আন্তর্জাতিক ম্যাচ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সেই সঙ্গে বিশ্ব ফুটবলে জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পর্তুগিজ মহাতারকা (Cristiano Ronaldo Sets New Record for Most International Appearances) ৷ ইউরো কাপ কোয়ালিফায়ারে লিচেনস্টাইনের বিরুদ্ধে 197 তম ম্যাচ খেলেছেন রোনাল্ডো ৷ গত 10 ডিসেম্বর বিশ্বকাপ কোয়ার্টারে নামার পর কুতেয়ের বদর আল-মুতাওয়ার সঙ্গে একসারিতে ছিলেন তিনি ৷ এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোলও করেছেন সিআর সেভেন ৷ লিসবনে ঘরের মাঠে গ্রুপ জে-র প্রথম ম্যাচ 4-0 গোলে জিতেছে পর্তুগাল ৷

24 মার্চ বৃহস্পতিবার থেকে ইউরো কাপ 2024-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হয়েছে ৷ ফার্নান্দো স্যান্টোস দায়িত্ব ছাড়ার পর এই ম্যাচে পর্তুগালের নতুন কোচ ছিলেন রোবের্তো মার্তিনেজ ৷ গ্রুপ জে-র প্রথম ম্যাচে শুরু থেকেই তিনি রোনাল্ডোকে খেলিয়েছিলেন ৷ ম্যাচের 51 ও 63 মিনিটে জোড়া গোলও করেন সিআর সেভেন ৷ কিন্তু, তাঁকে 78 মিনিটে মাঠ থেকে তুলে নেন মার্তিনেজ ৷ উল্লেখ্য, সাম্প্রতিককালে রোনাল্ডোকে মাঠে থেকে তুলে নেওয়াকে কেন্দ্র করেই ম্যাঞ্চেস্টার উইনাইটেড এবং জাতীয় দলে স্যান্টোসের সঙ্গে সম্পর্কের অবনতি হয় তাঁর ৷ কিন্তু, বিশ্বকাপের পর প্রথম ম্যাচেও সেটাই করেছেন রোবের্তো ৷

  • Sensações tão boas por voltar a jogar e marcar pela nossa Seleção e num estádio especial para mim. Orgulhoso por ser o jogador mais internacional de sempre.🙌🏽🇵🇹 pic.twitter.com/a6XcSEqLSE

    — Cristiano Ronaldo (@Cristiano) March 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, এর জন্য মাঠে কোনও অসন্তোষ প্রকাশ করেননি রোনাল্ডো ৷ দুর্বল প্রতিপক্ষ লিচেনস্টাইনের বিরুদ্ধে ম্যাচের 8 মিনিটে জোয়াও চ্যান্সেলোর গোলে এগিয়ে যায় পোর্তুগাল ৷ এর পর দ্বিতীয়ার্ধের শুরুতে 47 মিনিটে বেনার্ডো সিলভা পর্তুগিজদের 2-0 ব্যবধানে এগিয়ে দেন ৷ ম্যাচের 51 মিনিটে রোনাল্ডো পেনাল্টি থেকে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের 119 নম্বর গোলটি করেন ৷ 63 মিনিটে রোনাল্ডোর দ্বিতীয় গোলে 4-0 করে পর্তুগাল ৷ এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা 120 ৷ ইউরো কোয়ালিফায়ারে গ্রুপ জে-তে পর্তুগাল 1 নম্বরে রয়েছে ৷

আরও পড়ুন: ইউরো কাপে রোবের্তো মার্তিনেজের পর্তুগালে সিআর 7

2021 সালে রোনাল্ডো তাঁর প্রাক্তন ক্লাব সতীর্থ স্পেনের সের্জিও রামোসকে ছাপিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার তালিকায় 2 নম্বরে উঠে এসেছিলেন ৷ এরপর ধীরে ধীরে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার দিকে এগোচ্ছিলেন ৷ মনে করা হয়েছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল জিতে পোর্তুগাল সেমিফাইনালে উঠলে রোনাল্ডোর সেই রেকর্ড গড়বেন ৷ কিন্তু, মরক্কর বিরুদ্ধে 0-1 গোলে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় পর্তুগালকে ৷

লিসবন, 24 মার্চ: শেষবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন পর্তুগালের জার্সিতে ৷ এরপর ভারতীয় সময় বৃহস্পতিবার মাঝরাতে ফের আন্তর্জাতিক ম্যাচ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সেই সঙ্গে বিশ্ব ফুটবলে জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন পর্তুগিজ মহাতারকা (Cristiano Ronaldo Sets New Record for Most International Appearances) ৷ ইউরো কাপ কোয়ালিফায়ারে লিচেনস্টাইনের বিরুদ্ধে 197 তম ম্যাচ খেলেছেন রোনাল্ডো ৷ গত 10 ডিসেম্বর বিশ্বকাপ কোয়ার্টারে নামার পর কুতেয়ের বদর আল-মুতাওয়ার সঙ্গে একসারিতে ছিলেন তিনি ৷ এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোলও করেছেন সিআর সেভেন ৷ লিসবনে ঘরের মাঠে গ্রুপ জে-র প্রথম ম্যাচ 4-0 গোলে জিতেছে পর্তুগাল ৷

24 মার্চ বৃহস্পতিবার থেকে ইউরো কাপ 2024-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হয়েছে ৷ ফার্নান্দো স্যান্টোস দায়িত্ব ছাড়ার পর এই ম্যাচে পর্তুগালের নতুন কোচ ছিলেন রোবের্তো মার্তিনেজ ৷ গ্রুপ জে-র প্রথম ম্যাচে শুরু থেকেই তিনি রোনাল্ডোকে খেলিয়েছিলেন ৷ ম্যাচের 51 ও 63 মিনিটে জোড়া গোলও করেন সিআর সেভেন ৷ কিন্তু, তাঁকে 78 মিনিটে মাঠ থেকে তুলে নেন মার্তিনেজ ৷ উল্লেখ্য, সাম্প্রতিককালে রোনাল্ডোকে মাঠে থেকে তুলে নেওয়াকে কেন্দ্র করেই ম্যাঞ্চেস্টার উইনাইটেড এবং জাতীয় দলে স্যান্টোসের সঙ্গে সম্পর্কের অবনতি হয় তাঁর ৷ কিন্তু, বিশ্বকাপের পর প্রথম ম্যাচেও সেটাই করেছেন রোবের্তো ৷

  • Sensações tão boas por voltar a jogar e marcar pela nossa Seleção e num estádio especial para mim. Orgulhoso por ser o jogador mais internacional de sempre.🙌🏽🇵🇹 pic.twitter.com/a6XcSEqLSE

    — Cristiano Ronaldo (@Cristiano) March 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, এর জন্য মাঠে কোনও অসন্তোষ প্রকাশ করেননি রোনাল্ডো ৷ দুর্বল প্রতিপক্ষ লিচেনস্টাইনের বিরুদ্ধে ম্যাচের 8 মিনিটে জোয়াও চ্যান্সেলোর গোলে এগিয়ে যায় পোর্তুগাল ৷ এর পর দ্বিতীয়ার্ধের শুরুতে 47 মিনিটে বেনার্ডো সিলভা পর্তুগিজদের 2-0 ব্যবধানে এগিয়ে দেন ৷ ম্যাচের 51 মিনিটে রোনাল্ডো পেনাল্টি থেকে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের 119 নম্বর গোলটি করেন ৷ 63 মিনিটে রোনাল্ডোর দ্বিতীয় গোলে 4-0 করে পর্তুগাল ৷ এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা 120 ৷ ইউরো কোয়ালিফায়ারে গ্রুপ জে-তে পর্তুগাল 1 নম্বরে রয়েছে ৷

আরও পড়ুন: ইউরো কাপে রোবের্তো মার্তিনেজের পর্তুগালে সিআর 7

2021 সালে রোনাল্ডো তাঁর প্রাক্তন ক্লাব সতীর্থ স্পেনের সের্জিও রামোসকে ছাপিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার তালিকায় 2 নম্বরে উঠে এসেছিলেন ৷ এরপর ধীরে ধীরে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার দিকে এগোচ্ছিলেন ৷ মনে করা হয়েছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল জিতে পোর্তুগাল সেমিফাইনালে উঠলে রোনাল্ডোর সেই রেকর্ড গড়বেন ৷ কিন্তু, মরক্কর বিরুদ্ধে 0-1 গোলে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় পর্তুগালকে ৷

Last Updated : Mar 24, 2023, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.