চণ্ডীগড়, 4 জুন : শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ৷ করোনা মুক্ত হওয়ার আগে তাঁকে বাড়িতে নিয়ে এসেছিল পরিবারের সদস্যরা ৷ কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ফের হাসপাতালে ভর্তি করতে হল দেশের এই কিংবদন্তি স্প্রিন্টারকে ৷
চণ্ডীগড়ের একটি কোভিড হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি ৷ অক্সিজেন সাপোর্ট রাখা হয়েছে তাঁকে ৷ হাসপাতালে সূত্রে খবর, বর্তমানে মিলখা সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ একই হাসপাতালে ভর্তি রয়েছেন মিলখার 82 বছরের স্ত্রী নির্মল কউর ৷ অক্সিজেন লেভেল কম থাকায় গত শনিবার তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় ৷ গত সপ্তাহে মিলখা সিং ও তাঁর স্ত্রী উভয়েই করোনা আক্রান্ত হন ৷ দুজনই কোভিড নিউমোনিয়ায় ভুগছেন ৷ প্রথমে বাড়িতে চিকিৎসা চললেও পরে মোহালির একটি হাসপাতালে ভর্তি করা হয় মিলখা সিংকে ৷ গত রবিবার সং পরিবারের অনুরোধে তাঁকে বাড়ি ফেরানো হয়েছিল ৷
আরও পড়ুন : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সোনা জয়ী হকি দলের প্রাক্তন খেলোয়াড়
দেশের এই অন্যতম সেরা স্প্রিন্টারের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা ৷ হাসপাতাল থেকে মিলখা বাড়ি ফেরায় অনুরাগীরা অনেকটাই আশ্বস্ত হয়েছিলেন ৷ কিন্তু ফের তাঁর শারীরিক অব্থার অবনতিতে প্রার্থনা করছে মিলখার ভক্তরা ৷ এদিকে বাবার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তড়িঘড়ি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরে এসেছেন জীব মিলখা সিং ৷ তিনি বলেছেন, "বাবা মানসিকভাবে ভীষণ শক্ত এবং ইতিবাচক মানুষ ৷ আমার আশা উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ৷"