ETV Bharat / sports

Santosh Trophy 2022-23: এগিয়ে গিয়েও হার, সন্তোষ ট্রফির প্রাথমিক পর্বে বিদায়ের আশঙ্কা বাংলার - সন্তোষ ট্রফি

সার্ভিসেসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হারল বাংলা ৷ তার জেরে সন্তোষ ট্রফির (Santosh Trophy 2022-23) প্রাথমিক পর্যায় থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷ এদিন ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও, হারতে হল বাংলাকে ৷

Santosh Trophy 2022-23 ETV BHARAT
Santosh Trophy 2022-23
author img

By

Published : Feb 13, 2023, 1:06 PM IST

ভুবনেশ্বর, 13 ফেব্রুয়ারি: সন্তোষ ট্রফির প্রাথমিক পর্ব থেকেই বাংলার বিদায়ের আশঙ্কা ৷ সোমবার ভুবনেশ্বরে সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে 2-1 গোলে হারল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল (Bengal Loss 2-1 Against Services) ৷ গ্রুপ পর্যায়ে শীর্ষস্থানে শেষ করে মূলপর্বে পৌঁছে ছিল বাংলা ৷ কিন্তু, সেই ফর্ম ধরে রাখতে ব্যর্থ বাংলার ছেলেরা ৷ এদিন বাংলাকে প্রথম 14 মিনিটে গোল করে এগিয়ে দেন নরহরি শ্রেষ্ঠা ৷ কিন্তু শেষমেশ ক্রিস্টোফার কামেই এবং বিকাশ থাপার গোলে ম্যাচ জেতে সার্ভিসেস ৷

প্রথম ম্যাচে দিল্লির সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে পুরো পয়েন্ট পাওয়া দরকার ছিল বাংলার ৷ কারণ, পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার দৌড়ে প্রথম ম্যাচের ড্র বিশ্বজিৎ ভট্টাচার্যের দলকে খানিকটা পিছিয়ে দিয়েছিল ৷ তাই শক্তিশালী সার্ভিসেসের চ্যালেঞ্জ কঠিন হবে এই আশঙ্কা ছিল বাংলার কোচের মাথায় ৷ জাতীয় গেমসে সার্ভিসেসকে পরাজিত করেছিল বাংলা ৷ সন্তোষ ট্রফিতেও সার্ভিসেসকে রুখে দেওয়া যাবে মনে করা হয়েছিল ৷ 14 মিনিটে নরহরি শ্রেষ্ঠা গোল করে সেই কাজ খানিকটা এগিয়েও দেন ৷

কিন্তু, পিছিয়ে পড়ে চাপ বাড়াতে থাকে সার্ভিসেস ৷ প্রত্যাঘাতে প্রতিপক্ষকে থামানোর চেষ্টা করছিলেন সুরজিৎ হাঁসদা থেকে শুরু করে তারক হেমব্রমরা ৷ ফিটনেস সমস্যা বা চোট আঘাত বাংলার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় ৷ 41 মিনিটে ক্রিস্টোফার কামেই সার্ভিসেসকে সমতায় ফেরান ৷ হাফ টাইমের পর ফের দু’দল গোল করার জন্য মরিয়া চেষ্টা চালায় ৷ কিন্তু, একাধিক সুযোগ তৈরি হলেও সেখান থেকে গোল করতে ব্যর্থ হন বাংলার ফুটবলাররা ৷ তাছাড়া বাংলার রক্ষণকে বেশ খানিকটা নড়বড়ে দেখিয়েছে ৷

শেষ পর্যন্ত 82 মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা বিকাশ থাপা সার্ভিসেসের হয়ে জয়সূচক গোল করেন ৷ খারাপ মাঠ, সকাল নটায় খেলার ঝক্কি সামলে জয় ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছিল বিশ্বজিৎ ভট্টাচার্যের দলের সামনে ৷ কিন্তু, চোট-আঘাত দলের জয়ের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াল বলে জানাচ্ছেন তিনি ৷ প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে হারের পর হাতে তিনটে ম্যাচ থাকলেও পরের পর্বে যাওয়ার আশা ক্ষীণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: নরহরির জোড়া গোল, ড্র দিয়ে সন্তোষ অভিযান শুরু বাংলার

কারণ, সার্ভিসেস ইতিমধ্যে 6 পয়েন্ট পেয়েছে ৷ এমনকী মণিপুরও এগিয়ে রয়েছে বাংলার থেকে ৷ প্রতিটি গ্রুপ থেকে দু’টো করে দল পরের পর্বে যাবে ৷ এই অবস্থায় বাংলা সর্বোচ্চ দশ পয়েন্ট পেতে পারে ৷ ইতিমধ্যে, পাঁচ পয়েন্টের ব্যবধান রয়েছে টেবিলের 2 নম্বর দলের থেকে ৷ এই ব্যবধান মিটিয়ে পরের পর্বে যাওয়া কার্যত কঠিন বলে মনে করছেন বিশ্বজিৎ ভট্টাচার্য ৷ বুধবার ফের ম্যাচ ৷ রিকভারির সময় নেই ৷ চোট আঘাত সারিয়ে তোলার সুযোগ মিলছে না ৷ সবমিলিয়ে দ্বিতীয় ম্যাচের হারে গতবারে সন্তোষ ট্রফির রানার্সদের প্রাথমিক পর্ব থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷

ভুবনেশ্বর, 13 ফেব্রুয়ারি: সন্তোষ ট্রফির প্রাথমিক পর্ব থেকেই বাংলার বিদায়ের আশঙ্কা ৷ সোমবার ভুবনেশ্বরে সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে 2-1 গোলে হারল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল (Bengal Loss 2-1 Against Services) ৷ গ্রুপ পর্যায়ে শীর্ষস্থানে শেষ করে মূলপর্বে পৌঁছে ছিল বাংলা ৷ কিন্তু, সেই ফর্ম ধরে রাখতে ব্যর্থ বাংলার ছেলেরা ৷ এদিন বাংলাকে প্রথম 14 মিনিটে গোল করে এগিয়ে দেন নরহরি শ্রেষ্ঠা ৷ কিন্তু শেষমেশ ক্রিস্টোফার কামেই এবং বিকাশ থাপার গোলে ম্যাচ জেতে সার্ভিসেস ৷

প্রথম ম্যাচে দিল্লির সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে পুরো পয়েন্ট পাওয়া দরকার ছিল বাংলার ৷ কারণ, পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার দৌড়ে প্রথম ম্যাচের ড্র বিশ্বজিৎ ভট্টাচার্যের দলকে খানিকটা পিছিয়ে দিয়েছিল ৷ তাই শক্তিশালী সার্ভিসেসের চ্যালেঞ্জ কঠিন হবে এই আশঙ্কা ছিল বাংলার কোচের মাথায় ৷ জাতীয় গেমসে সার্ভিসেসকে পরাজিত করেছিল বাংলা ৷ সন্তোষ ট্রফিতেও সার্ভিসেসকে রুখে দেওয়া যাবে মনে করা হয়েছিল ৷ 14 মিনিটে নরহরি শ্রেষ্ঠা গোল করে সেই কাজ খানিকটা এগিয়েও দেন ৷

কিন্তু, পিছিয়ে পড়ে চাপ বাড়াতে থাকে সার্ভিসেস ৷ প্রত্যাঘাতে প্রতিপক্ষকে থামানোর চেষ্টা করছিলেন সুরজিৎ হাঁসদা থেকে শুরু করে তারক হেমব্রমরা ৷ ফিটনেস সমস্যা বা চোট আঘাত বাংলার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় ৷ 41 মিনিটে ক্রিস্টোফার কামেই সার্ভিসেসকে সমতায় ফেরান ৷ হাফ টাইমের পর ফের দু’দল গোল করার জন্য মরিয়া চেষ্টা চালায় ৷ কিন্তু, একাধিক সুযোগ তৈরি হলেও সেখান থেকে গোল করতে ব্যর্থ হন বাংলার ফুটবলাররা ৷ তাছাড়া বাংলার রক্ষণকে বেশ খানিকটা নড়বড়ে দেখিয়েছে ৷

শেষ পর্যন্ত 82 মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামা বিকাশ থাপা সার্ভিসেসের হয়ে জয়সূচক গোল করেন ৷ খারাপ মাঠ, সকাল নটায় খেলার ঝক্কি সামলে জয় ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছিল বিশ্বজিৎ ভট্টাচার্যের দলের সামনে ৷ কিন্তু, চোট-আঘাত দলের জয়ের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াল বলে জানাচ্ছেন তিনি ৷ প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে হারের পর হাতে তিনটে ম্যাচ থাকলেও পরের পর্বে যাওয়ার আশা ক্ষীণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: নরহরির জোড়া গোল, ড্র দিয়ে সন্তোষ অভিযান শুরু বাংলার

কারণ, সার্ভিসেস ইতিমধ্যে 6 পয়েন্ট পেয়েছে ৷ এমনকী মণিপুরও এগিয়ে রয়েছে বাংলার থেকে ৷ প্রতিটি গ্রুপ থেকে দু’টো করে দল পরের পর্বে যাবে ৷ এই অবস্থায় বাংলা সর্বোচ্চ দশ পয়েন্ট পেতে পারে ৷ ইতিমধ্যে, পাঁচ পয়েন্টের ব্যবধান রয়েছে টেবিলের 2 নম্বর দলের থেকে ৷ এই ব্যবধান মিটিয়ে পরের পর্বে যাওয়া কার্যত কঠিন বলে মনে করছেন বিশ্বজিৎ ভট্টাচার্য ৷ বুধবার ফের ম্যাচ ৷ রিকভারির সময় নেই ৷ চোট আঘাত সারিয়ে তোলার সুযোগ মিলছে না ৷ সবমিলিয়ে দ্বিতীয় ম্যাচের হারে গতবারে সন্তোষ ট্রফির রানার্সদের প্রাথমিক পর্ব থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.