নয়াদিল্লি, 30 ডিসেম্বর: বেশ কয়েক মাস ধরে টালমাটাল কুস্তি সংস্থা ৷ একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে ভারতীয় কুস্তি সংস্থায় ৷ ভারতীয় রেসলিং ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে সঞ্জয় সিংয়ের নির্বাচন ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক। প্রতিবাদে পদক ফেরানোর পাশাপাশি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকজন কুস্তিগীর। ভারতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ডও করে দিয়েছে ক্রীড়া মন্ত্রক ৷ পদকজয়ী বজরং পুনিয়া এবার 2024-এর অলিম্পিক্স নিয়ে সরব হলেন ৷
শনিবার তিনি এক্সে লেখেন, "খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য কোনও জাতীয় আয়োজন বা কোনও ক্যাম্পও করা হয়নি। 7 মাস পর অলিম্পিক্সে ৷ কিন্তু কেউই অলিম্পিক্স নিয়ে সিরিয়াস বলে মনে হচ্ছে না ৷ যেখানে কুস্তিগীররা গত চারটি অলিম্পিক্সে একাধিক পদক দিয়েছে ভারতকে। তাই ক্রীড়া মন্ত্রককে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কুস্তির যাবতীয় কার্যক্রম শুরু করার অনুরোধ করছি ৷ যাতে খেলোয়াড়দের ভবিষ্যৎ রক্ষা করা যায়।"
এর আগে, পদ্মশ্রী সম্মান ফেরত দেওয়ার জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী বজরং পুনিয়া। কিন্তু তাঁর দেখা না-পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন বজরং। সংসদের বাইরে রাস্তায় নিজের পদ্মশ্রী পদক ছুড়ে ফেলে দিয়ে এসেছিলেন তিনি। এরপর তাঁর মতোই প্রতিবাদে সরব হয়েছিলেন দেশের অন্য কুস্তিগীরেরাও। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাওয়া পদক ফেরাতে শুরু করেছিলেন তাঁরা। বজরংও জানিয়েছিলেন, যত দিন না যৌন হেনস্থার শিকার হওয়া তাঁর কুস্তিগীর ভাইবোনেরা দেশের সরকারের কাছ থেকে সুবিচার পাচ্ছেন, তত দিন তিনি পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেবেন না।
-
पिछले कई महीना से कुश्ती का कामकाज ठप है. न कोई नेशनल हुआ है और न ही खिलाड़ियों को तैयार करने के लिए कैम्प लगे हैं. 7 महीने बाद ओलंपिक खेल भी हैं लेकिन कोई भी ओलंपिक के लिए गंभीर नहीं दिख रहा जबकि पिछले चार ओलंपिक्स में कुश्ती ने लगातार चार मेडल दिए हैं.
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) December 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
खेल मंत्रालय से निवेदन…
">पिछले कई महीना से कुश्ती का कामकाज ठप है. न कोई नेशनल हुआ है और न ही खिलाड़ियों को तैयार करने के लिए कैम्प लगे हैं. 7 महीने बाद ओलंपिक खेल भी हैं लेकिन कोई भी ओलंपिक के लिए गंभीर नहीं दिख रहा जबकि पिछले चार ओलंपिक्स में कुश्ती ने लगातार चार मेडल दिए हैं.
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) December 30, 2023
खेल मंत्रालय से निवेदन…पिछले कई महीना से कुश्ती का कामकाज ठप है. न कोई नेशनल हुआ है और न ही खिलाड़ियों को तैयार करने के लिए कैम्प लगे हैं. 7 महीने बाद ओलंपिक खेल भी हैं लेकिन कोई भी ओलंपिक के लिए गंभीर नहीं दिख रहा जबकि पिछले चार ओलंपिक्स में कुश्ती ने लगातार चार मेडल दिए हैं.
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) December 30, 2023
खेल मंत्रालय से निवेदन…
এই ঘটনার মাঝেই পদক ফেরানো বজরং পুনিয়া-সহ বেশ কয়েকজন বিশিষ্ট কুস্তিগীরের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধি। হরিয়ানার ছারা গ্রামের বীরেন্দ্র আখড়ায় গিয়েছিলেন কংগ্রেস নেতা। কংগ্রেস নেতার সঙ্গে সেদিন কুস্তিগীরকে দেখা যায় ম্যাচে দঙ্গল লড়তে ৷
আরও পড়ুন: