ETV Bharat / sports

Blatter slams Infantino: বিশ্বকাপের নতুন ফরম্যাট না-পসন্দ ! ইনফান্তিনোকে একহাত নিলেন ব্লাটার - ইনফান্তিনোকে একহাত নিলেন ব্লাটার

32 দলের ক্লাব ওয়ার্ল্ড কাপ, 48 দেশ নিয়ে বিশ্বকাপ । ফিফার বর্তমান প্রেসিডেন্টের একের পর এক সিদ্ধান্তে না-খুশ প্রাক্তন । একটি সাক্ষাৎকারে জিয়ান্নি ইনফান্তিনোকে একহাত নিলেন তাঁর পূর্বসূরি শেপ ব্লাটার (Sepp Blatter slams Gianni Infantino) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 21, 2022, 9:35 PM IST

বার্লিন, 21 ডিসেম্বর: সদ্য শেষ হয়েছে কাতার বিশ্বকাপ । জমজমাটি বিশ্বকাপ মন জিতে নিয়ে ফুটবলপ্রেমীদের । তারপরেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়ে দিয়েছেন, পরেরবার থেকে আর 32 দলের নয় । ফুটবলের সর্বোচ্চ মঞ্চে লড়াইয়ে নামবে 48টি দেশ । 2026 বিশ্বকাপের আসর বসছে মেক্সিকো-আমেরিকা-কানাডা এই তিন দেশে । সেখান থেকে কার্যকর হবে এই নয়া ফরম্যাট । একই সঙ্গে, 4 বছর নয়, 3 বছর অন্তর বিশ্বকাপের পক্ষেও সওয়াল করেছেন তিনি ।

তাতেই না-খুশ ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট শেপ ব্লাটার । নয়া ফরম্যাট ঘোষণায় বর্তমান প্রেসিডেন্টকে ধুইয়ে দিলেন তিনি । জার্মান সাপ্তাহিক ডিয়ে জেইট'কে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্লাটার বলেন, "ফুটবলকে বাণিজ্য ভাবা হচ্ছে । খেলাটা আর খেলা থাকছে না । লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়, তার স্বাদটা আর থাকে না । এক্ষেত্রেও সেটাই হচ্ছে ।"

শুধু 48 দলের বিশ্বকাপই নয়, ক্লাব বিশ্বকাপেরও সমালোচনা করেছেন ব্লাটার । ফুটবল নিয়ামক সংস্থার প্রাক্তন প্রধানের কথায়, কাতারে 32 দলের বিশ্বকাপ হয়েছে । এরপর 32টি দল নিয়ে ক্লাব ওয়ার্ল্ড ক্লাব হবে 2025 সালে । 2026 সালে 48টি দেশকে নিয়ে বসবে বিশ্বকাপের আসর । ফুটবলের সৌন্দর্য্যটাই এভাবে হারিয়ে যাচ্ছে ।

2015 সালে দুর্নীতির পাহাড়প্রমাণ অভিযোগ মাথায় নিয়ে পদ থেকে ইস্তফা দেন ব্লাটার । তার স্থলাভিষিক্ত হন জিয়ান্নি ইনফান্তিনো । যদিও এখনও পর্যন্ত ব্লাটারের বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগই প্রমাণ করা যায়নি । যা নিয়ে ফিফার প্রাক্তন সভাপতি বলেন, "আমার বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণ করা যায়নি । কারণ, আমি কোনও দুর্নীতি করিনি । আমার ইনফান্তিনোর সঙ্গে কোনও সম্পর্ক, যোগাযোগ নেই । আমার প্রতি ওর আচরণ বরাবরই ঔদ্ধত্যপূর্ণ, অসম্মানজনক । ফিফা প্রেসিডেন্টের পদে বসার পর ও একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি ।"

আরও পড়ুন: 'কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া ভুল সিদ্ধান্ত', ফুটবল উৎসবের প্রাক্কালে বিস্ফোরক ব্লাটার

একই সঙ্গে তিনি জানিয়েছেন, ফুটবলের উন্নয়নের কথা বলে কোনওরকম অর্থনৈতিক বা রাজনৈতিক শক্তির কাছে মাথা নোয়ানো ঠিক নয় । তিনি বলেন, "আমার কর্মজীবনে আমি তা করা থেকে বিরত ছিলাম ।" সদ্যসমাপ্ত বিশ্বকাপের আগেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি । ব্লাটার জানিয়েছিলেন, 2022 ফুটবল বিশ্বকাপ কাতার নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেই হওয়া উচিত ছিল ৷ বিশ্বের এই ফুটবল উৎসব শুরু মাত্র 11 দিন আগেই 'ভুল' স্বীকার করেছিলেন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট (FIFA World Cup to Qatar was a mistake) ।

বার্লিন, 21 ডিসেম্বর: সদ্য শেষ হয়েছে কাতার বিশ্বকাপ । জমজমাটি বিশ্বকাপ মন জিতে নিয়ে ফুটবলপ্রেমীদের । তারপরেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়ে দিয়েছেন, পরেরবার থেকে আর 32 দলের নয় । ফুটবলের সর্বোচ্চ মঞ্চে লড়াইয়ে নামবে 48টি দেশ । 2026 বিশ্বকাপের আসর বসছে মেক্সিকো-আমেরিকা-কানাডা এই তিন দেশে । সেখান থেকে কার্যকর হবে এই নয়া ফরম্যাট । একই সঙ্গে, 4 বছর নয়, 3 বছর অন্তর বিশ্বকাপের পক্ষেও সওয়াল করেছেন তিনি ।

তাতেই না-খুশ ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট শেপ ব্লাটার । নয়া ফরম্যাট ঘোষণায় বর্তমান প্রেসিডেন্টকে ধুইয়ে দিলেন তিনি । জার্মান সাপ্তাহিক ডিয়ে জেইট'কে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্লাটার বলেন, "ফুটবলকে বাণিজ্য ভাবা হচ্ছে । খেলাটা আর খেলা থাকছে না । লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়, তার স্বাদটা আর থাকে না । এক্ষেত্রেও সেটাই হচ্ছে ।"

শুধু 48 দলের বিশ্বকাপই নয়, ক্লাব বিশ্বকাপেরও সমালোচনা করেছেন ব্লাটার । ফুটবল নিয়ামক সংস্থার প্রাক্তন প্রধানের কথায়, কাতারে 32 দলের বিশ্বকাপ হয়েছে । এরপর 32টি দল নিয়ে ক্লাব ওয়ার্ল্ড ক্লাব হবে 2025 সালে । 2026 সালে 48টি দেশকে নিয়ে বসবে বিশ্বকাপের আসর । ফুটবলের সৌন্দর্য্যটাই এভাবে হারিয়ে যাচ্ছে ।

2015 সালে দুর্নীতির পাহাড়প্রমাণ অভিযোগ মাথায় নিয়ে পদ থেকে ইস্তফা দেন ব্লাটার । তার স্থলাভিষিক্ত হন জিয়ান্নি ইনফান্তিনো । যদিও এখনও পর্যন্ত ব্লাটারের বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগই প্রমাণ করা যায়নি । যা নিয়ে ফিফার প্রাক্তন সভাপতি বলেন, "আমার বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণ করা যায়নি । কারণ, আমি কোনও দুর্নীতি করিনি । আমার ইনফান্তিনোর সঙ্গে কোনও সম্পর্ক, যোগাযোগ নেই । আমার প্রতি ওর আচরণ বরাবরই ঔদ্ধত্যপূর্ণ, অসম্মানজনক । ফিফা প্রেসিডেন্টের পদে বসার পর ও একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি ।"

আরও পড়ুন: 'কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া ভুল সিদ্ধান্ত', ফুটবল উৎসবের প্রাক্কালে বিস্ফোরক ব্লাটার

একই সঙ্গে তিনি জানিয়েছেন, ফুটবলের উন্নয়নের কথা বলে কোনওরকম অর্থনৈতিক বা রাজনৈতিক শক্তির কাছে মাথা নোয়ানো ঠিক নয় । তিনি বলেন, "আমার কর্মজীবনে আমি তা করা থেকে বিরত ছিলাম ।" সদ্যসমাপ্ত বিশ্বকাপের আগেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন তিনি । ব্লাটার জানিয়েছিলেন, 2022 ফুটবল বিশ্বকাপ কাতার নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেই হওয়া উচিত ছিল ৷ বিশ্বের এই ফুটবল উৎসব শুরু মাত্র 11 দিন আগেই 'ভুল' স্বীকার করেছিলেন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট (FIFA World Cup to Qatar was a mistake) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.