ETV Bharat / sports

বিশ্বকাপে সোনা জয় দীপিকা ও অতনুর - বিশ্বকাপে সোনা জয়

বিশ্বের প্রাক্তন একনম্বর তারকা দীপিকা হারান মেসিক্সোর অ্যালেজান্দ্রা ভেলেন্সিয়াকে ৷ খেলার ফলাফল 7-3 ৷ এই নিয়ে দীপিকার বিশ্বকাপে তৃতীয় সোনা জয় ৷

সোনা জয় দীপিকা ও অতনু দম্পতির
সোনা জয় দীপিকা ও অতনু দম্পতির
author img

By

Published : Apr 26, 2021, 6:55 PM IST

নয়া দিল্লি, 26 এপ্রিল : তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ 1- এ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন অতনু দাস ও দীপিকা কুমারী ৷ গত বছর 30 জুন বিবাহ করেন এই তিরন্দাজ জুটি ৷ এই সোনা জয়ের পর দু’জনই তিরন্দাজি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন ৷

বিশ্বের প্রাক্তন একনম্বর তারকা দীপিকা হারান মেসিক্সোর অ্যালেজান্দ্রা ভেলেন্সিয়াকে ৷ খেলার ফলাফল 7-3 ৷ এই নিয়ে দীপিকার বিশ্বকাপে তৃতীয় সোনা জয় ৷ অন্যদিকে অতনু দাস হারালেন বিশ্বকাপে অভিষেককারী স্প্যানিশ তিরন্দাজ ড্য়ানিয়েল কাস্ত্রোকে ৷ খেলার ফলাফল 6-4 ৷ এটাই অতনুর বিশ্বকাপে প্রথম সোনা জয় ৷

জয়ের পর অতনু বলেন, ‘‘আমরা একসঙ্গে ভ্রমণ করি ৷ একসঙ্গে ট্রেনিং করি ৷ একসঙ্গে প্রতিযোগিতায় অংশ নিই ও একসঙ্গে জিতি ৷ ও জানে আমার কী পছন্দ ৷ এবং আমি জানি ও কী চায় ৷’’

প্রায় দুই বছর পর ফিরে এটাই ভারতের বিশ্বকাপে সেরা ফিনিশ ৷ বিশ্বকাপে একটি দলগত সোনা ও দুটি ব্যক্তিগত সোনা জয় করে ভারত ৷

আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন কামিন্স, দান করলেন 50 হাজার ডলার

জয়ের পর দীপিকা বলেন, ‘‘ আমি খুশি ছিলাম, আবার নার্ভাসও ছিলাম ৷ এটা আমাকে আত্মবিশ্বাস দেবে ৷ এবং ভবিষ্যতে আরও ভাল পারফর্ম করতে সাহায্য করবে ৷’’

নয়া দিল্লি, 26 এপ্রিল : তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ 1- এ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন অতনু দাস ও দীপিকা কুমারী ৷ গত বছর 30 জুন বিবাহ করেন এই তিরন্দাজ জুটি ৷ এই সোনা জয়ের পর দু’জনই তিরন্দাজি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন ৷

বিশ্বের প্রাক্তন একনম্বর তারকা দীপিকা হারান মেসিক্সোর অ্যালেজান্দ্রা ভেলেন্সিয়াকে ৷ খেলার ফলাফল 7-3 ৷ এই নিয়ে দীপিকার বিশ্বকাপে তৃতীয় সোনা জয় ৷ অন্যদিকে অতনু দাস হারালেন বিশ্বকাপে অভিষেককারী স্প্যানিশ তিরন্দাজ ড্য়ানিয়েল কাস্ত্রোকে ৷ খেলার ফলাফল 6-4 ৷ এটাই অতনুর বিশ্বকাপে প্রথম সোনা জয় ৷

জয়ের পর অতনু বলেন, ‘‘আমরা একসঙ্গে ভ্রমণ করি ৷ একসঙ্গে ট্রেনিং করি ৷ একসঙ্গে প্রতিযোগিতায় অংশ নিই ও একসঙ্গে জিতি ৷ ও জানে আমার কী পছন্দ ৷ এবং আমি জানি ও কী চায় ৷’’

প্রায় দুই বছর পর ফিরে এটাই ভারতের বিশ্বকাপে সেরা ফিনিশ ৷ বিশ্বকাপে একটি দলগত সোনা ও দুটি ব্যক্তিগত সোনা জয় করে ভারত ৷

আরও পড়ুন : ভারতের করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন কামিন্স, দান করলেন 50 হাজার ডলার

জয়ের পর দীপিকা বলেন, ‘‘ আমি খুশি ছিলাম, আবার নার্ভাসও ছিলাম ৷ এটা আমাকে আত্মবিশ্বাস দেবে ৷ এবং ভবিষ্যতে আরও ভাল পারফর্ম করতে সাহায্য করবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.