কলকাতা, 15 মার্চ: প্লে-অফ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। জোড়া সেমিফাইনালে তাঁকে পাননি জুয়ান ফেরান্দো। কিন্তু গোয়ায় আইএসএল ফাইনাল খেলতে উড়ে যাওয়ার আগে সুখবর সবুজ-মেরুন শিবিরে (ATK Mohun Bagan will fly to Goa for ISL final tomorrow) ৷ সৈকত রাজ্যে উড়ে যাওয়ার আগেরদিন বাগানের অনুশীলনে নামলেন লেফট উইং-ব্যাক আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। ফাইনালের আগে সুস্থ করে তুলতে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে পাঠানো হয়েছি ম্যানেজমেন্টের তরফে। অবশেষে সুস্থ হয়ে অনুশীলনে তিনি। তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে এটিকে মোহনবাগানের কাছে স্বস্তির।
বুধের বিকেল থেকে আইএসএল ফাইনালের অনুশীলন শুরু করল মেরিনার্সরা। শনিবার গোয়ার মাটিতে ট্রফির লড়াইয়ে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। টানা এগারোটি ম্যাচ জিতে ট্রফি জয়ের শেষ ধাপে পৌঁছেছেন সুনীলরা। ব্লুজের কঠিন চ্যালেঞ্জের কথা মাথায় রেখে ফাইনালের আগে এখন ব্লু প্রিন্ট সাজাচ্ছেন স্প্যানিশ কোচ ৷ গোয়া উড়ে যাওয়ার আগেরদিন তাই বিশেষ অনুশীলন বাগান কোচ সারলেন পর্দার আড়ালেই। বাকি সময় ফুটবলারদের দেখা গেল মূলত সেটপিস অনুশীলন করতে। বৃহস্পতিবার বেলা পৌনে বারোটার বিমানে গোয়ায় উড়ে যাবে এটিকে মোহনবাগান। তার আগে সকালে হালকা অনুশীলন সারবেন গালেগো, পেত্রাতোস, স্লাভকো, মনবীর, প্রীতম, কাইথরা। যদিও সকলেরই মুখে কুলুপ সংবাদমাধ্যমের প্রশ্নের সামনে ৷
প্রত্যেকেই 'আই হোপ সো' ছাড়া কিছুই বলছেন না। জুয়ান ফেরান্দো জানিয়েছেন, অনুরাগীদের সমর্থন তাদের ফাইনালে ভালো ফুটবলের অনুপ্রেরণা। গোয়াতেও সমর্থন চাইছেন স্প্যানিশ ৷ হুগো বুমোস তাঁর সেরাটা দেখাতে আইএসএল ফাইনালকেই বেছে নিচ্ছেন। ফরাসি মিডিও বলেন, "বেঙ্গালুরু এফসি দলে জাভি হার্নান্দেজ, রয় কৃষ্ণা, শিবাশক্তিরা যথেষ্ট ভালো ফুটবলার। তাই ফাইনালে হালকা মনোভাব দেখানোর কোনও জায়গা নেই ৷" ইতিমধ্যেই এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ফাইনালে দলকে তাতাতে তিনি গোয়ায় যাবেন। ট্রফি ফিরিয়ে নিয়ে আসাই লক্ষ্য।
আরও পড়ুন: এশিয়ান কাপের পরই সম্ভবত কেরিয়ারে ইতি টানবেন সুনীল, মত স্টিমাচের
গত তিনবছরে দু'বার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান। আন্তোনিও লোপেজ হাবাসের বাগান দু'বছর আগে ট্রফি তুলতে ব্যর্থ হয়েছিল। কিন্তু জুয়ান চান ট্রফির সঙ্গে ছবি তুলতে। শেষবেলার অনুশীলনে দলের চোট-আঘাত সমস্যা না-থাকা অনেকটাই চিন্তামুক্ত করবে তাঁকে। অর্থাৎ, পূর্ণশক্তি নিয়েই বেঙ্গালুরু এফসিকে পিছনে ফেলতে গোয়ামুখী এটিকে মোহনবাগান।