ETV Bharat / sports

Virat on Roger-Rafa Moment: ‘বিউটি অফ স্পোর্টস’, রজার-নাদাল মুহূর্তে আবেগপ্রবণ বিরাট - Virat on Roger Rafa Moment

রজার ফেডেরারের শেষ ম্যাচে আবেগ প্রবণ দেখিয়েছে রাফায়েল নাদালকেও (Roger Federer and Rafael Nadal Emotional Moment) ৷ সেই মুহূর্তের সাক্ষী থেকে ক্রীড়া বিশ্ব ৷ আর সেই আবেগ প্রবণ মুহূর্তে আপ্লুত বিরাট কোহলিও (Virat on Roger-Rafa Moment) ৷

Beauty of Sports Virat Kohli Reacts on Roger Federer and Rafael Nadal Emotional Moment
Beauty of Sports Virat Kohli Reacts on Roger Federer and Rafael Nadal Emotional Moment
author img

By

Published : Sep 24, 2022, 4:17 PM IST

Updated : Sep 24, 2022, 5:17 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: লেভার কাপে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার ৷ ডাবলসে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন, টেনিস কোর্টে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ৷ কিন্তু, ম্যাচ শেষে ফেডেক্সের (Fedex) বিদায়ে আবেগতাড়িত হয়ে পড়েন বন্ধু রাফা (Roger Federer and Rafael Nadal Emotional Moment) ৷ আর সেই মুহূর্তটা দেখে আবেগপ্রবণ সমগ্র বিশ্ব ৷ বাদ গেলেন না বিরাট কোহলিও (Virat Kohli) ৷ সোশাল মিডিয়ায় রজা-রাফার এই আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করে প্রাক্তন ভারত অধিনায়ক লিখলেন, ‘বিউটি অফ স্পোর্টস’ (Virat on Roger-Rafa Moment) ৷

এদিন বিরাট তাঁর সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘কেউ কখনও ভেবেছিল দুই প্রতিদ্বন্দ্বীর একে অপরের প্রতি এমন অনুভূতি হতে পারে ৷ এটাই খেলার সৌন্দর্যতা ৷ এটাই আমার কাছে সেরা প্রেরণাদায়ক ছবি ৷’’ রজার এবং রাফাকে নিয়ে করা বিরাটের এই টুইটে পরের বাক্যটি আরও অর্থবহ ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘যখন আপনার সঙ্গীরা আপনার জন্য কাঁদেন, তখন আপনি জানবেন ঈশ্বরের দেওয়া প্রতিভাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন ৷ এই দু’জনের প্রতি শ্রদ্ধা ছাড়া অন্যকিছু আসে না ৷’’

আরও পড়ুন: বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ ফেডেরার, চোখে জল বন্ধু নাদালের

বিরাটের এই টুইট পোস্ট হতেই কমেন্ট সেকশনে সুনামি আসে ৷ যেখানে রজার ফেডেরারের মতো বিরাটকেও কিংবদন্তির আসেন বসিয়েছেন তাঁর অনুরাগীরা ৷ পাশাপাশি, বিরাটের ব্যাটে আরও বড় ইনিংসের আশা প্রকাশ করেছেন তাঁরা ৷ তবে, শুধু বিরাট নন, রজা-রাফার এই বন্ধুত্বের মুহূর্তে আপ্লুত জসপ্রীত বুমরা, সাইনা নেহওয়াল, কেএল রাহুল সকলেই ৷ যদিও লেভার কাপের (Laver Cup 2022) ডাবলসে এদিন নাদালের সঙ্গে জুটি বেঁধেও ম্যাচ জিততে পারেননি ফেডেরার ৷ ওয়ার্ল্ড টিমের দুই প্রতিপক্ষের কাছে তিন সেটের গেমে ম্যাচ হারতে হয়েছে তাঁদের ৷ ম্যাচের ফল 6-4, 6-7 (2-7), 9-11.

আরও পড়ুন: দাদার শুরু-দিদির শেষ, বাঙালির ক্রিকেট রোমান্সের সাক্ষী লর্ডস

কলকাতা, 24 সেপ্টেম্বর: লেভার কাপে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার ৷ ডাবলসে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন, টেনিস কোর্টে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ৷ কিন্তু, ম্যাচ শেষে ফেডেক্সের (Fedex) বিদায়ে আবেগতাড়িত হয়ে পড়েন বন্ধু রাফা (Roger Federer and Rafael Nadal Emotional Moment) ৷ আর সেই মুহূর্তটা দেখে আবেগপ্রবণ সমগ্র বিশ্ব ৷ বাদ গেলেন না বিরাট কোহলিও (Virat Kohli) ৷ সোশাল মিডিয়ায় রজা-রাফার এই আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করে প্রাক্তন ভারত অধিনায়ক লিখলেন, ‘বিউটি অফ স্পোর্টস’ (Virat on Roger-Rafa Moment) ৷

এদিন বিরাট তাঁর সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘কেউ কখনও ভেবেছিল দুই প্রতিদ্বন্দ্বীর একে অপরের প্রতি এমন অনুভূতি হতে পারে ৷ এটাই খেলার সৌন্দর্যতা ৷ এটাই আমার কাছে সেরা প্রেরণাদায়ক ছবি ৷’’ রজার এবং রাফাকে নিয়ে করা বিরাটের এই টুইটে পরের বাক্যটি আরও অর্থবহ ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘যখন আপনার সঙ্গীরা আপনার জন্য কাঁদেন, তখন আপনি জানবেন ঈশ্বরের দেওয়া প্রতিভাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন ৷ এই দু’জনের প্রতি শ্রদ্ধা ছাড়া অন্যকিছু আসে না ৷’’

আরও পড়ুন: বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ ফেডেরার, চোখে জল বন্ধু নাদালের

বিরাটের এই টুইট পোস্ট হতেই কমেন্ট সেকশনে সুনামি আসে ৷ যেখানে রজার ফেডেরারের মতো বিরাটকেও কিংবদন্তির আসেন বসিয়েছেন তাঁর অনুরাগীরা ৷ পাশাপাশি, বিরাটের ব্যাটে আরও বড় ইনিংসের আশা প্রকাশ করেছেন তাঁরা ৷ তবে, শুধু বিরাট নন, রজা-রাফার এই বন্ধুত্বের মুহূর্তে আপ্লুত জসপ্রীত বুমরা, সাইনা নেহওয়াল, কেএল রাহুল সকলেই ৷ যদিও লেভার কাপের (Laver Cup 2022) ডাবলসে এদিন নাদালের সঙ্গে জুটি বেঁধেও ম্যাচ জিততে পারেননি ফেডেরার ৷ ওয়ার্ল্ড টিমের দুই প্রতিপক্ষের কাছে তিন সেটের গেমে ম্যাচ হারতে হয়েছে তাঁদের ৷ ম্যাচের ফল 6-4, 6-7 (2-7), 9-11.

আরও পড়ুন: দাদার শুরু-দিদির শেষ, বাঙালির ক্রিকেট রোমান্সের সাক্ষী লর্ডস

Last Updated : Sep 24, 2022, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.