ETV Bharat / sports

Premier League 2023-24: পোচেত্তিনোর অভিষেক, সিজন ওপেনারে লিভারপুলের কাছে আটকে গেল চেলসি - Chelsea vs Liverpool

ঘরের মাঠে প্রিমিয়র লিগের প্রথম ম্যাচে লিভারপুলের কাছে আটকে গেল 'ব্লুজ' ৷ ম্যাচ শেষ হল 1-1 গোলে ৷ চেলসি কোচ হিসেবে অভিষেক হল মৌরিসিও পোচেত্তিনোর ৷

Premier League
সিজন ওপেনারে লিভারপুলের কাছে আটকে গেল চেলসি
author img

By

Published : Aug 14, 2023, 8:36 AM IST

লন্ডন, 14 অগস্ট: নয়া হেড কোচ মৌরিসিও পোচেত্তিনোর অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলল প্রিমিয়র লিগ জায়ান্ট চেলসি ৷ তবে স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহ্য়াম-পিএসজি'র দায়িত্ব সামলে আসা কোচের অভিষেকটা যে সুখের হল, তা বলা যাবে না ৷ ঘরের মাঠে প্রিমিয়র লিগের প্রথম ম্যাচে লিভারপুলের কাছে আটকে গেল 'ব্লুজ' ৷ ম্যাচ শেষ হল 1-1 গোলে ৷

গত মরশুমে দ্বাদশ স্থানে শেষ করা চেলসি প্রিমিয়র লিগে তাদের হৃত গৌরব পুনরুদ্ধারের চেষ্টায় ৷ গ্রাহাম পটার, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে গত মরশুমে চূড়ান্ত খারাপ পারফরম্যান্সের পর পোচেত্তিনোকে গুরুদায়িত্ব দিয়েছে পশ্চিম লন্ডনের ক্লাবটি ৷ পাশাপাশি দলে নেওয়া হয়েছে ক্রিস্টোপার এনকুনকু, রবার্তো স্যাঞ্চেজ, অ্যাক্সেল দিসাসি, নিকোলাস জ্যাকসনদের মতো ফুটবলারদের ৷ সিজন ওপেনারে এদিন পিছিয়ে পড়া চেলসির রক্ষাকর্তা নবাগত দিসাসি ৷

ঘরের মাঠে এদিন 18 মিনিটে লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ে ছ'বারের প্রিমিয়র লিগ জয়ীরা ৷ মোহামেদ সালাহর বাড়ানো বল থেকে গোল করে যান কলম্বিয়ান উইঙ্গার ৷ 10 মিনিটের মধ্যে লিভারপুল ব্যবধান বাড়ালেও ভিএআরের সাহায্য নিয়ে সালাহর গোল বাতিল করেন রেফারি ৷ এরপরই খেলায় ফেরে চেলসি ৷ 37 মিনিটে লিভারপুল বিপক্ষের একটি কর্নার ক্লিয়ারেন্সে ব্যর্থ হলে তার সুফল আদায় করে চেলসি ৷ বেন চিলওয়েলের হেডে বাড়ানো বল ধরে দলকে সমতায় ফেরান নয়া মরশুমে মোনাকো থেকে যোগ দেওয়া দিসাসি ৷ দ্বিতীয়ার্ধে দু'দলের কাছে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও ম্যাচে আর কোনও গোল হয়নি ৷

আরও পড়ুন: শনিতে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক, পিএসজি-র অনুশীলনে যোগ দিলেন কিলিয়ান এমবাপে

সবমিলিয়ে সিজন ওপেনারে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে দু'দল ৷ 20 অগস্ট প্রিমিয়র লিগের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হ্য়ামের মুখোমুখি হবে চেলসি ৷ অন্যদিকে 19 অগস্ট বোর্নমাউথের বিরুদ্ধে খেলবে লিভারপুল ৷ লিগের অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে আটকে গিয়ে টটেনহ্য়ামও ৷ ম্যাচের ফল 2-2 ৷

লন্ডন, 14 অগস্ট: নয়া হেড কোচ মৌরিসিও পোচেত্তিনোর অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলল প্রিমিয়র লিগ জায়ান্ট চেলসি ৷ তবে স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহ্য়াম-পিএসজি'র দায়িত্ব সামলে আসা কোচের অভিষেকটা যে সুখের হল, তা বলা যাবে না ৷ ঘরের মাঠে প্রিমিয়র লিগের প্রথম ম্যাচে লিভারপুলের কাছে আটকে গেল 'ব্লুজ' ৷ ম্যাচ শেষ হল 1-1 গোলে ৷

গত মরশুমে দ্বাদশ স্থানে শেষ করা চেলসি প্রিমিয়র লিগে তাদের হৃত গৌরব পুনরুদ্ধারের চেষ্টায় ৷ গ্রাহাম পটার, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে গত মরশুমে চূড়ান্ত খারাপ পারফরম্যান্সের পর পোচেত্তিনোকে গুরুদায়িত্ব দিয়েছে পশ্চিম লন্ডনের ক্লাবটি ৷ পাশাপাশি দলে নেওয়া হয়েছে ক্রিস্টোপার এনকুনকু, রবার্তো স্যাঞ্চেজ, অ্যাক্সেল দিসাসি, নিকোলাস জ্যাকসনদের মতো ফুটবলারদের ৷ সিজন ওপেনারে এদিন পিছিয়ে পড়া চেলসির রক্ষাকর্তা নবাগত দিসাসি ৷

ঘরের মাঠে এদিন 18 মিনিটে লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ে ছ'বারের প্রিমিয়র লিগ জয়ীরা ৷ মোহামেদ সালাহর বাড়ানো বল থেকে গোল করে যান কলম্বিয়ান উইঙ্গার ৷ 10 মিনিটের মধ্যে লিভারপুল ব্যবধান বাড়ালেও ভিএআরের সাহায্য নিয়ে সালাহর গোল বাতিল করেন রেফারি ৷ এরপরই খেলায় ফেরে চেলসি ৷ 37 মিনিটে লিভারপুল বিপক্ষের একটি কর্নার ক্লিয়ারেন্সে ব্যর্থ হলে তার সুফল আদায় করে চেলসি ৷ বেন চিলওয়েলের হেডে বাড়ানো বল ধরে দলকে সমতায় ফেরান নয়া মরশুমে মোনাকো থেকে যোগ দেওয়া দিসাসি ৷ দ্বিতীয়ার্ধে দু'দলের কাছে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও ম্যাচে আর কোনও গোল হয়নি ৷

আরও পড়ুন: শনিতে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক, পিএসজি-র অনুশীলনে যোগ দিলেন কিলিয়ান এমবাপে

সবমিলিয়ে সিজন ওপেনারে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে দু'দল ৷ 20 অগস্ট প্রিমিয়র লিগের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হ্য়ামের মুখোমুখি হবে চেলসি ৷ অন্যদিকে 19 অগস্ট বোর্নমাউথের বিরুদ্ধে খেলবে লিভারপুল ৷ লিগের অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে আটকে গিয়ে টটেনহ্য়ামও ৷ ম্যাচের ফল 2-2 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.