কলকাতা, 19 জুন : অনলাইনে দাবা টুর্নামেন্টে অংশ নেওয়ার পর এবার ডিজিটাল মিডিয়ায় খেলাটিকে নতুনভাবে আনতে চাইছেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় । আগামী শনিবার আসছে তাঁর ইউটিউব চ্যানেল । দাবা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যাবে সেখান থেকে ।
শেষ তিনমাস লকডাউনের কারণে কার্যত ঘরবন্দী । দীর্ঘদিন পর অনেকটা সময় বাড়িতে থেকে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি । এরই ফাঁকে অনলাইনে দাবা খেলেছেন । এবং সেই অভিজ্ঞতা থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে উপস্থাপনের পরিকল্পনা করেছেন । তাঁরই বাস্তবায়ন শনিবার হতে চলেছে । নিজের ইউটিউব চ্যানেল শুরু করতে চলেছেন তিনি। বলেন, "আমার চ্যানেলে তিনটি বিভাগ থাকবে । প্রথমটিতে থাকবে বিশ্বের সেরা দাবাড়ুদের সঙ্গে কথোপকথন " । প্রথম দিনই বিশ্বনাথন আনন্দের সঙ্গে আড্ডা দেবেন তিনি । বলেন, "আমি আনন্দকে দেখে অনুপ্রাণিত হই । ওর সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি । অনুভব করেছি ওর মত মানুষ হয় না ।" দাবার জটিল তাত্ত্বিক কথার পাশাপাশি ব্যক্তিগত জীবনের অজানা দিক বের করে আনার পরিকল্পনা রয়েছে । সঙ্গে বলেন, "আমি এই খেলোয়াড়দের ঘনিষ্ঠভাবে জানি । আশা করি তাঁদের অনেক অজানা কথা সামনে আসবে । এই শো শুধু নিছক শো হবে না বরং আকর্ষনীয় অনেক কিছু থাকবে ।"
অর্জুন পুরস্কারে সম্মানিত বাঙালি দাবাড়ু এই আড্ডার মেয়াদ কোনও সময়সীমায় বাঁধতে চান না । তবে কুড়ি থেকে তিরিশ মিনিট খোলা মনে কথা বলানোর চেষ্টা করতে চান বলে ইঙ্গিত দিয়েছেন । বাঙালি দাবাড়ু তাঁর ইউটিউব চ্যানেলের দ্বিতীয় পর্যায়ে নতুন প্রজন্মকে সহজভাবে দাবা খেলা শেখানোর ব্যবস্থা করতে চান । টানা ছ'বারের জাতীয় চ্যাম্পিয়ন জানিয়েছেন, এই পর্যায়ে শিক্ষার্থীরা দাবা খেলা শেখার পাশাপাশি বিভিন্ন প্রশ্ন করতে পারবেন । তৃতীয় পর্যায়ে দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে যৌথভাবে বিভিন্ন সেলেব্রিটির অজানা কথা তিনি সামনে আনতে চান ।