ETV Bharat / sports

Todd Boehly Purchases Chelsea : 4.25 বিলিয়ন পাউন্ডে চেলসি কিনছেন মার্কিন ধনকুবের, কে এই টড বোহেলি?

4.25 বিলিয়ন পাউন্ডে পশ্চিম লন্ডনের ক্লাবের নতুন মালিক হচ্ছেন তিনি (Todd Boehly purchases Chelsea football club) ৷ বোহেলির সঙ্গে চেলসির নয়া মালিকানার অংশীদার ক্লিয়ারলেক ক্যাপিটাল, মার্ক ওয়াল্টার, হ্যান্সোয়ের্গ উইস ৷

Todd Boehly Purchases Chelsea
4.25 বিলিয়ন পাউন্ডে চেলসি কিনছেন মার্কিন ধনকুবের
author img

By

Published : May 7, 2022, 11:01 PM IST

লন্ডন, 7 মে : চুক্তির খসড়া তৈরি ৷ তাতে সম্মতি প্রদান করেছে দু-পক্ষই ৷ সবমিলিয়ে রোমান আব্রামোভিচের থেকে হাতবদল হল চেলসি ফুটবল ক্লাবের মালিকানা ৷ 'ব্লুজ'-দের নয়া মালিক হচ্ছেন মার্কিন ধনকুবের টড বোহেলি ৷ 4.25 বিলিয়ন পাউন্ডে পশ্চিম লন্ডনের ক্লাবের নতুন মালিক হচ্ছেন তিনি (Todd Boehly purchases Chelsea football club) ৷ বোহেলির সঙ্গে চেলসির নয়া মালিকানার অংশীদার ক্লিয়ারলেক ক্যাপিটাল, মার্ক ওয়াল্টার, হ্যান্সোয়ের্গ উইস ৷

শুক্রবার সকালে ক্লাবের সরকারি ওয়েবসাইটে এক বিবৃতি জারি করে গোটা বিষয়টি সম্পর্কে অবগত করে চেলসি কর্তৃপক্ষ ৷ কিন্তু কে এই টড বোহেলি, আসুন জেনে নেওয়া যাক (Chelsea new manager Todd Boehly at a glance) ৷

কে এই টড বোহেলি ?

ফুটবলে অনুরাগীদের কাছে নামটা আনকোরা শোনালেও এনবিএ (NBA) জগতে ভীষণই পরিচিত নাম তিনি ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় বাস্কেটবল দল লস অ্যাঞ্জেলস লেকারসের 27 শতাংশ মালিকানা রয়েছে বোহেলির ঝুলিতে ৷ পাশাপাশি লস অ্যাঞ্জেলস ডজার্সের 20 শতাংশ মালিকানাও রয়েছে মার্কিন এই শিল্পপতির ঝুলিতে ৷ যিনি এলডিজ ইন্ডাষ্ট্রিজের কর্ণধারও বটে ৷

এই প্রথম নয় ৷ এর আগে 2019 চেলসির মালিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন বোহেলি ৷ কিন্তু সে যাত্রায় তাঁর ইচ্ছেপূরণ হয়নি ৷ 2022-এ এসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মার্কিন বিলিয়নেয়ারকে সেই সুযোগ করে দিল ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হওয়ায় বরিস জনসন সরকার আব্রামোভিচকে নিষিদ্ধ ঘোষণা করেছে গ্রেট ব্রিটেনে ৷ তারই ফলশ্রুতি বোহেলির চেলসির মালিকানা পাওয়া ৷

আরও পড়ুন : রয়্যাল কামব্যাকে প্যারিসের পথে মাদ্রিদ

2003 মালিকানা গ্রহণের পর চেলসিকে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছেন আব্রামোভিচ ৷ এদিকে মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার ক্লাবের ঘরের মাঠে উলভসের বিরুদ্ধে ম্যাচ দেখতেও হাজির হয়েছিলেন বোহেলি ৷

লন্ডন, 7 মে : চুক্তির খসড়া তৈরি ৷ তাতে সম্মতি প্রদান করেছে দু-পক্ষই ৷ সবমিলিয়ে রোমান আব্রামোভিচের থেকে হাতবদল হল চেলসি ফুটবল ক্লাবের মালিকানা ৷ 'ব্লুজ'-দের নয়া মালিক হচ্ছেন মার্কিন ধনকুবের টড বোহেলি ৷ 4.25 বিলিয়ন পাউন্ডে পশ্চিম লন্ডনের ক্লাবের নতুন মালিক হচ্ছেন তিনি (Todd Boehly purchases Chelsea football club) ৷ বোহেলির সঙ্গে চেলসির নয়া মালিকানার অংশীদার ক্লিয়ারলেক ক্যাপিটাল, মার্ক ওয়াল্টার, হ্যান্সোয়ের্গ উইস ৷

শুক্রবার সকালে ক্লাবের সরকারি ওয়েবসাইটে এক বিবৃতি জারি করে গোটা বিষয়টি সম্পর্কে অবগত করে চেলসি কর্তৃপক্ষ ৷ কিন্তু কে এই টড বোহেলি, আসুন জেনে নেওয়া যাক (Chelsea new manager Todd Boehly at a glance) ৷

কে এই টড বোহেলি ?

ফুটবলে অনুরাগীদের কাছে নামটা আনকোরা শোনালেও এনবিএ (NBA) জগতে ভীষণই পরিচিত নাম তিনি ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় বাস্কেটবল দল লস অ্যাঞ্জেলস লেকারসের 27 শতাংশ মালিকানা রয়েছে বোহেলির ঝুলিতে ৷ পাশাপাশি লস অ্যাঞ্জেলস ডজার্সের 20 শতাংশ মালিকানাও রয়েছে মার্কিন এই শিল্পপতির ঝুলিতে ৷ যিনি এলডিজ ইন্ডাষ্ট্রিজের কর্ণধারও বটে ৷

এই প্রথম নয় ৷ এর আগে 2019 চেলসির মালিক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন বোহেলি ৷ কিন্তু সে যাত্রায় তাঁর ইচ্ছেপূরণ হয়নি ৷ 2022-এ এসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মার্কিন বিলিয়নেয়ারকে সেই সুযোগ করে দিল ৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হওয়ায় বরিস জনসন সরকার আব্রামোভিচকে নিষিদ্ধ ঘোষণা করেছে গ্রেট ব্রিটেনে ৷ তারই ফলশ্রুতি বোহেলির চেলসির মালিকানা পাওয়া ৷

আরও পড়ুন : রয়্যাল কামব্যাকে প্যারিসের পথে মাদ্রিদ

2003 মালিকানা গ্রহণের পর চেলসিকে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছেন আব্রামোভিচ ৷ এদিকে মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার ক্লাবের ঘরের মাঠে উলভসের বিরুদ্ধে ম্যাচ দেখতেও হাজির হয়েছিলেন বোহেলি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.