ETV Bharat / sports

Satwik-Chirag at No 2 Double Ranking: বিডব্লিউএফ ডাবলস ব়্যাংকিংয়ে 2 নম্বরে চিরাগ-সাত্বিক জুটি - বিশ্ব ব্যাডমিন্টন ফেডেরেশন

Chirag Shetty and Satwiksairaj Rankireddy in Career-best BWF Ranking: কেরিয়ারের সেরা ব়্যাংকিং অর্জন করলেন চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ৷ 2 নম্বর ব়্যাংকিংয়ে পৌঁছলেন তাঁরা ৷ আগামিকাল থেকে শুরু হওয়া জাপান ওপেন জিততে পারলে এক নম্বরে ওঠার সুযোগ থাকবে তাঁদের সামনে ৷

Satwik-Chirag at No 2 Double Ranking ETV BHARAT
Satwik-Chirag at No 2 Double Ranking
author img

By

Published : Jul 25, 2023, 2:19 PM IST

নয়াদিল্লি, 25 জুলাই: লাগাতার টুর্নামেন্ট জয়ের পুরস্কার পেলেন ভারতের সেরা ডাবলস ব্যাডমিন্টন জুটি চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ৷ মঙ্গল প্রকাশিত বিডব্লিউএফ ডাবলস ব়্যাংকিংয়ে কেরিয়ারের সেরা 2 নম্বরে উঠে এলেন তাঁরা ৷ গত রবিবার কোরিয়া ওপেনে জয়ের পর 3 নম্বর থেকে একধাপ উপরে উঠে এলেন দুই ভারতীয় তরুণ ৷ আগামিকাল তাঁরা জাপান ওপেনে নামতে চলেছেন ৷ প্রতিপক্ষ ইন্দোনেশিয়ান জুটি এল কার্নান্দো এবং ডি মার্টিন ৷

বর্তমান এশিয়ান ডাবলস চ্যাম্পিয়নরা এই মরশুমে ইন্দোনেশিয়া ওপেন (সুপার 1000 ক্যাটাগরি), সুইস ওপেন (সুপার 300 ক্যাটাগরি) এবং সম্প্রতি কোরিয়া ওপেন (সুপার 500 ক্যাটাগরি) জিতেছেন ৷ যার ফল স্বরূপ বিডব্লিউএফ ব়্যাংকিংয়ে 2 নম্বর স্থান অর্জন করেছেন চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ৷ গত সপ্তাহে শেষ হওয়া কোরিয়া ওপেন সেমি-ফাইনালে তাঁদের প্রতিপক্ষ চিনের লিয়াং ওয়েই কেনং এবং ওয়াং চাংকে সরিয়ে 2 নম্বর জায়গা লাভ করেছেন তাঁরা ৷ সেমি-ফাইনালে চিনা প্রতিপক্ষকে 21-15, 24-22 স্ট্রেট গেমে হারিয়েছিলেন চিরাগ-সাত্বিক জুটি ৷

উল্লেখ্য, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের ওয়ার্ল্ড ট্যুরের মোট তিনটি ফাইনালে উঠেছেন চিরাগ এবং সাত্বিক ৷ সবক’টিতে চ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা ৷ অন্যদিকে, সদস্য় সমাপ্ত কোরিয়া ওপেন ফাইনালে বিশ্ব ব়্যাংকিংয়ে এক নম্বর ইন্দোনেশিয়ান জুটি ফজর আলফিয়ান এবং মহম্মদ রিয়ান আর্দিয়ান্তোকে হারিয়েছিলেন তাঁরা ৷ যে ম্যাচের প্রথম গেম 21-17 স্কোরে হেরে গেলেও, 13-21 ও 14-21 স্কোরে দ্বিতীয় ও তৃতীয় গেম জিতে চ্যাম্পিয়ন হন চিরাগ এবং সাত্বিক ৷

আরও পড়ুন: বিশ্বের একনম্বর জুটিকে হারিয়ে কোরিয়া ওপেন খেতাব জয় সাত্বিক-চিরাগের

দুই ভারতীয় শাটলারের এই মুহূর্তে ডাবলস ব়্যাংকিংয়ে 87 হাজার 211 পয়েন্ট রয়েছে ৷ বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের ওয়ার্ল্ড ট্যুরে এখনও পর্যন্ত 10টি ম্যাচে অপরাজিত রয়েছেন দুই ভারতীয় তরুণ ৷ অন্যদিকে, 2023 মরশুমে একের পর এক টুর্নামেন্টে হারের সম্মুখীন হওয়া পিভি সিন্ধু তাঁর 17 নম্বর স্থান ধরে রেখেছেন ৷

নয়াদিল্লি, 25 জুলাই: লাগাতার টুর্নামেন্ট জয়ের পুরস্কার পেলেন ভারতের সেরা ডাবলস ব্যাডমিন্টন জুটি চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ৷ মঙ্গল প্রকাশিত বিডব্লিউএফ ডাবলস ব়্যাংকিংয়ে কেরিয়ারের সেরা 2 নম্বরে উঠে এলেন তাঁরা ৷ গত রবিবার কোরিয়া ওপেনে জয়ের পর 3 নম্বর থেকে একধাপ উপরে উঠে এলেন দুই ভারতীয় তরুণ ৷ আগামিকাল তাঁরা জাপান ওপেনে নামতে চলেছেন ৷ প্রতিপক্ষ ইন্দোনেশিয়ান জুটি এল কার্নান্দো এবং ডি মার্টিন ৷

বর্তমান এশিয়ান ডাবলস চ্যাম্পিয়নরা এই মরশুমে ইন্দোনেশিয়া ওপেন (সুপার 1000 ক্যাটাগরি), সুইস ওপেন (সুপার 300 ক্যাটাগরি) এবং সম্প্রতি কোরিয়া ওপেন (সুপার 500 ক্যাটাগরি) জিতেছেন ৷ যার ফল স্বরূপ বিডব্লিউএফ ব়্যাংকিংয়ে 2 নম্বর স্থান অর্জন করেছেন চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ৷ গত সপ্তাহে শেষ হওয়া কোরিয়া ওপেন সেমি-ফাইনালে তাঁদের প্রতিপক্ষ চিনের লিয়াং ওয়েই কেনং এবং ওয়াং চাংকে সরিয়ে 2 নম্বর জায়গা লাভ করেছেন তাঁরা ৷ সেমি-ফাইনালে চিনা প্রতিপক্ষকে 21-15, 24-22 স্ট্রেট গেমে হারিয়েছিলেন চিরাগ-সাত্বিক জুটি ৷

উল্লেখ্য, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের ওয়ার্ল্ড ট্যুরের মোট তিনটি ফাইনালে উঠেছেন চিরাগ এবং সাত্বিক ৷ সবক’টিতে চ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা ৷ অন্যদিকে, সদস্য় সমাপ্ত কোরিয়া ওপেন ফাইনালে বিশ্ব ব়্যাংকিংয়ে এক নম্বর ইন্দোনেশিয়ান জুটি ফজর আলফিয়ান এবং মহম্মদ রিয়ান আর্দিয়ান্তোকে হারিয়েছিলেন তাঁরা ৷ যে ম্যাচের প্রথম গেম 21-17 স্কোরে হেরে গেলেও, 13-21 ও 14-21 স্কোরে দ্বিতীয় ও তৃতীয় গেম জিতে চ্যাম্পিয়ন হন চিরাগ এবং সাত্বিক ৷

আরও পড়ুন: বিশ্বের একনম্বর জুটিকে হারিয়ে কোরিয়া ওপেন খেতাব জয় সাত্বিক-চিরাগের

দুই ভারতীয় শাটলারের এই মুহূর্তে ডাবলস ব়্যাংকিংয়ে 87 হাজার 211 পয়েন্ট রয়েছে ৷ বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের ওয়ার্ল্ড ট্যুরে এখনও পর্যন্ত 10টি ম্যাচে অপরাজিত রয়েছেন দুই ভারতীয় তরুণ ৷ অন্যদিকে, 2023 মরশুমে একের পর এক টুর্নামেন্টে হারের সম্মুখীন হওয়া পিভি সিন্ধু তাঁর 17 নম্বর স্থান ধরে রেখেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.