ETV Bharat / sports

Stephen Constantine: বাইচুং-দেবজিৎদের মতো সাহসী ফুটবলের অভাব এই ইস্টবেঙ্গলে, বলছেন কনস্ট্যানটাইন - Stephen Constantine

দলে অকুতোভয় মানসিকতার খোঁজে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine) ৷ কঠিন পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার লোক খুঁজছেন তিনি এবং সেটা বেঙ্গালুরু এফসি ম্যাচের আগেই পেতে চান।

Stephen Constantine
বাইচুং-দেবজিৎদের সাহসী ফুটবলের অভাব এই ইস্টবেঙ্গলে, বলছেন কনস্ট্যানটাইন
author img

By

Published : Nov 6, 2022, 9:41 PM IST

কলকাতা, 6 নভেম্বর: পুরনো ছাত্রদের অকুতোভয় মানসিকতার খোঁজে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine) ৷ কঠিন পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার লোক খুঁজছেন তিনি এবং সেটা বেঙ্গালুরু এফসি ম্যাচের আগেই পেতে চান। ডার্বির পর চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধেও হার । কারণ যদি খুঁজতে হয় তবে দেখা যাবে, একাধিক সুযোগ নষ্টই লাল-হলুদের হারের অন্যতম প্রধান কারণ । তাই হতাশ ব্রিটিশ কোচ ৷ পাঁচ ম্যাচে মাত্র একটা জয় হতাশ করেছে সমর্থকদের । চেন্নাইয়িন ম্যাচের পর আরও জোরালো হয়েছে বিদেশি বদলানোর দাবি । যদিও এখনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ ইস্টবেঙ্গল কোচ ।

কনস্ট্যান্টাইনের মতে, ফুটবলাররা শিশুসুলভ ভুল করছে । গত চার ম্যাচের তিনটিতে হারলেও উন্নতি হয়েছিল । এবার ভুলের ধাক্কা জোরালো হয়েছে । দলের খেলার সামগ্রিক মান খারাপ হয়েছে । এই সমস্যা দূর করতে পরিশ্রমই একমাত্র পথ বলে মনে করেন ক্লেইটন । স্টিফেন কনস্ট্যানটাইন বলেন, "আমি এখানে অজুহাত দিতে আসিনি । আমরা প্রতিটি ম্যাচে দু-তিনটে গোলের সুযোগ পেয়েছি । তার মধ্যে একটাও কাজে লাগাতে পারলে খেলার ছবি অন্য হত ।" কোচের হাহাকারে লাল-হলুদে এখন সংশোধন পর্ব শুরু হয়েছে । ক্লেইটন সিলভা এবং জর্ডান দোহার্তি ছাড়া বাকি তিন ফুটবলার ইভান গঞ্জালেস, এলিয়ান্দ্রো, অ্যালেক্স লিমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে । বিশেষ করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার কবে ফিট হয়ে 90 মিনিট খেলবেন, তা কোচও বলতে পারছেন না।

গোল নষ্ট নিয়ে লাল-হলুদ কোচ বলেন, "আমি জানি না এই প্রশ্নের কী উত্তর দেব। অনুশীলনে আমরা যথেষ্ট পরিশ্রম করি। একেকটা মুভের ক্ষেত্রে দু-তিনবার করে অনুশীলন করানো হয়, যেখানে গোলরক্ষককে রাখা হয়। তারপরেও যদি এই সব ভুল হয়, তা হলে তা খুবই হতাশাজনক। আমরা যদি সুযোগ তৈরি করতে না পারতাম, তা হলে আমি আরও চিন্তিত হতাম। কিন্তু সেটা তো হচ্ছে না। জেতা ম্যাচ হেরে যাচ্ছি । তবে এই নিয়ে আর এখন ভাবতে চাই না । এখন পরবর্তী ম‍্যাচ বেঙ্গালুরু এফসি । বিএফসির ম্যাচের প্রস্তুতি শুরু করেছি । সেই ম‍্যাচে ভুলগুলো শুধরানোর চেষ্টা করতে হবে।"

আরও পড়ুন: মারিনা মাচানসে পরাজিত লাল-হলুদ, গোল করে নারী আন্দোলনের বার্তা ইরানি ভাফা'র

জাতীয় দলের কোচ থাকাকালীন স্টিফেনের দলে বাইচুং, বিজয়ন, রেনেডি, দেবজিৎ, আলভিটোদের মত ফুটবলাররা ছিলেন যারা মাঠে কঠিন সময়ে দলকে নেতৃত্ব দিতেন। ইস্টবেঙ্গলের ডাগআউটে বসে সেইসব ফুটবলারের অভাব বোধ করছেন ব্রিটিশ কোচ (Constantine is looking forward for players like Bhaichung-Renedy in EB)। যারা শুধু ফুটবল দক্ষতায় নন, মানসিকতাতেও সাহসী হবেন। পরিশ্রম করলেই হবে না । মানসিকতার বদল দরকার । সেই জন্য দ্রুত নতুন ফুটবলার খুঁজছেন, যারা দক্ষতা এবং মানসিকতায় দলকে নেতৃত্ব দেবেন।

কলকাতা, 6 নভেম্বর: পুরনো ছাত্রদের অকুতোভয় মানসিকতার খোঁজে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine) ৷ কঠিন পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার লোক খুঁজছেন তিনি এবং সেটা বেঙ্গালুরু এফসি ম্যাচের আগেই পেতে চান। ডার্বির পর চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধেও হার । কারণ যদি খুঁজতে হয় তবে দেখা যাবে, একাধিক সুযোগ নষ্টই লাল-হলুদের হারের অন্যতম প্রধান কারণ । তাই হতাশ ব্রিটিশ কোচ ৷ পাঁচ ম্যাচে মাত্র একটা জয় হতাশ করেছে সমর্থকদের । চেন্নাইয়িন ম্যাচের পর আরও জোরালো হয়েছে বিদেশি বদলানোর দাবি । যদিও এখনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ ইস্টবেঙ্গল কোচ ।

কনস্ট্যান্টাইনের মতে, ফুটবলাররা শিশুসুলভ ভুল করছে । গত চার ম্যাচের তিনটিতে হারলেও উন্নতি হয়েছিল । এবার ভুলের ধাক্কা জোরালো হয়েছে । দলের খেলার সামগ্রিক মান খারাপ হয়েছে । এই সমস্যা দূর করতে পরিশ্রমই একমাত্র পথ বলে মনে করেন ক্লেইটন । স্টিফেন কনস্ট্যানটাইন বলেন, "আমি এখানে অজুহাত দিতে আসিনি । আমরা প্রতিটি ম্যাচে দু-তিনটে গোলের সুযোগ পেয়েছি । তার মধ্যে একটাও কাজে লাগাতে পারলে খেলার ছবি অন্য হত ।" কোচের হাহাকারে লাল-হলুদে এখন সংশোধন পর্ব শুরু হয়েছে । ক্লেইটন সিলভা এবং জর্ডান দোহার্তি ছাড়া বাকি তিন ফুটবলার ইভান গঞ্জালেস, এলিয়ান্দ্রো, অ্যালেক্স লিমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে । বিশেষ করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার কবে ফিট হয়ে 90 মিনিট খেলবেন, তা কোচও বলতে পারছেন না।

গোল নষ্ট নিয়ে লাল-হলুদ কোচ বলেন, "আমি জানি না এই প্রশ্নের কী উত্তর দেব। অনুশীলনে আমরা যথেষ্ট পরিশ্রম করি। একেকটা মুভের ক্ষেত্রে দু-তিনবার করে অনুশীলন করানো হয়, যেখানে গোলরক্ষককে রাখা হয়। তারপরেও যদি এই সব ভুল হয়, তা হলে তা খুবই হতাশাজনক। আমরা যদি সুযোগ তৈরি করতে না পারতাম, তা হলে আমি আরও চিন্তিত হতাম। কিন্তু সেটা তো হচ্ছে না। জেতা ম্যাচ হেরে যাচ্ছি । তবে এই নিয়ে আর এখন ভাবতে চাই না । এখন পরবর্তী ম‍্যাচ বেঙ্গালুরু এফসি । বিএফসির ম্যাচের প্রস্তুতি শুরু করেছি । সেই ম‍্যাচে ভুলগুলো শুধরানোর চেষ্টা করতে হবে।"

আরও পড়ুন: মারিনা মাচানসে পরাজিত লাল-হলুদ, গোল করে নারী আন্দোলনের বার্তা ইরানি ভাফা'র

জাতীয় দলের কোচ থাকাকালীন স্টিফেনের দলে বাইচুং, বিজয়ন, রেনেডি, দেবজিৎ, আলভিটোদের মত ফুটবলাররা ছিলেন যারা মাঠে কঠিন সময়ে দলকে নেতৃত্ব দিতেন। ইস্টবেঙ্গলের ডাগআউটে বসে সেইসব ফুটবলারের অভাব বোধ করছেন ব্রিটিশ কোচ (Constantine is looking forward for players like Bhaichung-Renedy in EB)। যারা শুধু ফুটবল দক্ষতায় নন, মানসিকতাতেও সাহসী হবেন। পরিশ্রম করলেই হবে না । মানসিকতার বদল দরকার । সেই জন্য দ্রুত নতুন ফুটবলার খুঁজছেন, যারা দক্ষতা এবং মানসিকতায় দলকে নেতৃত্ব দেবেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.