ETV Bharat / sports

ডিসেম্বরে স্টেট চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে BSTTA - BTTA will host the state championship

কোরোনা সংক্রমণের জেরে এই বছর সূচি অনুযায়ী বাইশটি টুর্নামেন্টের একটিও করা সম্ভব হয়নি । ফলে নথিভুক্ত ছয় হাজারের বেশি টেবিল টেনিস খেলোয়াড়ের ভবিষ্যৎ অনিশ্চিত । কয়েকটি অ্যাকাডেমিতে অনুশীলন শুরু হলেও তা উদ্দেশ্যহীনভাবে চলছে ।

BTTA
BTTA
author img

By

Published : Oct 23, 2020, 8:58 PM IST

Updated : Oct 25, 2020, 9:56 AM IST

কলকাতা , 23 অক্টোবর : কোরোনা প্যানডেমিকের ভয় কাটিয়ে একে একে শুরু হয়েছে বিভিন্ন খেলা । প্রতিটি খেলায় মানতে হচ্ছে কোরোনা বিধি । প্রতিযোগিতা আয়োজনের সলতে পাকানোর কাজ শুরু করেছে রাজ্য টেবিল টেনিস সংস্থাও । বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব বলেন, যে কোনওভাবে তারা স্টেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ করতে চান । ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্টেট চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে ।

কোরোনা সংক্রমণের জেরে এই বছর সূচি অনুযায়ী বাইশটি টুর্নামেন্টের একটিও করা সম্ভব হয়নি । ফলে নথিভুক্ত ছয় হাজারের বেশি টেবিল টেনিস খেলোয়াড়ের ভবিষ্যৎ অনিশ্চিত । কয়েকটি অ্যাকাডেমিতে অনুশীলন শুরু হলেও তা উদ্দেশ্যহীনভাবে চলছে ।

ডিসেম্বরে স্টেট চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে BSTTA

বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন প্রথমে অন্তত লিগ আয়োজন করার কথা ভেবেছিল । কিন্তু কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় তা সম্ভব হয়নি । এদিকে কোরোনা সংক্রমণের জেরে সর্বভারতীয় টেবিল টেনিস ফেডারেশন ক্যালেন্ডার প্রকাশ করতে পারেনি । এমনকী জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন ছোটোভাবে করা সম্ভব কি না সেব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি ।

সর্বভারতীয় সংস্থার সিদ্ধান্তহীনতায় দোলাচলে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন । সংস্থার যুগ্ম সচিব বলছেন, জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য দল বাছতে হবে সিলেকশন কমিটিকে । সেই কাজের ভিত্তি হবে গত মরসুমের খেলোয়াড়দের ক্রমপর্যায় । কিন্তু এই ব্যবস্থা রূপায়নে সঠিক মূল্যায়ন যেমন কঠিন তেমনই বিতর্ক জন্ম দিতে পারে । তাই নথিভুক্ত খেলোয়াড়দের সবাইকে সুযোগ দেওয়ার একটা উপায় বের করার চিন্তাভাবনা চলছে । সেক্ষেত্রে নকআউট না হয়ে লিগ ফর্ম্যাটে চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে পারে । যাতে এই বছর খেলোয়াড়রা প্রথম টুর্নামেন্ট খেলতে নেমে মানিয়ে নেওয়ার সুযোগ পান।

কোরোনা সংক্রমণের উপর অনেক কিছু নির্ভর করছে । ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনা করে রাজ্য চ্যাম্পিয়নশুপের রূপরেখা ঠিক করা হবে । সেক্ষেত্রে খেলোয়াড় এবং কোচ-কর্তাদের গতিবিধি নিয়মের লক্ষ্মণরেখায় আটকানো থাকবে । টুর্নামেন্ট যুবভারতী ক্রীড়াঙ্গনের বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিতে হবে ।

কলকাতা , 23 অক্টোবর : কোরোনা প্যানডেমিকের ভয় কাটিয়ে একে একে শুরু হয়েছে বিভিন্ন খেলা । প্রতিটি খেলায় মানতে হচ্ছে কোরোনা বিধি । প্রতিযোগিতা আয়োজনের সলতে পাকানোর কাজ শুরু করেছে রাজ্য টেবিল টেনিস সংস্থাও । বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব বলেন, যে কোনওভাবে তারা স্টেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ করতে চান । ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্টেট চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে ।

কোরোনা সংক্রমণের জেরে এই বছর সূচি অনুযায়ী বাইশটি টুর্নামেন্টের একটিও করা সম্ভব হয়নি । ফলে নথিভুক্ত ছয় হাজারের বেশি টেবিল টেনিস খেলোয়াড়ের ভবিষ্যৎ অনিশ্চিত । কয়েকটি অ্যাকাডেমিতে অনুশীলন শুরু হলেও তা উদ্দেশ্যহীনভাবে চলছে ।

ডিসেম্বরে স্টেট চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে BSTTA

বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন প্রথমে অন্তত লিগ আয়োজন করার কথা ভেবেছিল । কিন্তু কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় তা সম্ভব হয়নি । এদিকে কোরোনা সংক্রমণের জেরে সর্বভারতীয় টেবিল টেনিস ফেডারেশন ক্যালেন্ডার প্রকাশ করতে পারেনি । এমনকী জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন ছোটোভাবে করা সম্ভব কি না সেব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি ।

সর্বভারতীয় সংস্থার সিদ্ধান্তহীনতায় দোলাচলে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন । সংস্থার যুগ্ম সচিব বলছেন, জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য দল বাছতে হবে সিলেকশন কমিটিকে । সেই কাজের ভিত্তি হবে গত মরসুমের খেলোয়াড়দের ক্রমপর্যায় । কিন্তু এই ব্যবস্থা রূপায়নে সঠিক মূল্যায়ন যেমন কঠিন তেমনই বিতর্ক জন্ম দিতে পারে । তাই নথিভুক্ত খেলোয়াড়দের সবাইকে সুযোগ দেওয়ার একটা উপায় বের করার চিন্তাভাবনা চলছে । সেক্ষেত্রে নকআউট না হয়ে লিগ ফর্ম্যাটে চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে পারে । যাতে এই বছর খেলোয়াড়রা প্রথম টুর্নামেন্ট খেলতে নেমে মানিয়ে নেওয়ার সুযোগ পান।

কোরোনা সংক্রমণের উপর অনেক কিছু নির্ভর করছে । ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনা করে রাজ্য চ্যাম্পিয়নশুপের রূপরেখা ঠিক করা হবে । সেক্ষেত্রে খেলোয়াড় এবং কোচ-কর্তাদের গতিবিধি নিয়মের লক্ষ্মণরেখায় আটকানো থাকবে । টুর্নামেন্ট যুবভারতী ক্রীড়াঙ্গনের বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিতে হবে ।

Last Updated : Oct 25, 2020, 9:56 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.