ETV Bharat / sports

AFC Cup Preparation : প্রথমবার কলকাতায় খেলবে এটিকে মোহনবাগান, আজ থেকে শুরু এএফসি কাপের প্রস্তুতি

আইএসএল শেষ হতেই এএফসি কাপের প্রস্তুতি শুরু করছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan Start Their Preparation for AFC Cup on Friday) ৷ আজ বিকেল থেকে অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন দল ৷ কোচ জুয়ান ফেরান্দো আজ সকালে শহরে এসে পৌঁছেছেন ৷ তিনি আগামিকাল থেকে দলের সঙ্গে যোগ দেবেন ৷ অনেক ফুটবলারই শনিবার অনুশীলনে নামবেন ৷

author img

By

Published : Apr 1, 2022, 9:53 AM IST

ATK Mohun Bagan Start Their Preparation for AFC Cup on Friday
ATK Mohun Bagan Start Their Preparation for AFC Cup on Friday

কলকাতা, 1 এপ্রিল : প্রতিপক্ষ ঠিক হয়নি ৷ তবে, প্রস্তুতিতে কোনও খামতি রাখতে রাজি নয় এটিকে মোহনবাগান ৷ তাই শুক্রবার বিকেল থেকে অনুশীলন শুরু করছে সবুজ-মেরুন ফুটবলাররা (ATK Mohun Bagan Start Their Preparation for AFC Cup on Friday) ৷ 12 এপ্রিল এএফসি কাপের খেলায় অংশ নেবেন হুগো বুমোস, রয় কৃষ্ণারা ৷ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা ৷ এটিকে’র সঙ্গে মোহনবাগানের গাঁটছড়ার পর প্রথমবার কলকাতায় খেলবে সবুজ মেরুন ক্লাব ৷ ফলে ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে ৷ ইতিমধ্যে, এএফসি কাপের ম্যাচের টিকিট সদস্যদের বিনা পয়সায় দেওয়ার ব্যবস্থা করেছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ ৷

কোচ জুয়ান ফেরান্দো ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে নামার আগে কোনও খামতি রাখতে রাজি নন ৷ তাই শুক্রবার বিকেল পাঁচটায় এএফসি কাপের অনুশীলনে নামবে সবুজ মেরুন (AFC Cup Preparation) ৷ দলের সব ফুটবলার আসেননি ৷ তারা ধীরে ধীরে যোগ দেবেন ৷ কোচ স্বয়ং শুক্রবার সকালে শহরে পা দেবেন ৷ এদিকে আইএসএল’র দলগুলিও নতুন মরসুমের দল গোছাতে ব্যস্ত ৷ বিশ্বস্ত সূত্রের খবর, এটিকে মোহনবাগানের প্রীতম কোটালকে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছে কেরল ব্লাস্টার্স ৷

আরও পড়ুন : 2022 FIFA WC Qualifiers : ব্রুনোর গোলে পঞ্চম বিশ্বকাপে রোনাল্ডো, কাতারে নেই সালাহ-ইব্রারা

শুক্রবার থেকে অনুশীলনে বল গড়ানো শুরু হলেও, পুরোদমে অনুশীলন শুরু হবে এপ্রিলের দু’তারিখ থেকে ৷ গত মরসুমে সবুজ মেরুনের প্রাপ্তি শূন্য ৷ তাই নতুন মরসুমে প্রথম থেকে সতর্ক থাকতে চান জুয়ান ফেরান্দো ৷ তিনি মাঝ মরসুমে দলের দায়িত্ব নেওয়ার পর আইএসএল-এ এটিকে মোহনবাগান ভাল মানের ফুটবল খেলেছে ৷ 16 ম্যাচে সবুজ মেরুন ডাগ আউটে বসে 14টি ম্যাচে অপরাজিত ফেরান্দো ৷ এই ভাল পারফরম্যান্সের জেরে নতুন মরসুমে ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রেখেছে ৷ এখন দেখার ঘরের মাঠে সমর্থকদের সামনে চাপ সামলে ফেরান্দো তাঁর দলের ভাল খেলার ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কি না ? সেই কাজের সলতে পাকানোই শুক্রবার বিকেলে শুরু হবে মোহনবাগানের ৷

কলকাতা, 1 এপ্রিল : প্রতিপক্ষ ঠিক হয়নি ৷ তবে, প্রস্তুতিতে কোনও খামতি রাখতে রাজি নয় এটিকে মোহনবাগান ৷ তাই শুক্রবার বিকেল থেকে অনুশীলন শুরু করছে সবুজ-মেরুন ফুটবলাররা (ATK Mohun Bagan Start Their Preparation for AFC Cup on Friday) ৷ 12 এপ্রিল এএফসি কাপের খেলায় অংশ নেবেন হুগো বুমোস, রয় কৃষ্ণারা ৷ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা ৷ এটিকে’র সঙ্গে মোহনবাগানের গাঁটছড়ার পর প্রথমবার কলকাতায় খেলবে সবুজ মেরুন ক্লাব ৷ ফলে ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে ৷ ইতিমধ্যে, এএফসি কাপের ম্যাচের টিকিট সদস্যদের বিনা পয়সায় দেওয়ার ব্যবস্থা করেছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ ৷

কোচ জুয়ান ফেরান্দো ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে নামার আগে কোনও খামতি রাখতে রাজি নন ৷ তাই শুক্রবার বিকেল পাঁচটায় এএফসি কাপের অনুশীলনে নামবে সবুজ মেরুন (AFC Cup Preparation) ৷ দলের সব ফুটবলার আসেননি ৷ তারা ধীরে ধীরে যোগ দেবেন ৷ কোচ স্বয়ং শুক্রবার সকালে শহরে পা দেবেন ৷ এদিকে আইএসএল’র দলগুলিও নতুন মরসুমের দল গোছাতে ব্যস্ত ৷ বিশ্বস্ত সূত্রের খবর, এটিকে মোহনবাগানের প্রীতম কোটালকে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছে কেরল ব্লাস্টার্স ৷

আরও পড়ুন : 2022 FIFA WC Qualifiers : ব্রুনোর গোলে পঞ্চম বিশ্বকাপে রোনাল্ডো, কাতারে নেই সালাহ-ইব্রারা

শুক্রবার থেকে অনুশীলনে বল গড়ানো শুরু হলেও, পুরোদমে অনুশীলন শুরু হবে এপ্রিলের দু’তারিখ থেকে ৷ গত মরসুমে সবুজ মেরুনের প্রাপ্তি শূন্য ৷ তাই নতুন মরসুমে প্রথম থেকে সতর্ক থাকতে চান জুয়ান ফেরান্দো ৷ তিনি মাঝ মরসুমে দলের দায়িত্ব নেওয়ার পর আইএসএল-এ এটিকে মোহনবাগান ভাল মানের ফুটবল খেলেছে ৷ 16 ম্যাচে সবুজ মেরুন ডাগ আউটে বসে 14টি ম্যাচে অপরাজিত ফেরান্দো ৷ এই ভাল পারফরম্যান্সের জেরে নতুন মরসুমে ম্যানেজমেন্ট তাঁর উপর আস্থা রেখেছে ৷ এখন দেখার ঘরের মাঠে সমর্থকদের সামনে চাপ সামলে ফেরান্দো তাঁর দলের ভাল খেলার ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কি না ? সেই কাজের সলতে পাকানোই শুক্রবার বিকেলে শুরু হবে মোহনবাগানের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.