ETV Bharat / sports

FIFA WC Fever: বাইচুংয়ের বাজি আর্জেন্তিনা, ব্রাজিলকে ঘিরে ফের স্বপ্ন দেখছেন আলভিটো

author img

By

Published : Nov 15, 2022, 9:38 PM IST

প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা আলভিটো ডি'কুনহা (Alvito D'Cunha) শেয়ার করলেন বিশ্বকাপ নিয়ে নানা কথা। কাতারে লিওনেল মেসির আর্জেন্তিনাকেই সমর্থন করছেন ৷ স্পষ্ট জানিয়ে দিলেন বাইচুং।

FIFA WC Fever
বাইচুংয়ের বাজি আর্জেন্তিনা, ব্রাজিলকে ঘিরে ফের স্বপ্ন দেখছেন আলভিটো

কলকাতা, 15 নভেম্বর: ধীরে হলেও পারদ চড়তে শুরু করেছে কাতার ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022)। আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে 2022 ফুটবলে বিশ্বসেরার লড়াই। অংশগ্রহণকারী দেশগুলো স্কোয়াড ঘোষণা করে কাতারে পা রেখেছে। আশি বছরের ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপের আসর বসছে মরশুমের মাঝপথে। ফলে ক্লাব ফুটবল থেকে সাময়িক বিরতি নিয়ে যুযুধান দেশের ফুটবলাররা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হবেন। ফুটবলপাগল ভারতের সমর্থকরাও নিজেদের মত করে বিশ্বকাপ দেখার প্রস্তুতি নিয়ে ফেলেছেন ৷ যেমন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এবং প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা আলভিটো ডি'কুনহা (Bhaichung and Alvito share their thoughts on upcoming football WC)। কাতারে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্তিনাকেই সমর্থন করছেন ৷ স্পষ্ট জানিয়ে দিলেন বাইচুং।

'পাহাড়ি বিছে' বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে ফিরে গেলেন তাঁর ছেলেবেলায়। তাঁর দেখা প্রথম বিশ্বকাপের স্মৃতি নিয়ে নানা কথা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। স্মরণীয় বিশ্বকাপের প্রসঙ্গ উঠতেই বাইচুং বলেন, ''1986 বিশ্বকাপ আমার কাছে সেরা। দিয়েগো মারাদোনার বিশ্বকাপ। আমি তখনও অনেকটাই ছোট। তবে মনে আছে। দারুণ অনুভুতি।'' ছোটবেলার স্মরণীয় বিশ্বকাপ নিয়ে বাইচুং আরও বলেন, ''সেই সময় টেলিভিশন সবে এসেছে। প্রচুর মানুষ একসঙ্গে একটা টেলিভিশনের দিকে চোখ রাখা, গোল হলে আনন্দ করা, এই অনুভূতিগুলো ভীষণ স্পেশাল।''

1986 মারাদোনা-জাদুতে শেষবার বিশ্বকাপ জয় ৷ তারপর আর বিশ্বসেরা হতে পারেনি 'আলবিসেলেস্তে'। এবার দীর্ঘ সেই ট্রফিখরা ঘোচাতে বদ্ধপরিকর নীল-সাদা ব্রিগেড। আর কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা বিশ্বসেরার ট্রফিও ঘরে তুলবে বলে বিশ্বাস প্রাক্তন অধিনায়কের। কাতার বিশ্বকাপের পরই অবসর নেবেন মেসি। তাই মেসির জন্যই এবারের বিশ্বকাপ জিতুক নীল-সাদা ব্রিগেড, চাইছেন ভাইচুং। তিনি বলেন, "আমি চাই এবার বিশ্বকাপ জিতুক আর্জেন্তিনা। কারণ এটাই মেসির শেষ বিশ্বকাপ। সেই জন্যই চাইব ওরা জিতুক।" আর্জেন্তিনার দল নিয়েও বেশ খুশি তিনি

জাতীয় দল এবং ক্লাব ফুটবলে একদা বাইচুংয়ের সতীর্থ আলভিটো ডি'কুনহা অবশ্য মনেপ্রাণে সেলেকাও সমর্থক। প্রথম বিশ্বকাপ দেখার স্মৃতিতে ডুব দিতে গিয়ে গোয়ানিজের মুখেও 1986 মেক্সিকো বিশ্বকাপের কথা। আলভিটো বলেন, "দেখ আমরা সেই সময় একসঙ্গে বসে ফুটবল দেখতাম। পাশের বাড়ির আঙ্কেলের বাড়িতে বসে দেখতাম। অনেক রাতে খেলা হত। ফলে প্রতিবেশী আঙ্কেলের বাড়িতে খেলা দেখতে যাওয়ার অনুমতি মিলত সহজেই। আর ওই আঙ্কেলও ছিলেন বাকিদের মতোই ফুটবল ভক্ত। আমি ব্রাজিলের ভক্ত হলেও মারাদোনাকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম। সেই সময় ফুটবল সবে খেলছি। বাঁ-পায়ের ফুটবলার আমিও। মারাদোনার মতো ফুটবল তো সম্ভব নয়। উনি ঈশ্বর। কিন্তু আমিও বাঁ-পায়ে ফুটবল খেলি এটা ভাবলেই তৃপ্তি পাই।"

আরও পড়ুন: শুধু নেইমার নন, তিতের ভাবনায় তাঁর ন'জন ফরোয়ার্ডই

প্রথমবার মাঝ মরশুমে বিশ্বকাপের আসর ৷ তাই কঠিন হবে বলে মনে করছেন প্রাক্তন লাল-হলুদ তারকা। প্রাণের ব্রাজিলকে নিয়ে আলভিটো বলছেন, "ব্যক্তিগতভাবে আমি ব্রাজিলের সাপোর্টার। কয়েকদিন আগে কাফুর সঙ্গে কলকাতায় দেখা হল। সেইসময় ব্রাজিল দল সম্পর্কে খোঁজ নিলাম। ও তো বলল তিতের দল এবার অনেক বেশি তৈরি। নেইমার-নির্ভরতা দলের শক্তি, মনে করছেন কাফু। আমিও সেইভাবেই ব্রাজিলকে দেখছি। তবে এবার মেসি-ম্যাজিকের অপেক্ষায়। ফুটবল জীবনের শেষ বিশ্বকাপে নিংড়ে দেবে ও। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দারুণ কিছু করবে বলে মনে করি না। সব কিছু ছাপিয়ে আমি বল গড়ানোর অপেক্ষায় রয়েছি ৷"

কলকাতা, 15 নভেম্বর: ধীরে হলেও পারদ চড়তে শুরু করেছে কাতার ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022)। আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে 2022 ফুটবলে বিশ্বসেরার লড়াই। অংশগ্রহণকারী দেশগুলো স্কোয়াড ঘোষণা করে কাতারে পা রেখেছে। আশি বছরের ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপের আসর বসছে মরশুমের মাঝপথে। ফলে ক্লাব ফুটবল থেকে সাময়িক বিরতি নিয়ে যুযুধান দেশের ফুটবলাররা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হবেন। ফুটবলপাগল ভারতের সমর্থকরাও নিজেদের মত করে বিশ্বকাপ দেখার প্রস্তুতি নিয়ে ফেলেছেন ৷ যেমন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এবং প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা আলভিটো ডি'কুনহা (Bhaichung and Alvito share their thoughts on upcoming football WC)। কাতারে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্তিনাকেই সমর্থন করছেন ৷ স্পষ্ট জানিয়ে দিলেন বাইচুং।

'পাহাড়ি বিছে' বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে ফিরে গেলেন তাঁর ছেলেবেলায়। তাঁর দেখা প্রথম বিশ্বকাপের স্মৃতি নিয়ে নানা কথা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। স্মরণীয় বিশ্বকাপের প্রসঙ্গ উঠতেই বাইচুং বলেন, ''1986 বিশ্বকাপ আমার কাছে সেরা। দিয়েগো মারাদোনার বিশ্বকাপ। আমি তখনও অনেকটাই ছোট। তবে মনে আছে। দারুণ অনুভুতি।'' ছোটবেলার স্মরণীয় বিশ্বকাপ নিয়ে বাইচুং আরও বলেন, ''সেই সময় টেলিভিশন সবে এসেছে। প্রচুর মানুষ একসঙ্গে একটা টেলিভিশনের দিকে চোখ রাখা, গোল হলে আনন্দ করা, এই অনুভূতিগুলো ভীষণ স্পেশাল।''

1986 মারাদোনা-জাদুতে শেষবার বিশ্বকাপ জয় ৷ তারপর আর বিশ্বসেরা হতে পারেনি 'আলবিসেলেস্তে'। এবার দীর্ঘ সেই ট্রফিখরা ঘোচাতে বদ্ধপরিকর নীল-সাদা ব্রিগেড। আর কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা বিশ্বসেরার ট্রফিও ঘরে তুলবে বলে বিশ্বাস প্রাক্তন অধিনায়কের। কাতার বিশ্বকাপের পরই অবসর নেবেন মেসি। তাই মেসির জন্যই এবারের বিশ্বকাপ জিতুক নীল-সাদা ব্রিগেড, চাইছেন ভাইচুং। তিনি বলেন, "আমি চাই এবার বিশ্বকাপ জিতুক আর্জেন্তিনা। কারণ এটাই মেসির শেষ বিশ্বকাপ। সেই জন্যই চাইব ওরা জিতুক।" আর্জেন্তিনার দল নিয়েও বেশ খুশি তিনি

জাতীয় দল এবং ক্লাব ফুটবলে একদা বাইচুংয়ের সতীর্থ আলভিটো ডি'কুনহা অবশ্য মনেপ্রাণে সেলেকাও সমর্থক। প্রথম বিশ্বকাপ দেখার স্মৃতিতে ডুব দিতে গিয়ে গোয়ানিজের মুখেও 1986 মেক্সিকো বিশ্বকাপের কথা। আলভিটো বলেন, "দেখ আমরা সেই সময় একসঙ্গে বসে ফুটবল দেখতাম। পাশের বাড়ির আঙ্কেলের বাড়িতে বসে দেখতাম। অনেক রাতে খেলা হত। ফলে প্রতিবেশী আঙ্কেলের বাড়িতে খেলা দেখতে যাওয়ার অনুমতি মিলত সহজেই। আর ওই আঙ্কেলও ছিলেন বাকিদের মতোই ফুটবল ভক্ত। আমি ব্রাজিলের ভক্ত হলেও মারাদোনাকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম। সেই সময় ফুটবল সবে খেলছি। বাঁ-পায়ের ফুটবলার আমিও। মারাদোনার মতো ফুটবল তো সম্ভব নয়। উনি ঈশ্বর। কিন্তু আমিও বাঁ-পায়ে ফুটবল খেলি এটা ভাবলেই তৃপ্তি পাই।"

আরও পড়ুন: শুধু নেইমার নন, তিতের ভাবনায় তাঁর ন'জন ফরোয়ার্ডই

প্রথমবার মাঝ মরশুমে বিশ্বকাপের আসর ৷ তাই কঠিন হবে বলে মনে করছেন প্রাক্তন লাল-হলুদ তারকা। প্রাণের ব্রাজিলকে নিয়ে আলভিটো বলছেন, "ব্যক্তিগতভাবে আমি ব্রাজিলের সাপোর্টার। কয়েকদিন আগে কাফুর সঙ্গে কলকাতায় দেখা হল। সেইসময় ব্রাজিল দল সম্পর্কে খোঁজ নিলাম। ও তো বলল তিতের দল এবার অনেক বেশি তৈরি। নেইমার-নির্ভরতা দলের শক্তি, মনে করছেন কাফু। আমিও সেইভাবেই ব্রাজিলকে দেখছি। তবে এবার মেসি-ম্যাজিকের অপেক্ষায়। ফুটবল জীবনের শেষ বিশ্বকাপে নিংড়ে দেবে ও। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দারুণ কিছু করবে বলে মনে করি না। সব কিছু ছাপিয়ে আমি বল গড়ানোর অপেক্ষায় রয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.