ETV Bharat / sports

Igor Stimac: ভারতীয় দল বাছাইয়ে জ্যোতিষের পরামর্শ ! ইগর স্টিম্যাচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ - AIFF

Igor Stimac Selects Team on Astrologer Advice: জ্যোতিষের পরামর্শে ভারতীয় ফুটবল দলের বাছাই ৷ এমনই গুরুতর অভিযোগ উঠল কোচ ইগর স্টিম্যাচের বিরুদ্ধে ৷ গতবছর এশিয়া কাপের সময় দিল্লির এক জ্যোতিষের সঙ্গে দলবাছাই, ফুটবলার পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলেন তিনি ৷

Igor Stimac
Igor Stimac
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 2:42 PM IST

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: জ্যোতিষীর দ্বারস্থ ইগর স্টিম্যাচ ! সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, গতবছর জুন মাসে এশিয়া কাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের ক্রোট কোচ দল বাছাই করেছিলেন জ্যোতিষের পরামর্শে ৷ সেই জ্যোতিষী দিল্লি-এনসিআর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এমনকী এই জ্যোতিষের সঙ্গে ইগর স্টিম্যাচকে পরিচয় করিয়ে দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ ৷ 2022 সালের মে মাসে ভারতীয় কোচের সঙ্গে জ্যোতিষের আলাপ করানোর কাজটি নাকি করেছিলেন, এআইএফএফ-এর তৎকালীন সাধারণ সচিব কুশল দাস ৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরকে উল্লেখ করে সংবাদসংস্থা জানিয়েছে, স্টিম্যাচ ওই জ্যোতিষের কাছে সম্ভাব্য একাদশের একটি তালিকায় পাঠিয়েছিলেন ৷ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে সেই ম্যাচটি ভারতকে জিততেই হত ৷ ম্যাচটি 11 জুন হয়েছিল এবং স্টিম্যাচ জ্যোতিষের কাছে 9 জুন সম্ভাব্য একাদশের তালিকা পাঠিয়েছিলেন ৷ সেই তালিকা অনুযায়ী, ওই জ্যোতিষ প্রত্যেক ফুটবলারের নাম ধরে ধরে জবাব পাঠিয়েছিলেন ৷ সেখানে জ্যোতিষ কারও ক্ষেত্রে বলেছিলেন, ‘ভালো’ তো কারও ক্ষেত্রে বলেছিলেন, ‘‘খুব ভালো খেলতে পারবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবে না ৷’’

আরও পড়ুন: এশিয়ান কাপের পরই সম্ভবত কেরিয়ারে ইতি টানবেন সুনীল, মত স্টিমাচের

কয়েকজনের ক্ষেত্রে জ্যোতিষের পরামর্শ ছিল, ‘‘আজকের দিনটা খুব খারাপ পারফরম্যান্স করবে ৷’’ তো কেউ কেউ ‘‘অতিআগ্রাসনের সঙ্গে খুব ভালো খেলবেন ৷’’ আবার অনেক ক্ষেত্রে আজকে মাঠে না-নামানোর পরামর্শ দিয়েছিলেন ওই জ্যোতিষ ৷ উল্লেখ্য, ভারত সেই সময় মে-জুন মাসের মধ্যে চারটি ম্যাচ খেলেছিলেন ৷ যেখানে প্রতিপক্ষ ছিল জর্ডন, কম্বোডিয়া, আফগানিস্তান এবং হংকং ৷ তারপরেও ওই জ্যোতিষের সঙ্গে দলের তালিকা শেয়ার করেছেন ইগর স্টিম্যাচ ৷ এমনকী দলের ফুটবলারদের চোট এবং ম্যাচে প্লেয়ার বদলের কৌশলও আলোচনা করেছিলেন বলে অভিযোগ ৷ উল্লেখ্য, এ নিয়ে একবার ভারতীয় ফুটবল দলের কোচকে শো-কজও করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন ৷

আরও পড়ুন: 'তেরঙার সম্মানে লড়ব', এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করতে চেয়ে মোদির দ্বারস্থ ইগর স্টিম্যাচ

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: জ্যোতিষীর দ্বারস্থ ইগর স্টিম্যাচ ! সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, গতবছর জুন মাসে এশিয়া কাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের ক্রোট কোচ দল বাছাই করেছিলেন জ্যোতিষের পরামর্শে ৷ সেই জ্যোতিষী দিল্লি-এনসিআর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এমনকী এই জ্যোতিষের সঙ্গে ইগর স্টিম্যাচকে পরিচয় করিয়ে দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ ৷ 2022 সালের মে মাসে ভারতীয় কোচের সঙ্গে জ্যোতিষের আলাপ করানোর কাজটি নাকি করেছিলেন, এআইএফএফ-এর তৎকালীন সাধারণ সচিব কুশল দাস ৷

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরকে উল্লেখ করে সংবাদসংস্থা জানিয়েছে, স্টিম্যাচ ওই জ্যোতিষের কাছে সম্ভাব্য একাদশের একটি তালিকায় পাঠিয়েছিলেন ৷ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে সেই ম্যাচটি ভারতকে জিততেই হত ৷ ম্যাচটি 11 জুন হয়েছিল এবং স্টিম্যাচ জ্যোতিষের কাছে 9 জুন সম্ভাব্য একাদশের তালিকা পাঠিয়েছিলেন ৷ সেই তালিকা অনুযায়ী, ওই জ্যোতিষ প্রত্যেক ফুটবলারের নাম ধরে ধরে জবাব পাঠিয়েছিলেন ৷ সেখানে জ্যোতিষ কারও ক্ষেত্রে বলেছিলেন, ‘ভালো’ তো কারও ক্ষেত্রে বলেছিলেন, ‘‘খুব ভালো খেলতে পারবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবে না ৷’’

আরও পড়ুন: এশিয়ান কাপের পরই সম্ভবত কেরিয়ারে ইতি টানবেন সুনীল, মত স্টিমাচের

কয়েকজনের ক্ষেত্রে জ্যোতিষের পরামর্শ ছিল, ‘‘আজকের দিনটা খুব খারাপ পারফরম্যান্স করবে ৷’’ তো কেউ কেউ ‘‘অতিআগ্রাসনের সঙ্গে খুব ভালো খেলবেন ৷’’ আবার অনেক ক্ষেত্রে আজকে মাঠে না-নামানোর পরামর্শ দিয়েছিলেন ওই জ্যোতিষ ৷ উল্লেখ্য, ভারত সেই সময় মে-জুন মাসের মধ্যে চারটি ম্যাচ খেলেছিলেন ৷ যেখানে প্রতিপক্ষ ছিল জর্ডন, কম্বোডিয়া, আফগানিস্তান এবং হংকং ৷ তারপরেও ওই জ্যোতিষের সঙ্গে দলের তালিকা শেয়ার করেছেন ইগর স্টিম্যাচ ৷ এমনকী দলের ফুটবলারদের চোট এবং ম্যাচে প্লেয়ার বদলের কৌশলও আলোচনা করেছিলেন বলে অভিযোগ ৷ উল্লেখ্য, এ নিয়ে একবার ভারতীয় ফুটবল দলের কোচকে শো-কজও করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন ৷

আরও পড়ুন: 'তেরঙার সম্মানে লড়ব', এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করতে চেয়ে মোদির দ্বারস্থ ইগর স্টিম্যাচ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.