ETV Bharat / sports

স্থিতিশীল করোনা আক্রান্ত মিলখা সিং - milkha singh is stable and better

করোনা আক্রান্ত হয়ে চণ্ডীগড়ের একটি কোভিড হাসপাতালে ভরতি হয়েছিলেন মিলখা সিং ৷ 3 মে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় ৷ ভরতি হওয়ার সময় তাঁর শারীরিক অবস্থা যেমন ছিল, তার থেকে অবস্থা এখন অনেকটাই ভাল আছেন তিনি ৷

সুস্থ এবং স্থিতিশীল আছেন মিলখা সিং
সুস্থ এবং স্থিতিশীল আছেন মিলখা সিং
author img

By

Published : Jun 6, 2021, 10:18 AM IST

চণ্ডীগড়, 4 জুন : আপাতত সুস্থ আছেন করোনা আক্রান্ত কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং ৷ শনিবার হাসপাতালের তরফ থেকে জানানো হয়, গতকালের থেকে ভাল আছেন তিনি ৷ তবে এখনও পর্যন্ত অক্সিজেন সাপোর্টেই আছেন তিনি ৷ 91 বছরের কিংবদন্তি স্প্রিন্টারকে তত্ত্বাবধানের জন্য তিন চিকিৎসকের দল গঠন হয়েছে ৷

করোনা আক্রান্ত হয়ে চণ্ডীগড়ের একটি কোভিড হাসপাতালে ভরতি হন মিলখা সিং ৷ 3 জুন তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় ৷ ভরতি হওয়ার সময় তাঁর শারীরিক অবস্থা যেমন ছিল, তার থেকে এখন অনেক ভাল আছেন তিনি ৷ তাঁর শারীরিক অবস্থারও উন্নতি ঘটেছে ৷ শনিবার সকাল থেকে মিলখা সিংয়ের বিষয়ে বেশ কিছু দুঃসংবাদ রটে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ যার তীব্র সমালোচনা করে, ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু টুইট করেন ৷ টুইটে তিনি লেখেন, ভুয়ো খবর ছড়াবেন না ৷ মিলখা সিংজি ভারতের গর্ব ৷ তিনি স্থিতিশীল আছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন ৷ উল্লেখ্য একই হাসপাতালে ভর্তি রয়েছেন মিলখার 82 বছরের স্ত্রী নির্মল কউর ৷

আরও পড়ুন : Milkha Singh : মিলখার সঙ্গে ফোনে কথা মোদির

দেশের এই অন্যতম সেরা স্প্রিন্টারের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা ৷ অন্যদিকে বাবার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে সংযুক্ত আরব আমিরশাহি থেকে তড়িঘড়ি ফিরে আসেন জীব মিলখা সিং ৷ তাঁর কথায়, "বাবা মানসিকভাবে ভীষণ শক্ত এবং ইতিবাচক মানুষ ৷ আমার আশা উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ৷"

চণ্ডীগড়, 4 জুন : আপাতত সুস্থ আছেন করোনা আক্রান্ত কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং ৷ শনিবার হাসপাতালের তরফ থেকে জানানো হয়, গতকালের থেকে ভাল আছেন তিনি ৷ তবে এখনও পর্যন্ত অক্সিজেন সাপোর্টেই আছেন তিনি ৷ 91 বছরের কিংবদন্তি স্প্রিন্টারকে তত্ত্বাবধানের জন্য তিন চিকিৎসকের দল গঠন হয়েছে ৷

করোনা আক্রান্ত হয়ে চণ্ডীগড়ের একটি কোভিড হাসপাতালে ভরতি হন মিলখা সিং ৷ 3 জুন তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় ৷ ভরতি হওয়ার সময় তাঁর শারীরিক অবস্থা যেমন ছিল, তার থেকে এখন অনেক ভাল আছেন তিনি ৷ তাঁর শারীরিক অবস্থারও উন্নতি ঘটেছে ৷ শনিবার সকাল থেকে মিলখা সিংয়ের বিষয়ে বেশ কিছু দুঃসংবাদ রটে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ যার তীব্র সমালোচনা করে, ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু টুইট করেন ৷ টুইটে তিনি লেখেন, ভুয়ো খবর ছড়াবেন না ৷ মিলখা সিংজি ভারতের গর্ব ৷ তিনি স্থিতিশীল আছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন ৷ উল্লেখ্য একই হাসপাতালে ভর্তি রয়েছেন মিলখার 82 বছরের স্ত্রী নির্মল কউর ৷

আরও পড়ুন : Milkha Singh : মিলখার সঙ্গে ফোনে কথা মোদির

দেশের এই অন্যতম সেরা স্প্রিন্টারের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা ৷ অন্যদিকে বাবার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে সংযুক্ত আরব আমিরশাহি থেকে তড়িঘড়ি ফিরে আসেন জীব মিলখা সিং ৷ তাঁর কথায়, "বাবা মানসিকভাবে ভীষণ শক্ত এবং ইতিবাচক মানুষ ৷ আমার আশা উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.