ETV Bharat / sports

Christian Eriksen Sign for Man-U: রেড ডেভিল শিবিরে ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন - রেড ডেভিল

ইউরো কাপ 2020-র উদ্বোধনী ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন ৷ সেই এরিকসেন এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন (Christian Eriksen Remarkable Comeback By Signing for Manchester United) ৷

Christian Eriksen Remarkable Comeback By Signing For Manchester United
Christian Eriksen Remarkable Comeback By Signing For Manchester United
author img

By

Published : Jul 16, 2022, 2:00 PM IST

ম্যাঞ্চেস্টার, 16 জুলাই: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন ৷ যিনি ইউরোর 2020-র উদ্বোধনী ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন ৷ সেই এরিকসনকে ফ্রি এজেন্ট হিসাবে 3 বছরের জন্য সই করাল ম্যান ইউ (Christian Eriksen Remarkable Comeback By Signing for Manchester United) ৷

ইউরোতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ক্রিশ্চিয়ান এরিকসনকে বাধ্য হয়ে সেরি এ-এর ক্লাব ইন্টার মিলান ছেড়ে দিতে হয় ৷ কারণ, ইতালিয়ান ফুটবল লিগের নিয়ম অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হলে কোনও ফুটবলার আর সেখানকার কোনও ক্লাবের হয়ে খেলতে পারবেন না ৷ পরে অবশ্য বেনফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষদিকে খেলেছিলেন ৷ যদিও হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ফিফা ফ্রেন্ডলিতে মাঠে নেমেছিলেন ডেনমার্কের জার্সি পরেই ৷ যে ম্যাচে গোলও করেন তিনি ৷ এর মাঝে আয়াক্সের হয়ে মাঠে নেমে ছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন ৷

এ বার ক্রিশ্চিয়ান এরিকসেনকে রেড ডেভিলদের হয়ে মাঠে নামতে দেখা যাবে ৷ এর আগে বেনফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে 11টি ম্যাচ খেলেছিলেন ৷ যেখানে একটি গোল এবং 4টি অ্যাসিস্ট ছিল তাঁর নামের পাশে ৷ রেড ডেভিলদের ক্লাবে সই করে এরিকসেন বলেন, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খুবই স্পেশাল একটি ক্লাব ৷ আমি ক্লাবের হয়ে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷’’

আরও পড়ুন: পুত্রসন্তানের মা হলেন মারিয়া শারাপোভা, নাম রাখলেন থিওডর

প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টারের ম্যানেজার এরিক টেন হ্যাগের সঙ্গে আয়াক্সে অনুশীলন করেছিলেন এরিকসেন ৷ যা নিয়ে এরিকসেন জানান, ‘‘আমি ওর কাজ আয়াক্স দেখেছি এবং এরিকের কোচিংয়ের মান ও প্রস্তুতি সম্পর্কে আমার ধারণা আছে ৷ যে পরিশ্রম এরিক এবং তাঁর টিম রোজ করে, তা আমি দেখেছি ৷’’

ম্যাঞ্চেস্টার, 16 জুলাই: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন ৷ যিনি ইউরোর 2020-র উদ্বোধনী ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন ৷ সেই এরিকসনকে ফ্রি এজেন্ট হিসাবে 3 বছরের জন্য সই করাল ম্যান ইউ (Christian Eriksen Remarkable Comeback By Signing for Manchester United) ৷

ইউরোতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ক্রিশ্চিয়ান এরিকসনকে বাধ্য হয়ে সেরি এ-এর ক্লাব ইন্টার মিলান ছেড়ে দিতে হয় ৷ কারণ, ইতালিয়ান ফুটবল লিগের নিয়ম অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হলে কোনও ফুটবলার আর সেখানকার কোনও ক্লাবের হয়ে খেলতে পারবেন না ৷ পরে অবশ্য বেনফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষদিকে খেলেছিলেন ৷ যদিও হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ফিফা ফ্রেন্ডলিতে মাঠে নেমেছিলেন ডেনমার্কের জার্সি পরেই ৷ যে ম্যাচে গোলও করেন তিনি ৷ এর মাঝে আয়াক্সের হয়ে মাঠে নেমে ছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন ৷

এ বার ক্রিশ্চিয়ান এরিকসেনকে রেড ডেভিলদের হয়ে মাঠে নামতে দেখা যাবে ৷ এর আগে বেনফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে 11টি ম্যাচ খেলেছিলেন ৷ যেখানে একটি গোল এবং 4টি অ্যাসিস্ট ছিল তাঁর নামের পাশে ৷ রেড ডেভিলদের ক্লাবে সই করে এরিকসেন বলেন, ‘‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খুবই স্পেশাল একটি ক্লাব ৷ আমি ক্লাবের হয়ে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷’’

আরও পড়ুন: পুত্রসন্তানের মা হলেন মারিয়া শারাপোভা, নাম রাখলেন থিওডর

প্রসঙ্গত, ম্যাঞ্চেস্টারের ম্যানেজার এরিক টেন হ্যাগের সঙ্গে আয়াক্সে অনুশীলন করেছিলেন এরিকসেন ৷ যা নিয়ে এরিকসেন জানান, ‘‘আমি ওর কাজ আয়াক্স দেখেছি এবং এরিকের কোচিংয়ের মান ও প্রস্তুতি সম্পর্কে আমার ধারণা আছে ৷ যে পরিশ্রম এরিক এবং তাঁর টিম রোজ করে, তা আমি দেখেছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.