কলকাতা, 24 সেপ্টেম্বর: লেভার কাপে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে টেনিস কোর্টকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার ৷ ডাবলসে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন, টেনিস কোর্টে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ৷ কিন্তু, ম্যাচ শেষে ফেডেক্সের (Fedex) বিদায়ে আবেগতাড়িত হয়ে পড়েন বন্ধু রাফা (Roger Federer and Rafael Nadal Emotional Moment) ৷ আর সেই মুহূর্তটা দেখে আবেগপ্রবণ সমগ্র বিশ্ব ৷ বাদ গেলেন না বিরাট কোহলিও (Virat Kohli) ৷ সোশাল মিডিয়ায় রজা-রাফার এই আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করে প্রাক্তন ভারত অধিনায়ক লিখলেন, ‘বিউটি অফ স্পোর্টস’ (Virat on Roger-Rafa Moment) ৷
এদিন বিরাট তাঁর সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘কেউ কখনও ভেবেছিল দুই প্রতিদ্বন্দ্বীর একে অপরের প্রতি এমন অনুভূতি হতে পারে ৷ এটাই খেলার সৌন্দর্যতা ৷ এটাই আমার কাছে সেরা প্রেরণাদায়ক ছবি ৷’’ রজার এবং রাফাকে নিয়ে করা বিরাটের এই টুইটে পরের বাক্যটি আরও অর্থবহ ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘যখন আপনার সঙ্গীরা আপনার জন্য কাঁদেন, তখন আপনি জানবেন ঈশ্বরের দেওয়া প্রতিভাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন ৷ এই দু’জনের প্রতি শ্রদ্ধা ছাড়া অন্যকিছু আসে না ৷’’
আরও পড়ুন: বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ ফেডেরার, চোখে জল বন্ধু নাদালের
-
Who thought rivals can feel like this towards each other. That’s the beauty of sport. This is the most beautiful sporting picture ever for me🙌❤️🫶🏼. When your companions cry for you, you know why you’ve been able to do with your god given talent.Nothing but respect for these 2. pic.twitter.com/X2VRbaP0A0
— Virat Kohli (@imVkohli) September 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Who thought rivals can feel like this towards each other. That’s the beauty of sport. This is the most beautiful sporting picture ever for me🙌❤️🫶🏼. When your companions cry for you, you know why you’ve been able to do with your god given talent.Nothing but respect for these 2. pic.twitter.com/X2VRbaP0A0
— Virat Kohli (@imVkohli) September 24, 2022Who thought rivals can feel like this towards each other. That’s the beauty of sport. This is the most beautiful sporting picture ever for me🙌❤️🫶🏼. When your companions cry for you, you know why you’ve been able to do with your god given talent.Nothing but respect for these 2. pic.twitter.com/X2VRbaP0A0
— Virat Kohli (@imVkohli) September 24, 2022
বিরাটের এই টুইট পোস্ট হতেই কমেন্ট সেকশনে সুনামি আসে ৷ যেখানে রজার ফেডেরারের মতো বিরাটকেও কিংবদন্তির আসেন বসিয়েছেন তাঁর অনুরাগীরা ৷ পাশাপাশি, বিরাটের ব্যাটে আরও বড় ইনিংসের আশা প্রকাশ করেছেন তাঁরা ৷ তবে, শুধু বিরাট নন, রজা-রাফার এই বন্ধুত্বের মুহূর্তে আপ্লুত জসপ্রীত বুমরা, সাইনা নেহওয়াল, কেএল রাহুল সকলেই ৷ যদিও লেভার কাপের (Laver Cup 2022) ডাবলসে এদিন নাদালের সঙ্গে জুটি বেঁধেও ম্যাচ জিততে পারেননি ফেডেরার ৷ ওয়ার্ল্ড টিমের দুই প্রতিপক্ষের কাছে তিন সেটের গেমে ম্যাচ হারতে হয়েছে তাঁদের ৷ ম্যাচের ফল 6-4, 6-7 (2-7), 9-11.
আরও পড়ুন: দাদার শুরু-দিদির শেষ, বাঙালির ক্রিকেট রোমান্সের সাক্ষী লর্ডস