কলকাতা, 2 এপ্রিল : আইএসএলের হতাশা ঝেড়ে ফেলে এএফসি কাপের প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan start their AFC Cup preparation)। শুক্রবার ভোরে শহরে পা দিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো ৷ জেট ল্যাগের তোয়াক্কা না-করেই বিকেলে নেমে পড়লেন দলের অনুশীলনে। প্রথমেই দলের থিঙ্কট্যাঙ্কের সঙ্গে বৈঠক সেরে প্রস্তুতির রূপরেখা স্থির করেন স্প্যানিশ কোচ। এরপর ফুটবলারদের সঙ্গে বসেন বৈঠক।
গত মরশুমে প্রাপ্তির ভাঁড়ার শূন্য ৷ তবে হতাশায় ডুবে না থেকে লক্ষ্য বড় করে সামনে তাকানোর কথা বলেছেন ফেরান্দো। আর কোচের দেখানো পথেই আইএসএলের ব্যর্থতা ভুলে এএফসি কাপে ভালো ফল করতে মরিয়া তিরি, হুগো বুমোস, প্রবীর দাস, কিয়ান নাসিরিরা। প্রস্তুতি শুরু হলেও এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কারা, তা এখনও ঠিক হয়নি। আগামী 5 এপ্রিল নেপালের মাচিন্দ্রা এফসি বনাম শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি-র মধ্যে বিজয়ীর সঙ্গে খেলবে সবুজ-মেরুন।
আরও পড়ুন : প্রথমবার কলকাতায় খেলবে এটিকে মোহনবাগান, আজ থেকে শুরু এএফসি কাপের প্রস্তুতি
আইএসএলের পর প্রথমদিনের অনুশীলনে মূলত ফিটনেসের উপরই জোর দিলেন বাগানের স্প্যানিশ কোচ ৷ দীপক টাংরি, লিস্টন কোলাসোরা ঠিক কী অবস্থায়, তা বুঝে নিলেন ফেরান্দো ৷ বাকি ফুটবলাররা স্কোয়াডে যোগ দেবেন শীঘ্রই ৷ ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি প্রথমদিন বল নিয়ে নাড়াচাড়া হল কিছুক্ষণ ৷ শনিবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করছে ফেরান্দোর বাগান।