কলকাতা, 25 জুন: 2022-23 মরশুমে বিদেশি ফুটবলার সই করানোয় বিরাট চমক দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ৷ ফ্রান্সের ফুটবলার পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকে সই করাল তারা (ATK Mohun Bagan Marquee Player Florentin Pogba Interview) ৷ এক বছরের জন্য সই করার পরে ফ্লোরেন্তিন বলেন, ‘‘এটিকে মোহনবাগানের মতো বিশাল সমর্থক সমৃদ্ধ ক্লাবে খেলব এটা ভেবে রোমাঞ্চিত হচ্ছি। এটা আমার কাছে খুব গর্বের ৷ এই ক্লাবের জার্সির ঐতিহ্য আলাদা ৷ আমি মাঠে নামার অপেক্ষায় রয়েছি ৷’’
দীর্ঘদিন ইউরোপের নানা ক্লাবে খেললেও এটিকে মোহনবাগানের খেলা ফ্লোরেন্তিন পোগবা (Florentin Pogba)-র কাছে নতুন চ্যালেঞ্জ ৷ সেই প্রশ্ন উঠতেই ফের মোহনবাগানের ঐতিহ্যের কথা তুলে ধরলেন 32 বছর বয়সী এই ডিফেন্ডার ৷ তিনি বলেন, ‘‘নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ভারতে খেলতে আসছি ৷ এটা আমার কাছে নতুন দেশ এবং নতুন চ্যাম্পিয়নশিপ ৷ সব থেকে বড় কথা শুধু ভারতের নয়, এশিয়ার একটি ঐতিহ্যবাহী এবং সাফল্যের পরম্পরা সমৃদ্ধ ক্লাবের হয়ে মাঠে নামতে পারা আমার কাছে বিরাট ব্যাপার ৷’’
এর আগে ইন্ডিয়ান সুপার লিগে রবার্তো পিরেস, আনেলকার মতো ফুটবলার খেলে গিয়েছেন ৷ তবে, ভারতীয় ফুটবল সম্পর্কে খুব বেশি ধারণা নেই ফ্লোরেন্তিন পোগবার ৷ তিনি বলেন, ‘‘ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে আমার অনেক কিছু জানার বাকি রয়েছে ৷ তবে, এখানে বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলার যেমন রবার্তো পিরেস, আনেলকা খেলেছেন। তাই এই লিগ সম্পর্কে অনেক কথা শুনেছি ৷ আর শুনে মনে হয়েছে ভারতে ফুটবল যথেষ্ট জনপ্রিয় ৷’’
মোহনবাগানের সদস্য সমর্থকেরাই ক্লাবের হৃদপিণ্ড ৷ সেটাই ডিফেন্ডারকে আকৃষ্ট করেছে ৷ নিজেই জানালেন সে কথা ৷ তিনি বলেন, ‘‘দর্শকদের সামনে খেলতে আমার দারুণ লাগে ৷ উপভোগ করি ৷ এটিকে মোহনবাগানের খেলার সময় প্রচুর দর্শক আসবেন, এটা বুঝতে পেরে আমার দারুণ লাগছে ৷ কবে ওদের সামনে খেলতে পারব ? তার অপেক্ষায় আমি থাকব ৷’’ সবুজ-মেরুন সমর্থকদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। ফ্লোরেন্তিন বলেন, ‘‘আমি নিজে মেরিনার্স হয়ে গর্বিত ৷ সমর্থকদের কথা দিচ্ছি নিজের সেরাটা দিয়ে ট্রফি জিতে সবাইকে আনন্দ দেব ৷’’
আরও পড়ুন: East Bengal : চুক্তিতে সই না-হলে দলগঠন শুরু হবে না: আদিত্য আগরওয়াল
ফ্লোরেন্তিন পোগবাকে দলে পেয়ে দারুণ খুশি এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো ৷ তিনি বলেন, ‘‘ফ্লোরেন্তিনের লক্ষ্য সব সময় স্থির ৷ সেরাটা দিতে চায় ৷ রক্ষণ থেকে আক্রমণ তৈরি করতে পারে ৷ ফরওয়ার্ডদের জন্য ভাল বল দিতে পারে ৷ প্রতিপক্ষের আক্রমণ সহজেই বুঝে তা আটকাতে পারে ৷’’