ম্যাঞ্চেস্টার, 9 মে : দোটানায় পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ঘটা করে চলতি মরসুমের শুরুতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রত্যাবর্তন করলেও মরসুম শেষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাফল্যের ভাঁড়ার শূন্য ৷ এমনকী আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জনেও ব্যর্থ হয়েছে ক্লাব ৷ নিজে গোলের মধ্যে থাকলেও তাই আগামী মরসুমে লাল ম্যাঞ্চেস্টারে থাকা নিয়ে দ্বিধাগ্রস্ত গ্রহের অন্যতম সেরা ফুটবলার ৷ আগামী মরসুমে ক্রিশ্চিয়ানো ওল্ড ট্র্যাফোর্ডে থেকে গেলে 20 মরসুম পর রোনাল্ডোকে ছাড়া অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ ৷ তাই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে স্যার অ্যালেক্স ফার্গুসনের দ্বারস্থ রোনাল্ডো (Cristiano Ronaldo meets Alex Ferguson to decide his future at Old Trafford) ৷
চেশায়ারে স্যার ফার্গুসনের কাছাকাছিই থাকেন রোনাল্ডো ৷ দু'জনের বাড়িতেই বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে বলে খবর ৷ কিশোর রোনাল্ডোকে গ্রহের সেরা ফুটবলার তৈরি করার পিছনে 'ফার্গি'-র অবদান আজীবন মনে রাখবে ফুটবল বিশ্ব ৷ এমনকী জুভেন্তাস থেকে ক্রিশ্চিয়ানোকে পুনরায় ম্যান ইউ-তে ফিরিয়ে আনতে ফার্গুসনেই আস্থা রেখেছিল ম্যানেজমেন্ট ৷ তাই সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা রোনাল্ডো ফের দ্বারস্থ হয়েছেন তাঁর ফাদার ফিগারের ৷
2021-22 মরসুমের শুরুতে দু'বছরের জন্য 'রেড ডেভিলস'-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন পর্তুগিজ তারকা ৷ কিন্তু তাঁর চাহিদা খুব স্পষ্ট ছিল ৷ প্রত্যাবর্তনে পুরনো ক্লাবের হয়ে ট্রফি জিততে মুখিয়ে ছিলেন ক্রিশ্চিয়ানো ৷ কিন্তু প্রথম মরসুমে সেই স্বপ্ন ব্যাপকভাবে ধাক্কা খেতেই ওল্ড ট্র্যাফোর্ডে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলস্কোরারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে ৷
আরও পড়ুন : 4.25 বিলিয়ন পাউন্ডে চেলসি কিনছেন মার্কিন ধনকুবের, কে এই টড বোহেলি?
দল সাফল্য না-পেলেও 37 ম্যাচে 24 গোল করে ছন্দেই রয়েছেন ক্রিশ্চিয়ানো ৷ অর্থাৎ, তিনি না-থাকলে ম্যান ইউ'য়ের অবস্থা আরও সঙ্গীন হতে পারত, তা বলাই যায় ৷ আপাতত এক ম্যাচ হাতে থাকা অবস্থায় 58 পয়েন্ট নিয়ে প্রিমিয়র লিগে ছ'য়ে অবস্থান করছে ম্যান ইউ ৷ শেষ ম্যাচে জয় না-পেলে আগামী বছর ইউরোপা লিগে অংশগ্রহণ থেকেও বঞ্চিত হওয়ার সম্ভাবনা তাদের ৷ এমন সময় স্যার ফার্গুসনের সঙ্গে আলোচনার পর আগামী মরসুম নিয়ে ক্রিশ্চিয়ানোর সিদ্ধান্ত কোনদিকে বাঁক নেয়, তা জানতেই মুখিয়ে ফুটবল জনতা ৷