ETV Bharat / sports

Bengal Wins Gold: নরহরির হ্যাটট্রিকে সন্তোষের প্রতিশোধ, 'কেরল বধ' করে জাতীয় চ্যাম্পিয়ন বাংলা - নরহরি শ্রেষ্টা

সন্তোষ ট্রফিতে হারের বদলা ন্যাশনাল গেমসের ফাইনালে নিল বাংলা (Bengal Men's Football Team Wins Gold)। 5-0 গোলে সন্তোষ ট্রফি (Santosh Trophy) চ্যাম্পিয়নদের উড়িয়ে জাতীয় গেমসে সোনা বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেদের।

Bengal Men's Football Team Wins Gold
নরহরির হ্যাটট্রিকে ফুটবলে জাতীয় গেমসে সোনা পেল বাংলা
author img

By

Published : Oct 11, 2022, 10:31 PM IST

কলকাতা, 11 অক্টোবর: পঞ্জাবকে হারিয়ে হয়েছিল শুরুটা ৷ আর শেষটা হল কেরলকে হারিয়ে মধুর প্রতিশোধে ৷ জাতীয় গেমস ফুটবলে সোনা পেল বাংলা (Bengal Men's Football Team Wins Gold) । ফাইনালে কেরলকে 5-0 গোলে সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনালে হারের মধুর বদলা নিল বাংলা ৷ জাতীয় গেমসে বাংলার এই সোনাজয়ের নায়ক নরহরি শ্রেষ্ঠা। তাঁর হ্যাটট্রিকেই চ্যাম্পিয়ন বাংলা ৷ দলের পাঁচ গোলের মধ্যে তিনটি এল তাঁর পা থেকে। বাকি দু'টি গোল রবি হাঁসদা এবং অমিত চক্রবর্তীর।

প্রথম থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেছিল বাংলা। পুরো প্রতিযোগিতা জুড়েই প্রতিপক্ষের ওপর কার্যত স্টিম রোলার চালিয়েছে বাংলার ছেলেরা। ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। বিরতির আগেই তিন গোলে এগিয়ে গিয়েছিল বিশ্বজিতের দল। রবি হাঁসদার গোলে এদিন প্রথম কেরলের রক্ষণ ভাঙে। এরপর বাকি সময়টা নরহরি শ্রেষ্ঠার আধিপত্য চলে।

বিরতির আগে জোড়া গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। বাংলার পাঁচ নম্বর গোল আসে অমিত চক্রবর্তীর পা থেকে। তবে ফাইনালের নায়ক নরহরি। চলতি কলকাতা লিগে এখনও পর্যন্ত কাস্টমসের হয়ে সর্বোচ্চ গোল করেছেন তিনি। এর আগে পিয়ারলেস এবং ভবানীপুর ক্লাবের হয়েও খেলেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপে নামছে মেয়ে, প্রশাসনের দেওয়া টিভি'তেই 'দলনেত্রী'কে দেখবে পরিবার

দমদমের একটি স্কুলে গ্রুপ-ডির (Group-D) কর্মীর ছেলে নরহরি ৷ কলকাতা ময়দানের চেনা মুখ। সোনাজয়ের পরে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, "এই জয়ের পুরোটাই ছেলেদের কৃতিত্ব। সন্তোষ ট্রফিতে কেরলের বিরুদ্ধে ম্যাচ হওয়ার পরেই পুরো দলটা তেতে ছিল। ওরা কথা দিয়েছিল সোনা নিয়ে ফিরবে। সেটাই করেছে। একই সঙ্গে প্রমাণ হল বাংলার ফুটবলে প্রতিভার অভাব নেই।"

কলকাতা, 11 অক্টোবর: পঞ্জাবকে হারিয়ে হয়েছিল শুরুটা ৷ আর শেষটা হল কেরলকে হারিয়ে মধুর প্রতিশোধে ৷ জাতীয় গেমস ফুটবলে সোনা পেল বাংলা (Bengal Men's Football Team Wins Gold) । ফাইনালে কেরলকে 5-0 গোলে সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনালে হারের মধুর বদলা নিল বাংলা ৷ জাতীয় গেমসে বাংলার এই সোনাজয়ের নায়ক নরহরি শ্রেষ্ঠা। তাঁর হ্যাটট্রিকেই চ্যাম্পিয়ন বাংলা ৷ দলের পাঁচ গোলের মধ্যে তিনটি এল তাঁর পা থেকে। বাকি দু'টি গোল রবি হাঁসদা এবং অমিত চক্রবর্তীর।

প্রথম থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেছিল বাংলা। পুরো প্রতিযোগিতা জুড়েই প্রতিপক্ষের ওপর কার্যত স্টিম রোলার চালিয়েছে বাংলার ছেলেরা। ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। বিরতির আগেই তিন গোলে এগিয়ে গিয়েছিল বিশ্বজিতের দল। রবি হাঁসদার গোলে এদিন প্রথম কেরলের রক্ষণ ভাঙে। এরপর বাকি সময়টা নরহরি শ্রেষ্ঠার আধিপত্য চলে।

বিরতির আগে জোড়া গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। বাংলার পাঁচ নম্বর গোল আসে অমিত চক্রবর্তীর পা থেকে। তবে ফাইনালের নায়ক নরহরি। চলতি কলকাতা লিগে এখনও পর্যন্ত কাস্টমসের হয়ে সর্বোচ্চ গোল করেছেন তিনি। এর আগে পিয়ারলেস এবং ভবানীপুর ক্লাবের হয়েও খেলেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপে নামছে মেয়ে, প্রশাসনের দেওয়া টিভি'তেই 'দলনেত্রী'কে দেখবে পরিবার

দমদমের একটি স্কুলে গ্রুপ-ডির (Group-D) কর্মীর ছেলে নরহরি ৷ কলকাতা ময়দানের চেনা মুখ। সোনাজয়ের পরে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, "এই জয়ের পুরোটাই ছেলেদের কৃতিত্ব। সন্তোষ ট্রফিতে কেরলের বিরুদ্ধে ম্যাচ হওয়ার পরেই পুরো দলটা তেতে ছিল। ওরা কথা দিয়েছিল সোনা নিয়ে ফিরবে। সেটাই করেছে। একই সঙ্গে প্রমাণ হল বাংলার ফুটবলে প্রতিভার অভাব নেই।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.