বেঙ্গালুরু, 9 ডিসেম্বর: চলতি মরশুমের মতোই আইএসএলের গত মরশুমের শুরুটাও মোটেই ভালো হয়নি বেঙ্গালুরু এফসি'র ৷ তবে লাস্ট ল্যাপে বাজিমাত করে 2022-23 মরশুমে ফাইনাল খেলেছিল সাইমন গ্রেসনের ছেলেরা ৷ চলতি মরশুমের শুরুতেও ছবিটা এক ৷ প্রথম ন'ম্যাচের মাত্র একটিতে জয় ৷ 7 পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে ন'য়ে বেঙ্গালুরু ৷ সুনীলরা গতবারের মত আবার প্রত্যাবর্তন করবেন কি না জানা নেই, তবে সাইমন গ্রেসনকে আর রাখল না দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি দলটি ৷ মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে হারের পর শনিবার সকালে ব্রিটিশ ফুটবল ম্যানেজারকে ছেঁটে ফেলল 'দ্য ব্লুজ' ৷
এদিন সকালে ক্লাবের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সম্মতিতেই বেঙ্গালুরু এফসি'র সঙ্গে মধুচন্দ্রিমা শেষ হয়েছে সাইমন গ্রেসনের ৷ এমনকী সহকারি কোচ নীল ম্যাকডোনাল্ডও ক্লাব ছাড়ছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷ নয়া কোচ নিযুক্ত না-হওয়া পর্যন্ত দলের দায়িত্ব সামলাবেন আরেক সহকারি কোচ রেনেডি সিং ৷
-
For bringing home silverware that had eluded us, for a fight to the finish that inspired us, for every magical night at our Fortress and for so much more. 🔵#ThankYouSimon #WeAreBFC pic.twitter.com/JFQUXJkBtq
— Bengaluru FC (@bengalurufc) December 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">For bringing home silverware that had eluded us, for a fight to the finish that inspired us, for every magical night at our Fortress and for so much more. 🔵#ThankYouSimon #WeAreBFC pic.twitter.com/JFQUXJkBtq
— Bengaluru FC (@bengalurufc) December 9, 2023For bringing home silverware that had eluded us, for a fight to the finish that inspired us, for every magical night at our Fortress and for so much more. 🔵#ThankYouSimon #WeAreBFC pic.twitter.com/JFQUXJkBtq
— Bengaluru FC (@bengalurufc) December 9, 2023
2022-23 মরশুমের শুরুতে বেঙ্গালুরুর কোচ হিসেবে নিযুক্ত হওয়া গ্রেসনের ঝুলিতে সাফল্যও এসেছে ৷ গত মরশুমে দেশের সর্বোচ্চ লিগে ক্লাবকে রানার্স করার পাশাপাশি সুপার কাপেও দলকে রানার্স করেছিলেন সদ্য প্রাক্তন হওয়া কোচ ৷ সর্বোপরি গ্রেসনের অধীনে গত মরশুমে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল ছেত্রীর ক্লাব ৷ সেইসব সাফল্যের কথাই স্মরণ করে গ্রেসনকে সম্মানের সঙ্গেই বিদায় জানিয়েছে বিএফসি ৷ ভবিষ্যতের জন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছে 'দ্য ব্লুজ' ৷
চলতি মরশুমে আপাতত প্রথম ন'ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচেই (ইস্টবেঙ্গলের বিরুদ্ধে) জয় পেয়েছে বিএফসি ৷ শেষ পাঁচ ম্যাচের তিনটিতে হেরে সর্বসাকুল্যে দু'পয়েন্ট এসেছে বেঙ্গালুরুর ঘরে ৷ তার মধ্যে গতকাল ঘরের মাঠে মুম্বই সিটি এফসি'র কাছে 0-4 গোলে হার গ্রেসনের বিদায় যে তরান্বিত করল, সেটা বলাই যায় ৷
আরও পড়ুন: