ETV Bharat / sports

Bhaichung Bhutia: ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবেই, সমর্থকদের ধৈর্য ধরার পরামর্শ বাইচুংয়ের - Stephen Constantine

ভালো খেলতে ইস্টবেঙ্গলের (East Bengal) আরও কিছুটা সময় লাগবে ৷ তার জন্য ধৈর্য ধরার পরামর্শ দিলেন লাল-হলুদ শিবিরের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) ৷ মঙ্গলবার ইস্টবেঙ্গল তাঁবুতে গিয়ে কোচ কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) সঙ্গেও কথা বলেন তিনি ৷

bhaichung-bhutia-advises-east-bengal-fans-to-be-patient-over-team-performance
bhaichung-bhutia-advises-east-bengal-fans-to-be-patient-over-team-performance
author img

By

Published : Aug 31, 2022, 11:34 AM IST

কলকাতা, 31 অগস্ট: ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, এমনটাই বিশ্বাস করেন লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) ৷ মঙ্গলবার ক্লাবে গিয়ে এমনটাই জানালেন পাহাড়ি বিছে ৷ তবে, তার জন্য কিছুটা ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন এআইএফএফ-এর সভাপতি পদপ্রার্থী ৷ এদিন ইস্টবেঙ্গলের (East Bengal) অনুশীলনের সময় তিনি মাঠেও যান ৷ সেখানে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের সঙ্গেও কথা বলেন বাইচুং ৷

এদিন স্টিফেনের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতার পর বাইচুং সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি জানান, ইস্টবেঙ্গলের বর্তমান নড়বড়ে পরিস্থিতিতে নিয়ে তিনি ভাবিত নন ৷ কারণ, ইস্টবেঙ্গলের দায়িত্ব এখন স্টিফেন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) হাতে ৷ তাঁকে এই দরাজ সার্টিফিকেট যে এমনি এমনি দিচ্ছেন তাও জানিয়েছেন বাইচুং ৷ ভারতীয় দলের কোচ থাকাকালীন স্টিফেন কী করেছিলেন সেটা তুলে ধরেন তিনি ৷ জানান, ভারতের কোচ থাকাকালীন নতুন খেলোয়াড়দের তুলে এনে দল গঠন করেছিলেন ৷ যার ফল ভারত ফিফা ব়্যাঙ্কিংয়ে প্রথম একশোর মধ্যে এসেছিল তাঁর সময়ে ৷

আর তাই ইস্টবেঙ্গলের এই খারাপ সময়টাও স্টিফেনের হাত ধরেই কাটবে বলে বিশ্বাস করেন বাইচুং ৷ কিন্তু, তার জন্য সময় দিতে হবে ৷ তিনি জানান, একটা ভালো দল গড়তে গেলে সময় লাগে ৷ দলের মধ্যে বোঝাপড়া তৈরি করতে হয় ৷ তাই ফলের আশা করতে হলে, একটু ধৈর্য ধরতে হবে । পাশাপাশি তিনি মনে করেন, অভিজ্ঞতার অভাবেই ডার্বিতে জিততে পারেনি ইস্টবেঙ্গল ৷ তাঁর বিশ্বাস নতুন ফুটবলারদের নিয়ে দল গঠন হলেও, ব্রিটিশ কোচের হাত ধরেই সাফল্য আসবে ৷

আরও পড়ুন: লাল-হলুদে এসে রাজনৈতিক মতাদর্শমুক্ত ফেডারেশন গড়ার ডাক বাইচুং'য়ের

কলকাতা, 31 অগস্ট: ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে, এমনটাই বিশ্বাস করেন লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) ৷ মঙ্গলবার ক্লাবে গিয়ে এমনটাই জানালেন পাহাড়ি বিছে ৷ তবে, তার জন্য কিছুটা ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন এআইএফএফ-এর সভাপতি পদপ্রার্থী ৷ এদিন ইস্টবেঙ্গলের (East Bengal) অনুশীলনের সময় তিনি মাঠেও যান ৷ সেখানে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের সঙ্গেও কথা বলেন বাইচুং ৷

এদিন স্টিফেনের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতার পর বাইচুং সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি জানান, ইস্টবেঙ্গলের বর্তমান নড়বড়ে পরিস্থিতিতে নিয়ে তিনি ভাবিত নন ৷ কারণ, ইস্টবেঙ্গলের দায়িত্ব এখন স্টিফেন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) হাতে ৷ তাঁকে এই দরাজ সার্টিফিকেট যে এমনি এমনি দিচ্ছেন তাও জানিয়েছেন বাইচুং ৷ ভারতীয় দলের কোচ থাকাকালীন স্টিফেন কী করেছিলেন সেটা তুলে ধরেন তিনি ৷ জানান, ভারতের কোচ থাকাকালীন নতুন খেলোয়াড়দের তুলে এনে দল গঠন করেছিলেন ৷ যার ফল ভারত ফিফা ব়্যাঙ্কিংয়ে প্রথম একশোর মধ্যে এসেছিল তাঁর সময়ে ৷

আর তাই ইস্টবেঙ্গলের এই খারাপ সময়টাও স্টিফেনের হাত ধরেই কাটবে বলে বিশ্বাস করেন বাইচুং ৷ কিন্তু, তার জন্য সময় দিতে হবে ৷ তিনি জানান, একটা ভালো দল গড়তে গেলে সময় লাগে ৷ দলের মধ্যে বোঝাপড়া তৈরি করতে হয় ৷ তাই ফলের আশা করতে হলে, একটু ধৈর্য ধরতে হবে । পাশাপাশি তিনি মনে করেন, অভিজ্ঞতার অভাবেই ডার্বিতে জিততে পারেনি ইস্টবেঙ্গল ৷ তাঁর বিশ্বাস নতুন ফুটবলারদের নিয়ে দল গঠন হলেও, ব্রিটিশ কোচের হাত ধরেই সাফল্য আসবে ৷

আরও পড়ুন: লাল-হলুদে এসে রাজনৈতিক মতাদর্শমুক্ত ফেডারেশন গড়ার ডাক বাইচুং'য়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.