ETV Bharat / sports

Jason Cummings: অস্ট্রেলিয়া দাপিয়ে সবুজ-মেরুনে যোগ বিশ্বকাপার কামিংসের

আর্মান্দো সাদিকু এবং দিমিত্রি পেত্রাতোসের পর মোহনবাগান সুপার জায়ান্টে অজি বিশ্বকাপার জেসন কামিংস ৷ অস্ট্রেলিয়ান এই ফরওয়ার্ডকে সই করানোর কথা নিশ্চিত করল ক্লাব কর্তৃপক্ষ ৷

Jason Cummins ETV BHARAT
Jason Cummings
author img

By

Published : Jun 28, 2023, 1:45 PM IST

Updated : Jun 28, 2023, 3:28 PM IST

কলকাতা, 28 জুন: দিমিত্রি পেত্রাতোসের পর আরও এক বিশ্বকাপার সবুজ-মেরুন জার্সিতে ৷ 3 বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে এলেন অজি বিশ্বকাপার জেসন কামিংস ৷ কাতার ফ্রান্সের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে বিশ্বকাপে অভিষেক হয়েছিল এই গোলমেশিনের ৷ জেসন কামিংস তাঁর সদ্য প্রাক্তন ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে সম্প্রতি এ লিগ চ্যাম্পিয়ন করে ভারতের বিমান ধরছেন নটিংহ্যাম ফরেস্টের প্রাক্তনী ৷ ফাইনালে মেলবোর্ন সিটির বিরুদ্ধে হ্যাটট্রিকও করেন বাগানের নতুন তারা ৷ অস্ট্রেলিয়ান লিগে 49 ম্যাচে 30 গোল রয়েছে কামিংসের নামের পাশে ৷

দেশের জার্সিতে গোল করার কৃতিত্বও রয়েছে তাঁর ৷ স্কটিশ কাপে তিনটি মরশুমে কুড়িটির বেশি গোল করেছেন তিনি ৷ ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ছাড়াও রেঞ্জার্স, লুটন টাউনের মতো ক্লাবেও খেলেছেন কামিংস ৷ তিনি জন্মসূত্রে স্কটিশ ৷ স্কটল্যান্ডের জাতীয় দলের হয়ে দু’টি ম্যাচ খেলেছিলেন ৷ তারপরে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন ৷ জেসন কামিংস, আর্মান্দো সাদিকু এবং দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে নতুন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট আক্রমণ বিভাগ তৈরি করছে, যা ভয় ধরাতে বাধ্য বিপক্ষকে ৷

নতুন মরশুমে মোহনবাগানে সই করে অজি বিশ্বকাপার কামিংস বলেছেন, “অস্ট্রেলিয়ান এ লিগের ফুটবলারদের কাছে এখন আইএসএল গুরুত্ব পাচ্ছে ৷ গত কয়েকবছর ধরেই আমি ভারতীয় ফুটবল ক্লাবগুলির উপর নজর রেখেছিলাম ৷ মোহনবাগান সুপার জায়ান্টের প্রস্তাব পাওয়ার পরে আমি খোঁজখবর নিতে শুরু করি ৷ এই ক্লাবের ইতিহাস ঐতিহ্য দেখে আকৃষ্ট হয়েছি ৷ গতবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ওরা ৷ এই ব্যাপারগুলি আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে ৷’’

আরও পড়ুন: আনোয়ারের আত্মঘাতী গোলে কুয়েত জয়ের স্বপ্ন শেষ ভারতের, অধরা গ্রুপ শীর্ষ

তিনি ইতিমধ্যেই কোচ জুয়ান ফেরান্দো ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন ৷ এ ব্যাপারে কামিংস বলেন, ‘‘ম্যানেজমেন্ট এবং কোচ ফেরান্দোর সঙ্গে কথা বলে বুঝতে পারি শুধু আইএসএল চ্যাম্পিয়ন হওয়াই নয়, আরও বেশ কিছু টুর্নামেন্ট জয়ের লক্ষ্যও রয়েছে ৷ আমি ক্লাবের হয়ে নিজেকে নিংড়ে দিতে চাই ৷” সাদিকুর পরে কামিন্সের যোগদানে খুশি কোচ জুয়ান ফেরান্দো নিজেও ৷ তিনি বলেন, “জেসন কেমন ফুটবলার আমরা সবাই জানি ৷ ওর আক্রমণাত্মক এবং প্রেসিং ফুটবল আমার কৌশলের সঙ্গে মানানসই ৷ বল ধরে একের বিরুদ্ধে একে দারুণ ৷ জায়গা নিতে পারে ক্ষিপ্রতার সঙ্গে ৷ সবার আগে কামিন্স একজন টিমম্যান ৷ ওর মতো বিশ্বকাপারের যোগদানে ভারতীয় ফুটবলও উপকৃত হবে ৷”

কলকাতা, 28 জুন: দিমিত্রি পেত্রাতোসের পর আরও এক বিশ্বকাপার সবুজ-মেরুন জার্সিতে ৷ 3 বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে এলেন অজি বিশ্বকাপার জেসন কামিংস ৷ কাতার ফ্রান্সের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে বিশ্বকাপে অভিষেক হয়েছিল এই গোলমেশিনের ৷ জেসন কামিংস তাঁর সদ্য প্রাক্তন ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে সম্প্রতি এ লিগ চ্যাম্পিয়ন করে ভারতের বিমান ধরছেন নটিংহ্যাম ফরেস্টের প্রাক্তনী ৷ ফাইনালে মেলবোর্ন সিটির বিরুদ্ধে হ্যাটট্রিকও করেন বাগানের নতুন তারা ৷ অস্ট্রেলিয়ান লিগে 49 ম্যাচে 30 গোল রয়েছে কামিংসের নামের পাশে ৷

দেশের জার্সিতে গোল করার কৃতিত্বও রয়েছে তাঁর ৷ স্কটিশ কাপে তিনটি মরশুমে কুড়িটির বেশি গোল করেছেন তিনি ৷ ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট ছাড়াও রেঞ্জার্স, লুটন টাউনের মতো ক্লাবেও খেলেছেন কামিংস ৷ তিনি জন্মসূত্রে স্কটিশ ৷ স্কটল্যান্ডের জাতীয় দলের হয়ে দু’টি ম্যাচ খেলেছিলেন ৷ তারপরে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন ৷ জেসন কামিংস, আর্মান্দো সাদিকু এবং দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে নতুন মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট আক্রমণ বিভাগ তৈরি করছে, যা ভয় ধরাতে বাধ্য বিপক্ষকে ৷

নতুন মরশুমে মোহনবাগানে সই করে অজি বিশ্বকাপার কামিংস বলেছেন, “অস্ট্রেলিয়ান এ লিগের ফুটবলারদের কাছে এখন আইএসএল গুরুত্ব পাচ্ছে ৷ গত কয়েকবছর ধরেই আমি ভারতীয় ফুটবল ক্লাবগুলির উপর নজর রেখেছিলাম ৷ মোহনবাগান সুপার জায়ান্টের প্রস্তাব পাওয়ার পরে আমি খোঁজখবর নিতে শুরু করি ৷ এই ক্লাবের ইতিহাস ঐতিহ্য দেখে আকৃষ্ট হয়েছি ৷ গতবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ওরা ৷ এই ব্যাপারগুলি আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে ৷’’

আরও পড়ুন: আনোয়ারের আত্মঘাতী গোলে কুয়েত জয়ের স্বপ্ন শেষ ভারতের, অধরা গ্রুপ শীর্ষ

তিনি ইতিমধ্যেই কোচ জুয়ান ফেরান্দো ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন ৷ এ ব্যাপারে কামিংস বলেন, ‘‘ম্যানেজমেন্ট এবং কোচ ফেরান্দোর সঙ্গে কথা বলে বুঝতে পারি শুধু আইএসএল চ্যাম্পিয়ন হওয়াই নয়, আরও বেশ কিছু টুর্নামেন্ট জয়ের লক্ষ্যও রয়েছে ৷ আমি ক্লাবের হয়ে নিজেকে নিংড়ে দিতে চাই ৷” সাদিকুর পরে কামিন্সের যোগদানে খুশি কোচ জুয়ান ফেরান্দো নিজেও ৷ তিনি বলেন, “জেসন কেমন ফুটবলার আমরা সবাই জানি ৷ ওর আক্রমণাত্মক এবং প্রেসিং ফুটবল আমার কৌশলের সঙ্গে মানানসই ৷ বল ধরে একের বিরুদ্ধে একে দারুণ ৷ জায়গা নিতে পারে ক্ষিপ্রতার সঙ্গে ৷ সবার আগে কামিন্স একজন টিমম্যান ৷ ওর মতো বিশ্বকাপারের যোগদানে ভারতীয় ফুটবলও উপকৃত হবে ৷”

Last Updated : Jun 28, 2023, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.